

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে বড় ম্যাচের আগে বড় দুঃসংবাদই পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। রিয়ালের তরুণ আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুওনো আনফিল্ড সফরে দলের সঙ্গে যাচ্ছেন না। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে তার ইনজুরির খবর ক্লাবের শিবিরে নতুন দুশ্চিন্তা যোগ করেছে।
রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম নিশ্চিত করেছে, ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার পিউবালজিয়া (পেলভিস অঞ্চলের পেশিতে ব্যথা) সমস্যায় ভুগছেন। এই চোটের কারণে অন্তত মঙ্গলবারের ম্যাচে তাকে বাইরে থাকতে হচ্ছে। তবে তার পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে কতটা সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়।
মাস্তান্তুওনো সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। দলের বাকি সদস্যরা ভ্যালদেবেবাসে নিজেদের শেষ অনুশীলন সেরে নিয়েছেন। বিপক্ষের মাঠে প্রচলিত অনুশীলনের বদলে কোচ জাবি আলোনসো দলকে গণমাধ্যমের চোখের আড়ালে রেখে প্রস্তুতি নিতে পছন্দ করেছেন—লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো চাপ না বাড়াতে এটি ছিল কৌশলগত সিদ্ধান্ত।
গত শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের শেষ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন মাস্তান্তুওনো। ম্যাচটি অবশ্য তার সেরা পারফরম্যান্স ছিল না, আর এখন বোঝা যাচ্ছে—তখনই ইনজুরির অস্বস্তি শুরু হয়েছিল।
রিভার প্লেট থেকে আসা এই তরুণ ইতোমধ্যে আলোনসোর আস্থার প্রতীক হয়ে উঠেছেন। মৌসুমের এখন পর্যন্ত ১২ ম্যাচে ৯টি তে ছিলেন প্রথম একাদশে, শুধু দুটি ম্যাচ—এর মধ্যে একটি ক্লাসিকো—মিস করেছেন। সেপ্টেম্বরের শেষ দিকে লেভান্তের বিপক্ষে করেছেন তার প্রথম গোল।
তবে এখন ইনজুরির কারণে কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হতে পারে। রিয়াল মাদ্রিদের জন্য বিষয়টি বড় ধাক্কাই বলা যায়, কারণ মিডফিল্ডে তার শক্তিশালী উপস্থিতি সাম্প্রতিক ম্যাচগুলোয় দলের ভারসাম্য রক্ষা করেছে।
আনফিল্ডে মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে ছাড়া আলোনসোর কৌশল কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন