মাত্র কিছুদিন আগে ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে গোল হজম করে হংকংয়ের বিপক্ষে হারে হামজা-জামালরা। সোমবার (১৩ অক্টোবর) জর্ডানে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়েও অনেকটা সেই চিত্রায়ণ হয়েছে। এতে তিন পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। সেই লিড ধরে রাখে ম্যাচজুড়েই, তবে একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে গুঁড়িয়ে যায় সব আশা। জর্ডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশ।
এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মামনি চাকমার ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে ওপরে উঠে যায়। ছুটে গিয়ে হেডে লক্ষ্যভেদ করেন সুরভী আকন্দ প্রীতি। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরাতে আক্রমণ বাড়িয়ে দেয় জর্ডান। তবে বাংলাদেশের রক্ষণ ভেদ করে মেঘলাকে পরীক্ষা নিতে পারছিল না তারা। ৬১তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নেন মামিনা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়ান এই মিডফিল্ডার।
ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। তবে একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশের ডিফেন্ডার জর্ডানের সাধারণ এক বল ক্লিয়ার করতে পারেননি ঠিকঠাকভাবে। এতে বল পেয়ে যায় জর্ডানের ফুটবলার। সেই ফুটবলার বক্সে সতীর্থের উদ্দেশ্যে বল ঠেলেন। বাংলাদেশের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে আসেন। গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগেই জর্ডানের ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে কোনাকুনি শটে বল জালে পাঠান। আর তাতেই গোল হজম করে জয়ের পরিবর্তে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
মন্তব্য করুন