কাতার বিশ্বকাপ জেতার পর নিজ দেশ আর্জেন্টিনায় রাজসিক অভ্যর্থনা পেয়েছিল লিওনেল মেসিরা। কিন্তু মেসির তখনকার ক্লাব পিএসজি সেই অর্থে তেমন কোনো আয়োজন করেনি। অথচ বিশ্ব ফুটবলে এই রীতিটা বেশ পুরোনো। বিশ্বকাপজয়ী যে কোনো খেলোয়াড়কে সেই ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় অভ্যর্থনা। কিন্তু প্যারিসে তা পাননি মেসি, কেন?
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। পিএসজি সেই ফ্রান্সের অন্যতম সেরা একটি ক্লাব। বিশ্বকাপ হারের পর প্যারিসে এমনিতেই মন খারাপ ছিল ভক্ত-সমর্থকদের। এর মধ্যে মেসিকে চোখ জুড়ানো অভ্যর্থনা দিলে তা হতে পারত বুমেরাং। মেসিকে অভ্যর্থনা না দেওয়ার পেছনে এমন কারণই খুঁজে পেয়েছিল ফুটবল সমর্থকরা।
গত সপ্তাহে ইএসপিএনের মিগু গ্রানাদোসেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পিএসজি থেকে স্বীকৃতি না পাওয়া নিয়ে আক্ষেপের কথা বলেন লিওনেল মেসি। তার অভিযোগ, বিশ্বকাপ জেতার কারণে পিএসজিতে তাঁকে শত্রু ভাবা হতো।
মেসির সেই অভিযোগের জবাব দিয়েছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। বলেছেন, ফ্রান্সের খেলোয়াড় এবং সমর্থকদের সম্মান জানাতেই পিএসজির মাঠে মেসির বিশ্বকাপ জয় উদযাপন করা হয়নি।
বিশ্বকাপ জেতার পর রোজারিওতে বড়দিন কাটানোর পর পিএসজিতে যোগ দেন চলতি বছরের ৪ জানুয়ারি। ফেরার পর অনুশীলনে মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয় পিএসজি। কিন্তু আর্জেন্টিনা দলে তাঁর অন্য সতীর্থরা যেমন মাঠে সংবর্ধনা পেয়েছেন, মেসি তেমনটা পাননি।
এ প্রসঙ্গে পিএসজি সভাপতি জানিয়েছেন, ‘সবাই দেখেছেন, আমরা (উদযাপনের) ভিডিও প্রকাশ করেছি। আমরা মেসির সঙ্গে অনুশীলনে উদযাপন করেছি। তবে সম্মানের সঙ্গে বলতে চাই, আমরা ফরাসি ক্লাব। যে কারণে স্টেডিয়ামে উদযাপন করাটা অবশ্যই স্পর্শকাতর ছিল। তাঁর (মেসি) সতীর্থরা ফ্রান্স দলে খেলে আর আমাদের দলের সমর্থকেরাও ফ্রান্সের সমর্থক।’
মন্তব্য করুন