ফুটবলের সম্ভাব্য সবকিছুই নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসি। গত বছর কাতারে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জিতেছেন এই ফুটবল মহাতারকা। এরপরই ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন মার্কিন মুল্লুকের ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে যোগ দিয়েই রাতারাতি মার্কিন ফুটবলে জোয়ার সৃষ্টি করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। এবার মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে বেশি আয় করা ফুটবলার খেতাব নিজের করে নিয়েছেন মেসি।
যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে মেসিকে ভিড়িয়ে একরকম আলোড়ন সৃষ্টি করেছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন মায়ামি। শুধু মায়ামি নয়, কদর বেড়েছে মেজর লিগ সকারেরও। সাবেক বার্সা তারকাকে অনুসরণ করে একই দলে যোগ দিয়েছেন তারই সতীর্থ সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। একই সঙ্গে বড় তারকাদের পাশাপাশি অর্থের ঝনঝনানিও বেড়েছে মার্কিন ফুটবলের সর্বোচ্চ লিগটিতে।
এমএলএসে ফুটবলাররা কে কি পরিমাণ আয় করেন, সেই তথ্য অবশ্য প্রকাশিত করেছে এমএলএস প্লেয়ার অ্যাসোসিয়েশন। স্বাভাবিকভাবেই তালিকার শীর্ষে অবস্থান করছেন ফুটবল জাদুকর মেসি। ২০২৩ মৌসুমে মায়ামি তারকা মেজর লিগ থেকে বছরে ২০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেন। এর মধ্যে মূল বেতনই ১২ মিলিয়ন মার্কিন ডলার আর্জেন্টাইন অধিনায়কের।
মেসির পরে সর্বোচ্চ আয়কারী ফুটবলার হলেন টরেন্টো এফসি’র লরেঞ্জো ইনসাইন। প্রতি বছর ১৫.৪ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুড়েন এই ইতালিয়ান স্ট্রাইকার। এমএলএস প্লেয়ার অ্যাসোসিয়েশন ২০২৩ মৌসুমে খেলোয়াড়দের আয়ের এই তথ্য প্রকাশ করে।
মন্তব্য করুন