মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে বেপরোয়া অটোরিকশা, অসহায় প্রশাসন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সব সড়ক এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। ছবি : কালবেলা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সব সড়ক এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। ছবি : কালবেলা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সব সড়ক এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। উপজেলার প্রধান সড়ক মনোহরগঞ্জ উপজেলার অলিগলিতে চলছে বেপরোয়া এসব যানবাহন। দিনের পর দিন এসব যাবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এতে নিত্য যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে চালকদের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই বাড়ছে নানা দুর্ঘটনা।

জানা গেছে, ৭-৮ বছরের ছেলেরা ও অনভিজ্ঞ লোকেরা অটোরিকশা চালানোর পেশায় জড়িত। মানুষের এই ভোগান্তি ও দুর্ঘটনা থেকে রেহাই পেতে এবং সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিন দেখা যায়, উপজেলা সদরে মনোহরগঞ্জ বাজার, লক্ষণপুর বাজার, হাসনাবাদ বাজার, খিলা বাজারসহ উপজেলার বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে অটোরিকশাগুলো চলছে। কে কার আগে যাবে, চলছে সেই প্রতিযোগিতা। বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক চালকদের মধ্যে এই প্রতিযোগিতা বেশি দেখা যায়। তা ছাড়া ব্যাটারিচালিত রিকশাগুলো রাস্তায় যত্রতত্র রাখার কারণে সৃষ্টি হচ্ছে যানজট। এসব অটোরিকশায় লাগানো হয়েছে হাইড্রোলিক হর্ন ও এলইডি লাইট। এর ফলে হচ্ছে শব্দদূষণ এবং এলইডি লাইটের কারণে রাতে বাড়ছে দুর্ঘটনা।

মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ীর সভাপতি মাসুদুল আলম বাচ্চু কালবেলাকে বলেন, ভোর থেকে গভীর রাত অবধি ব্যাটারিচালিত রিকশা উপজেলা সদরের ব্যস্ততম সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে। এরা নিয়ন্ত্রণহীনভাবে চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের উচিত এগুলো আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া। ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক ও রিকশা এখন উপজেলাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

মনোহরগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন বলেন, বর্তমানে অটোরিকশার জন্য বাজারে স্বাচ্ছন্দ্যে চলাচল করা যায় না। সড়কে দ্রুত গতিতে চলাচল করায় প্রায়ই তারা গায়ের ওপর উঠিয়ে দেয়। অনেক সময় অঙ্গহানির ঘটনাও ঘটে। বর্তমানে যাত্রীর চেয়ে সড়কে অটোরিকশার পরিমাণ অনেক বেশি। আবার এসব যানবাহনকে ঘিরে অনেক জায়গায় চলে চাঁদাবাজি।

পথচারী মো. জয়নাল আবেদিন বলেন, ব্যাটারিচালিত এসব অটোরিকশার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এখন রাস্তায় চলাচল করতে ভয় পায়। প্রতিদিনই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। আমি উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে কালবেলাকে বলেন, চালকরা বিভিন্ন বয়সের হওয়ায় এবং তাদের অভিজ্ঞতা না থাকা, ট্রেনিংয়ের ব্যবস্থা না থাকায় মানুষ প্রতিদিন এ ধরনের ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়তে হয়। আমাদের কাছে ম্যাজিস্ট্রেট পাওয়ার না থাকায় এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি কালবেলাকে বলেন, আমরা সচেতন করছি যাতে করে ছোট বাচ্চারা সড়কে অটোরিকশা না চালায়। ১৮ বছরের নিচে জরিমানা বিধান না থাকায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

‘আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে’

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

১০

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

১১

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

১২

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

১৩

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

১৪

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

১৫

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

১৬

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

১৭

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১৮

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

১৯

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

২০
X