বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

চিলির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তায় স্কালোনি

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতি পুরোদমে চললেও, সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে দলের প্রাণভোমরা ও অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে। ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এসে বিষয়টি স্পষ্ট করে জানাননি কোচ লিওনেল স্কালোনি। বরং তার কথায় ধরা পড়েছে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা।

'আমরা এখনো সিদ্ধান্ত নিইনি মেসি শুরু থেকে খেলবে কিনা। ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ও প্রস্তুত আছে, তবে শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে,' বলেছেন আর্জেন্টাইন কোচ।

গত শনিবার তার ক্লাব মায়ামির হয়ে একটি ভালো ম্যাচ খেলার পর মেসির ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন ওঠেনি, তবে স্কালোনির মন্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, ম্যাচের আগে শেষ মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি মাঠে নামবেন কি না।

এদিকে চিলির বিপক্ষে ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না আর্জেন্টিনা। ইনজুরি এবং নিষেধাজ্ঞায় মিডফিল্ডে দেখা দিচ্ছে বড় ঘাটতি। এর মধ্যে অন্যতম হলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, যাকে চোটের কারণে বিশ্রামে রেখেছে দল।

'অ্যালেক্সিসকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। সে অনেক দিন ধরেই সমস্যায় ভুগছে। সামনে বড় ম্যাচগুলো মাথায় রেখেই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে,' জানিয়েছেন স্কালোনি।

এছাড়া জিওভান্নি লো সেলসোও চোট নিয়ে দলে এসেছেন। তার দুটো ম্যাচেই না খেলার সম্ভাবনা রয়েছে বলেও জানান কোচ।

বাছাইপর্বে পয়েন্টের দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকায় এবার তরুণদের সুযোগ দেওয়ার কথা বলছেন স্কালোনি। তার ভাষায়, 'অনেক নতুন খেলোয়াড়কে এবার সুযোগ দেওয়া হবে। যাদের এখনও জাতীয় দলে বড় ভূমিকা ছিল না, এখন তাদের নিজেকে প্রমাণ করার সময়।'

তরুণদের ওপর আস্থা রেখে স্কালোনি বলেন, 'এই মুহূর্তটা তরুণদের জন্য বড় সুযোগ। জাতীয় দলের দরজা যখন খোলে, সেটা কাজে লাগাতে হয়।'

লাউতারো মার্টিনেজ স্কোয়াডে থাকলেও খেলবেন না নিশ্চিত করে স্কালোনি বলেন, 'ও বিশ্রাম পাচ্ছে, এটা আগে থেকেই পরিকল্পনায় ছিল। তবে স্কোয়াডের অংশ হিসেবে ও আমাদের সঙ্গেই থাকবে।'

চিলির মাঠে বৃহস্পতিবারের ম্যাচে মেসির খেলা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। তবে দলের চোট-সঙ্কটের মধ্যে তরুণদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে আর্জেন্টিনা কোচিং স্টাফ। ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে—মাঠে নামবেন কি না লিওনেল মেসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

১০

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

১১

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

১২

‘আমগরে কেডা খাওয়াইবো, কেডা দেখবো’

১৩

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৪

রাউজান থেকে এনিসিপির মনোনয়ন নিলেন মোহাম্মদ মহিউদ্দীন জিলানী

১৫

শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

১৬

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৭

চুয়েটে ‘ইঞ্জিনিয়ারিং এক্সপিডিশন ২০২৫’-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৮

অসংক্রামক রোগ মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন সমৃদ্ধকরণ জরুরি

১৯

৪৪তম বিসিএসের পরিবর্ধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬

২০
X