স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালন ডি অ’রের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, কার হাতে উঠবে ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট?

ব্যালন ডি’অর ট্রফি। ছবি : সংগৃহীত
ব্যালন ডি’অর ট্রফি। ছবি : সংগৃহীত

অবশেষে প্রকাশিত হলো ২০২৫ সালের ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকা। আর সেই তালিকার শীর্ষে তিন চমকপ্রদ নাম—ওসমান দেম্বেলে, লামিন ইয়ামাল ও মোহাম্মদ সালাহ। ফুটবলের এই সোনালি পুরস্কারের দৌড়ে এবার দেখা যেতে পারে এক যুগান্তকারী মোড়।

প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে অসাধারণ মৌসুম কাটানো ওসমান দেম্বেলেকে মনে করা হচ্ছে এই পুরস্কারের প্রধান দাবিদার। পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে অগ্রণী ভূমিকা রাখা এই ফরাসি তারকা ফাইনালে করিয়েছেন দুটি গোলের সহায়তা—মার্সেলোর ২০১৮ সালের রেকর্ডের পর এমন কীর্তি আর কেউ গড়েননি।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দেম্বেলের গোল সংখ্যা ৩৩, আর অ্যাসিস্ট ১৩। মোট ৪৬টি গোল অবদান রেখে তিনি এখন এক ফরাসি কিংবদন্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। ব্যালন ডি’অর জিতলে তিনি হবেন ষষ্ঠ ফরাসি, যিনি এ পুরস্কার ঘরে তুলবেন।

ওসমানে দেম্বেলে

তবে বার্সেলোনার বিস্ময়-বালক ইয়ামালও রয়েছেন দারুণ ফর্মে। ১৮টি গোল ও ২১টি অ্যাসিস্ট করে তিনিই ছিলেন বার্সার আক্রমণভাগের প্রাণভোমরা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি ২৪৪টি সফল ড্রিবল করেছেন তিনিই।

লামিনে ইয়ামালবার্সার আরেক তারকা রাফিনিয়াও আলো ছড়িয়েছেন। চ্যাম্পিয়নস লিগে ২১টি গোল অবদান রেখে তিনি ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০১৩-১৪ মৌসুমের রেকর্ড। এক মৌসুমে বার্সার হয়ে তার ১৩ গোলের চেয়ে বেশি গোল শুধু মেসির (১৪, ২০১১-১২)।

এদিকে লিভারপুলের মোহাম্মদ সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগে গড়েছেন এক অবিশ্বাস্য রেকর্ড—এক মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৭টি অবদান, যা আগেই ছিল কেবল অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়ারারের দখলে।

মোহাম্মদ সালাহরিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে তার প্রথম মৌসুমেই ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন—৪৩টি। তিনিও আছেন ব্যালন ডি’অরের দৌড়ে, সঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম।

সিরি আ থেকে মনোনয়ন পেয়েছেন মাত্র তিনজন। যার মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম স্কট ম্যাকটমিনে। নাপোলির হয়ে ১২ গোল ও ৪ অ্যাসিস্ট করে প্রথম মৌসুমেই নজর কেড়েছেন। ২০১০-১১ সালের পর কোনো মিডফিল্ডার এত গোল অবদান রাখেননি।

গোলরক্ষকদের মধ্যে ইয়াশিন ট্রফির দৌড়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে থাকা এই আর্জেন্টাইন গোলরক্ষক গত মৌসুমে করেছেন ১৫৬টি সেভ। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ডোনারুম্মা, ইয়ান সমার, থিবো কোর্তোয়া, আলিসন, দাভিদ রায়া ও মাতজ সেলস।

২১ বছরের নিচে সেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফির জন্য আবারও মনোনীত হয়েছেন ইয়ামাল। গত বছর স্পেনকে ইউরো জেতানোয় পেয়েছিলেন এই পুরস্কার। এবার তার মূল প্রতিদ্বন্দ্বী পিএসজির দেজিরে ডুয়ে, যিনি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েছেন।

নারী ফুটবলের ব্যালন ডি’অর: ইংল্যান্ড-স্পেন দ্বৈরথ

নারীদের ব্যালন ডি’অরে এবার আধিপত্য দেখাচ্ছে ইংল্যান্ড ও স্পেন। আর্সেনালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী লিয়া উইলিয়ামসন, ক্লোয়ি কেলি ও আলেসিয়া রুসোর বিপরীতে রয়েছেন স্পেনের তারকা আলেক্সিয়া পুতেয়াস, আইতানা বোনমাতি ও প্যাট্রি গুইহারো।

২০২৫ সালের ব্যালন ডি’অর হতে যাচ্ছে রীতিমতো এক মহাযুদ্ধ। দেম্বেলের নান্দনিকতা, ইয়ামালের বিস্ফোরণ, রাফিনহার ধারাবাহিকতা না সালাহর শিরোপা ঝলক—কে উঠবেন সোনালি মঞ্চে? উত্তরের জন্য অপেক্ষা আগামী অক্টোবর পর্যন্ত!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে সংঘর্ষের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

হাসারাঙ্গার লড়াই টপকে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে রশিদ খান

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে ঢাকায় সামিত সোম

মানবপাচার মামলা বায়রার নেতাকে গ্রেপ্তারের পর জিম্মায় মুক্তি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম মাদারীপুর থেকে উদ্ধার

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি ফজলুর রহমান 

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

১০

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

১১

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

১২

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

১৩

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১৪

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

১৫

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

১৬

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

১৮

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

১৯

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

২০
X