স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

চিলির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তায় স্কালোনি

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতি পুরোদমে চললেও, সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে দলের প্রাণভোমরা ও অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে। ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে এসে বিষয়টি স্পষ্ট করে জানাননি কোচ লিওনেল স্কালোনি। বরং তার কথায় ধরা পড়েছে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা।

'আমরা এখনো সিদ্ধান্ত নিইনি মেসি শুরু থেকে খেলবে কিনা। ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ও প্রস্তুত আছে, তবে শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে,' বলেছেন আর্জেন্টাইন কোচ।

গত শনিবার তার ক্লাব মায়ামির হয়ে একটি ভালো ম্যাচ খেলার পর মেসির ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন ওঠেনি, তবে স্কালোনির মন্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, ম্যাচের আগে শেষ মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি মাঠে নামবেন কি না।

এদিকে চিলির বিপক্ষে ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না আর্জেন্টিনা। ইনজুরি এবং নিষেধাজ্ঞায় মিডফিল্ডে দেখা দিচ্ছে বড় ঘাটতি। এর মধ্যে অন্যতম হলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, যাকে চোটের কারণে বিশ্রামে রেখেছে দল।

'অ্যালেক্সিসকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। সে অনেক দিন ধরেই সমস্যায় ভুগছে। সামনে বড় ম্যাচগুলো মাথায় রেখেই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে,' জানিয়েছেন স্কালোনি।

এছাড়া জিওভান্নি লো সেলসোও চোট নিয়ে দলে এসেছেন। তার দুটো ম্যাচেই না খেলার সম্ভাবনা রয়েছে বলেও জানান কোচ।

বাছাইপর্বে পয়েন্টের দিক থেকে সুবিধাজনক অবস্থানে থাকায় এবার তরুণদের সুযোগ দেওয়ার কথা বলছেন স্কালোনি। তার ভাষায়, 'অনেক নতুন খেলোয়াড়কে এবার সুযোগ দেওয়া হবে। যাদের এখনও জাতীয় দলে বড় ভূমিকা ছিল না, এখন তাদের নিজেকে প্রমাণ করার সময়।'

তরুণদের ওপর আস্থা রেখে স্কালোনি বলেন, 'এই মুহূর্তটা তরুণদের জন্য বড় সুযোগ। জাতীয় দলের দরজা যখন খোলে, সেটা কাজে লাগাতে হয়।'

লাউতারো মার্টিনেজ স্কোয়াডে থাকলেও খেলবেন না নিশ্চিত করে স্কালোনি বলেন, 'ও বিশ্রাম পাচ্ছে, এটা আগে থেকেই পরিকল্পনায় ছিল। তবে স্কোয়াডের অংশ হিসেবে ও আমাদের সঙ্গেই থাকবে।'

চিলির মাঠে বৃহস্পতিবারের ম্যাচে মেসির খেলা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। তবে দলের চোট-সঙ্কটের মধ্যে তরুণদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে আর্জেন্টিনা কোচিং স্টাফ। ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে—মাঠে নামবেন কি না লিওনেল মেসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়েরকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ 

২ ভাইকে কুপিয়ে হত্যা

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

বিশ্বসেরা কোচের মঞ্চে পর্তুগালের কোচের পিছনে স্কালোনি

১০

এনসিপির ৩ শীর্ষ নেত্রীর পোস্ট, জানালেন নতুন তথ্য

১১

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

১২

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

১৩

কারিগরি শিক্ষার বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা

১৪

ঢাকার মঞ্চে বেগম রোকেয়া

১৫

সংকটকালে দেশ রক্ষায় বিএনপির বিকল্প নেই : রবিউল আলম 

১৬

রাহিতুল ইসলামের নতুন উপন্যাস : এক বাবার দীর্ঘশ্বাস ও নির্মম সত্যের খোঁজ

১৭

জাকির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটাঙ্গন, আবেগঘন বার্তায় সাকিব-তামিম-মাশরাফি-শান্ত

১৮

ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ : হাবিব

১৯

তুহিনকে ধানের শীষের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

২০
X