ভারতে অনুষ্ঠিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ত্রয়োদশ আসর প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। দশ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এখন এসে নেমেছে চার দলে। যার মধ্যে স্বাগতিক ভারতকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবেই সবাই দেখছে। আগামীকাল (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিরাট কোহলি-রোহিত শর্মারা ২০১৯ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ের এই হাইভোল্টেজ সেমিফাইনালের আগে সারা বিশ্ব থেকে স্পোর্টিং আইকনদের সমর্থন পাচ্ছে মেন ইন ব্লুরা। যার মধ্যে রয়েছে জার্মান ফুটবল কিংবদন্তি থমাস মুলার। বায়ার্ন মিউনিখের এই অ্যাটাকিং মিডফিল্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপের জন্য কোহলিদের শুভকামনা জানিয়েছেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক ও ইনফর্ম দল হিসেবে নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট দলের কথা বলা যায়। বিশ্বকাপের লিগ পর্বে একমাত্র দল হিসেবে নয়টি ম্যাচে নয়টি জয়, যার বেশির ভাগই বড় ব্যবধানে। শিরোপা জিতলে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ইতিহাসের পঞ্চম দল হবে যারা অপরাজিত থেকে টুর্নামেন্টটি ঘরে তুলছে।
এই মাইলফলকের সামনে দাড়িয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে টিম ইন্ডিয়ার জন্য শুভেচ্ছা আসছে। যার মধ্যে সর্বশেষ হলেন জার্মানি এবং বায়ার্ন মিউনিখ ফুটবল কিংবদন্তি থমাস মুলার।
সামাজিক যোগাযোগমাধ্যমে গত রাতে একটি ভিডিও পোস্ট করেছেন মুলার। সে সময় তিনি ছিলেন তার ক্লাব বায়ার্ন মিউনিখের ট্রেনিং গ্রাউন্ড সাবেনের স্ট্রাসেতে। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের গায়েও ছিল বায়ার্নের অনুশীলন জার্সি। উচ্ছ্বসিত মুলার এরপর তার সামনে রাখা একটি বক্স থেকে ভারতের জার্সি বের করেন, যার পেছনে লেখা ‘মুলার ২৫’।
Look at this, @imVkohli Thank you for the shirt, #TeamIndia! Good luck at the @cricketworldcup #esmuellert #Cricket pic.twitter.com/liBA4nrVmT
— Thomas Müller (@esmuellert_) November 13, 2023কোহলির উদ্দেশে ভিডিও বার্তায় বলেন, ‘কোহলি এটা দেখো। শার্টটি উপহার দেওয়ায় ভারতীয় দলকে ধন্যবাদ এবং বিশ্বকাপের জন্য শুভকামনা। এটা আমার জন্য আনন্দের। আমি আমার বাগানে ক্রিকেট খেলার চেষ্টা করব।’
মুলার এমন একজন ব্যক্তি যার বিশ্বকাপ জয়ের গৌরবের অভিজ্ঞতা রয়েছে, নিজ দেশ জার্মানিকে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ ফিফা ফুটবল বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুলার। পাঁচ গোল করে ইভেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন জার্মান ফরোয়ার্ড।
আর এদিকে মুলারের বন্ধু কোহলির কথা বলতে গেলে, তিনি নয়টি ম্যাচে ৫৯৪ রান নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়াও এখন পর্যন্ত প্রতিযোগিতায় দুটি সেঞ্চুরি এবং পাঁচটি ফিফটি প্লাস স্কোর করেছেন।
এখন সমর্থকদের মনে প্রশ্ন উঠতে পারে হঠাৎ করে কোহলি ও ভারতকে শুভকামনা জানালেন কেন মুলার? উত্তরটা বেশ সহজ। ফুটবলে কোহলি জার্মানির সমর্থক। বিশ্বকাপ ও ইউরোর সময় জার্মান দলকে শুভকামনা জানিয়েছিলেন ভারতীয় তারকা। তাকে জার্মানির জার্সিও উপহার দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ড মাস্ট্রো টনি ক্রুস।
এবার জার্মানির হয়ে কোহলি ও ভারতীয় দলকে সেই ভালোবাসা ফিরিয়ে দিলেন মুলার। এ ছাড়া কোহলির সঙ্গে মুলারের সম্পর্ক বেশ পুরোনো। একে-অপরের অনেক বড় ভক্ত। মুলারের বায়ার্ন সতীর্থ হ্যারি কেইনও কোহলির খেলা দেখতে পছন্দ করেন।
ভারতীয় দলকে মুলারের শুভকামনা জানিয়ে বার্তা পাঠানোর কারণ আছে আরেকটি। জার্মানি, বায়ার্ন মিউনিখ, ভারত—তিন দলেরই জার্সি বানিয়ে থাকে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
মন্তব্য করুন