২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি পর্বে নতুনদের যাচাই-বাছাইয়ে নেমেছে আর্জেন্টিনা। শনিবার (ভোর ৬টায়) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে লিওনেল স্কালোনির দল, যেখানে মূল একাদশে দেখা যেতে পারে বেশ কিছু চমক। বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচ মূলত নতুন সমীকরণ গড়ার এক পরীক্ষার মঞ্চ।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স শেষে শীর্ষে থেকে পর্ব শেষ করেছে আর্জেন্টিনা—ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে ও কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে ৩৮ পয়েন্টে তারা বাছাই শেষ করে। এবার মেসিদের লক্ষ্য দলীয় গভীরতা বাড়ানো এবং বিকল্প খেলোয়াড়দের সামর্থ্য যাচাই করা।
কোচ স্কালোনি তাই এ ম্যাচে মূল একাদশে রাখতে চান না অনেক নিয়মিত মুখ। বুধবারের অনুশীলনে মেসিকে বিশ্রাম দেওয়া হয়, তার জায়গায় ট্রেনিং একাদশে ছিলেন তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ। ফলে আজ রাতের ম্যাচে ৩৬ বছর বয়সী অধিনায়ককে শুরুর একাদশে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। সাম্প্রতিক এমএলএস ম্যাচের পর ক্লান্তি থেকেও ফিরতে সময় লাগছে তার।
মিডফিল্ডে এখনও একটি জায়গা নিয়ে অনিশ্চয়তা রয়েছে—অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার না জিওভান্নি লো সেলসো, এ নিয়ে সিদ্ধান্ত নেবেন স্কালোনি শেষ মুহূর্তে। অন্যদিকে, চোট থেকে ফিরলেও এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন প্রথম একাদশে; পায়ের পেশিতে ব্যথা থাকলেও গোলপোস্টের নিচে তিনিই ভরসা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস গঞ্জালেজ; লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার/লো সেলসো; নিকোলাস পাজ, লওতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ।
কোচ: লিওনেল স্কালোনি।
মন্তব্য করুন