ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২২ এর শেষে যখন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে পা রাখলেন তখনই অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। অন্য কেউ হলে কথাটা হয়তো সত্য বলেই প্রমাণিত হতো তবে মানুষটি যে ক্রিশ্চিয়ানো রোনালদো! যিনি সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া। তিনি তো আর তার গল্প এখানে শেষ হতে দিতে পারেন না। তাইতো প্রথম মৌসুমে বিবর্ণ থাকার পরে এই মৌসুমে তিনি আছেন অবিশ্বাস্য ফর্মে। একের পর এক ম্যাচে গোল আর অ্যাসিস্ট করেই যাচ্ছেন যার সর্বশেষ নিদর্শন দেখা গেল শুক্রবারের সৌদি প্রো লিগের ম্যাচে। তার জোড়া গোলে আখাউদকে হারিয়েছে আল নাসর।
চলতি মৌসুমে আল নাসরের হয়ে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন রোনালদো, এর মধ্যে সৌদি প্রো লিগের ১৩ ম্যাচে তার কাছ থেকে এসেছে ১৫ গোল। বল পায়ে রোনালদোকে এবার আসলেই অপ্রতিরোধ্য। শেষ তিন লিগ ম্যাচে রোনালদো পেয়েছেন ৪ গোল। ক্লাব পর্যায়ের চমৎকার এই ফর্ম তিনি দরে রেখেছেন জাতীয় দলেও।
আখদাউদের বিপক্ষে আল নাসরের প্রথম গোলটি করেন সামি আল নাজেয়ি। আর ৭৭তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। বক্সের ভেতর ডান পাশে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন তিনি এবং এরপর বলকে আরেকটু ভেতরে টেনে নিয়ে দুই আগুয়ান ডিফেন্ডার ও গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে দেন রোনালদো। এর তিন মিনিট পরেই চোখধাঁধানো গোলটি করেন তিনি।
The touch, the finish. What a goal from Cristiano Ronaldo. pic.twitter.com/WfIukoxS80 — TC (@totalcristiano) November 24, 2023
সতীর্থের উদ্দেশে বল বাড়িয়ে রোনালদো এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। তার সতীর্থকে থামাতে এগিয়ে আসেন আখদাউদ গোলরক্ষক। আক্রমণ ঠেকিয়েও দেন তিনি। কিন্তু বল চলে যায় ৩০ মিটারের বেশি দূরে থাকা রোনালদোর কাছে। গোলরক্ষকও তখন রোনালদোর কিছুটা সামনেই ছিলেন। বুক দিয়ে বলটা নামিয়ে সেখান থেকেই লব করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। বক্সের ভেতর প্রতিপক্ষের তিন খেলোয়াড় সামনের দিকে থাকায় তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি।
CRISTIANO RONALDO WITH THE GOAL OF THE SEASON. pic.twitter.com/EEUFNO0aUF — The CR7 Timeline. (@TimelineCR7) November 24, 2023
এ জয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে এনেছে আল নাসর। ১৪ ম্যাচে শেষে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট আদের। আর শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৩ ম্যাচে ৩৫।
মন্তব্য করুন