মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে বেপরোয়া অটোরিকশা, অসহায় প্রশাসন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সব সড়ক এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। ছবি : কালবেলা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সব সড়ক এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। ছবি : কালবেলা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সব সড়ক এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। উপজেলার প্রধান সড়ক মনোহরগঞ্জ উপজেলার অলিগলিতে চলছে বেপরোয়া এসব যানবাহন। দিনের পর দিন এসব যাবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এতে নিত্য যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে চালকদের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই বাড়ছে নানা দুর্ঘটনা।

জানা গেছে, ৭-৮ বছরের ছেলেরা ও অনভিজ্ঞ লোকেরা অটোরিকশা চালানোর পেশায় জড়িত। মানুষের এই ভোগান্তি ও দুর্ঘটনা থেকে রেহাই পেতে এবং সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিন দেখা যায়, উপজেলা সদরে মনোহরগঞ্জ বাজার, লক্ষণপুর বাজার, হাসনাবাদ বাজার, খিলা বাজারসহ উপজেলার বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে অটোরিকশাগুলো চলছে। কে কার আগে যাবে, চলছে সেই প্রতিযোগিতা। বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক চালকদের মধ্যে এই প্রতিযোগিতা বেশি দেখা যায়। তা ছাড়া ব্যাটারিচালিত রিকশাগুলো রাস্তায় যত্রতত্র রাখার কারণে সৃষ্টি হচ্ছে যানজট। এসব অটোরিকশায় লাগানো হয়েছে হাইড্রোলিক হর্ন ও এলইডি লাইট। এর ফলে হচ্ছে শব্দদূষণ এবং এলইডি লাইটের কারণে রাতে বাড়ছে দুর্ঘটনা।

মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ীর সভাপতি মাসুদুল আলম বাচ্চু কালবেলাকে বলেন, ভোর থেকে গভীর রাত অবধি ব্যাটারিচালিত রিকশা উপজেলা সদরের ব্যস্ততম সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে। এরা নিয়ন্ত্রণহীনভাবে চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের উচিত এগুলো আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া। ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক ও রিকশা এখন উপজেলাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

মনোহরগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন বলেন, বর্তমানে অটোরিকশার জন্য বাজারে স্বাচ্ছন্দ্যে চলাচল করা যায় না। সড়কে দ্রুত গতিতে চলাচল করায় প্রায়ই তারা গায়ের ওপর উঠিয়ে দেয়। অনেক সময় অঙ্গহানির ঘটনাও ঘটে। বর্তমানে যাত্রীর চেয়ে সড়কে অটোরিকশার পরিমাণ অনেক বেশি। আবার এসব যানবাহনকে ঘিরে অনেক জায়গায় চলে চাঁদাবাজি।

পথচারী মো. জয়নাল আবেদিন বলেন, ব্যাটারিচালিত এসব অটোরিকশার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এখন রাস্তায় চলাচল করতে ভয় পায়। প্রতিদিনই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। আমি উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে কালবেলাকে বলেন, চালকরা বিভিন্ন বয়সের হওয়ায় এবং তাদের অভিজ্ঞতা না থাকা, ট্রেনিংয়ের ব্যবস্থা না থাকায় মানুষ প্রতিদিন এ ধরনের ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়তে হয়। আমাদের কাছে ম্যাজিস্ট্রেট পাওয়ার না থাকায় এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি কালবেলাকে বলেন, আমরা সচেতন করছি যাতে করে ছোট বাচ্চারা সড়কে অটোরিকশা না চালায়। ১৮ বছরের নিচে জরিমানা বিধান না থাকায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে নয়, সিঙ্গাপুরেই হাদির অস্ত্রোপচারের অনুমতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে নামার সময় জানালেন সাত্তার

গোপনে বাংলাদেশে কনসার্ট করছেন আতিফ আসলাম

ভুল সম্পর্কে না থেকে সিঙ্গেল থাকার ৬ কারণ

পদত্যাগ করলেন আনচেলত্তি

বরিশালে একদিনে ৩ লাশ উদ্ধার

সহযোদ্ধাকে যা জানিয়েছিলেন এনসিপি নেত্রী রুমী

রিটার্নিং-সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির

দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ১০ লাখ : বিশ্বব্যাংক

১০

ফসলি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে ভেকুচাপায় হত্যা

১১

বাবার বয়সী এক নির্মাতা জোর করে চুম্বন করতে চেয়েছিল : মালতী

১২

ওসমান হাদির সবশেষ অবস্থা জানিয়ে ‘অগ্রিম’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

১৩

হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হাল চাষের শতবর্ষী ঐতিহ্য

১৪

জবিতে টেকসই উন্নয়নে প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন

১৫

ঘরে আগুন দিয়ে ৩ পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা, পরিদর্শনে পুলিশ সুপার

১৬

গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন মেহরীন

১৭

আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে ফেরানোর সিদ্ধান্ত, কারণ জানাল বিসিবি

১৮

সংবিধান পরিবর্তনকে হুমকি নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে : প্রধান বিচারপতি

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে উদযাপিত ‘বিজয় উৎসব ২০২৫’

২০
X