আকিজ রিসোর্সেসের সফটওয়্যার কোম্পানি আইবসের উদ্যোগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বসিলার রিভারশোর স্পোর্টস মাঠে ইন্টারনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয়েছে ফ্যালকন ফোর দল। ফ্যালকন ফোর ১-০ গোলে টিম-২ কে হারিয়েছে। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে শাকিব।
খেলা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আকিজ রিসোর্সেস লিমিটেডের চেয়ারম্যান ফারিয়া হোসেন।
তিনি বলেন, কাজের ফাঁকে ফাঁকে খেলাধুলা মানুষকে উজ্জীবিত করে। খেলাধুলা মানুষের মানসিক বিকাশ ঘটায়। আইবসের উদ্যোগ নিঃসন্দেহে সবাইকে অনুপ্রেরণা জোগাবে। আশা করি, তাদের এ উদ্যোগ নিয়মিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসও মিনহাজ আহমেদ, আইবস লিমিটেডের সিইও শেখ জায়েদ বিন রশিদ, সিপিও আল আমিন।
মন্তব্য করুন