স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কোচকে আক্রমণের অভিযোগে দল থেকে বাদ কলম্বিয়া ফুটবলার

কোচ লোরেঞ্জোকে আক্রমণ করেন দুরান। ছবি : সংগৃহীত
কোচ লোরেঞ্জোকে আক্রমণ করেন দুরান। ছবি : সংগৃহীত

কলম্বিয়া জাতীয় ফুটবল দল আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গভীর সংকটে। পেরুর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ড্রেসিংরুমে এক নাটকীয় ঘটনার জন্ম দিয়েছেন ফরোয়ার্ড জন দুরান। কোচ নেস্তোর লরেঞ্জোকে আক্রমণ এবং সতীর্থদের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগে শেষ পর্যন্ত তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত ম্যাচ শেষ হওয়ার পর। উত্তেজিত দুরান ড্রেসিংরুমে প্রবেশ করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং কোচিং স্টাফের প্রতি অশ্রাব্য ভাষায় কথা বলেন বলে দাবি করেন সাংবাদিক পাওলো অ্যারেনাস। জানা যায়, কোচ লরেঞ্জো তাকে শান্ত করতে এগিয়ে গেলে দুরান আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কোচের জামাকাপড় ধরে টানাটানি করেন।

সেই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেস এবং জেফারসন লারমা। কিন্তু সংঘর্ষের একপর্যায়ে জেমস পড়ে যান মাটিতে। শেষ পর্যন্ত লারমাই দুরানকে নিবৃত করতে সক্ষম হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে ঘটনার সত্যতা অস্বীকার করেছেন সংশ্লিষ্ট সবাই। লারমা বলেন, ‘হাফটাইমে কোনো মারামারির ঘটনা ঘটেনি। আমি আমার এজেন্টের কাছ থেকে শুনেছি যে আমার নাম জড়ানো হয়েছে, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা। দলের ভেতরে ভালো পরিবেশ বিরাজ করছে।’

একই সুরে কথা বলেন কোচ লরেঞ্জোও। ‘আমার বিরুদ্ধে বলা হয়েছে দুরানের সঙ্গে ঝগড়া করেছি, সতীর্থরা তাকে সরিয়েছে—এসব সম্পূর্ণ বানানো কথা। যারা এগুলো ছড়াচ্ছে, তারা ফুটবলের জন্য ক্ষতিকর। তাদের চিহ্নিত করা দরকার।”

দুরান নিজেও অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোচ বা সতীর্থদের সঙ্গে কোনো বিরোধে জড়াইনি। আমার পিঠের পুরনো চোটটাই মূল কারণ, যার জন্য আমাকে স্কোয়াড ছাড়তে হয়েছে। মিডিয়াতে যেসব কথা ছড়ানো হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।’

তবে বিতর্ক থামছে না এখানেই। সাংবাদিক পাওলো অ্যারেনাস ও আরেক সাংবাদিক জাকোবো সোলানো সেরচিয়ারো দুজনেই এই কেলেঙ্কারির খবর নিশ্চিত করেছেন। তাদের দাবি, দুরান আচরণগত সমস্যায় জড়িয়েছেন এবং এতে দলের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে।

আর্জেন্টিনার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে এমন অস্থিরতা কলম্বিয়া দলের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে কলম্বিয়া ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে বিতর্কিত ঘটনাটি নিঃসন্দেহে লাতিন আমেরিকার ফুটবলে এক আলোচিত অধ্যায় হয়ে থাকছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

‘ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন’

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

সাংবাদিক সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল : ডিএমপি

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

১০

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

১১

গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

১২

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

১৩

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

১৪

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

১৫

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

১৬

জকসু নির্বাচনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার : চন্দন কুমার

১৭

নায়কদের দিন শেষ? ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে রাজামৌলি

১৮

একজন উপদেষ্টার ইশারায় আমাকে আটক করা হয়েছিল : সাংবাদিক সোহেল

১৯

কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

২০
X