শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘২০১০ সালের ব্যালন ডি’অর মেসির প্রাপ্য ছিল না’

ওয়েসলি স্নাইডার ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ওয়েসলি স্নাইডার ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ট্রফির অভাব নেই। ফুটবল বিশ্বে দলীয় বা ব্যক্তিগত যেসব ট্রফি জয় সম্ভব সবই জয় করেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই ফুটবল মহাতারকা। ফুটবল বিশ্বে ব্যক্তিগত অর্জনকে সম্মান জানানো সবচেয়ে বড় পুরস্কার ধরা হয় ব্যালন ডি’অরকে। ফুটবলের এই ক্ষুদে জাদুকরের এই সোনালি ট্রফি আছে আটটি। তবে এবার এক ফুটবলার দাবি তুললেন অক্টোবরে অষ্টম ব্যালন ডি’অর জয়ী মেসি না কি তার দ্বিতীয় ব্যালন ডি’অরের যোগ্য ছিলেন না।

২০২৩ সালে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। ২০০৯ সালে প্রথমবারের মতো বর্ষসেরার খেতাব জেতা আর্জেন্টাইন সুপারস্টার ২০১০ সালে জেতেন দ্বিতীয় ব্যালন ডি’অর। তবে সেবার নাকি বর্ষসেরা মেসি নয় যোগ্য ছিলেন নেদারল্যান্ডসের সাবেক প্লে-মেকার ওয়েসলি স্নাইডার। ২০১০ ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার ছিলেন তিনি নিজে এমন দাবিই করলেন স্নাইডার।

২০০৯-১০ মৌসুমটা অসাধারণ কেটেছিল ওয়েসলি স্নাইডারের। তার তখনকার ক্লাব ইন্টার মিলানের হয়ে সেবার চ্যাম্পিয়নস লিগ, ইতালিয়ান সিরি আ এবং ইতালিয়ান কাপের ট্রেবল জিতেছিলেন এই ডাচ তারকা। এ ছাড়া ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের রানার্সআপ হওয়ার পেছনেও মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। অন্যদিকে ২০০৯-১০ মৌসুমে বার্সেলোনার হয়ে শুধু লা লিগার শিরোপা জিতেন লিওনেল মেসি। আর ২০১০ বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নাইডার বলেন, ‘২০১০ সালে আমি ব্যালন ডি’র না জিতে মেসির জেতাটা আমার কাছে ছিল কিছুটা অন্যায্য।’

অবশ্য দলীয় অর্জনে এগিয়ে থাকলেও ২০০৯-১০ মৌসুমে ব্যক্তিগত পারফরম্যান্সে স্নাইডারের চেয়ে অনেক এগিয়ে ছিলেন মেসি। মৌসুমজুড়ে বার্সেলোনার হয়ে ৫৩ ম্যাচে ৪৭ গোলের সঙ্গে ১২টি অ্যাসিস্ট করেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার।

বিপরীতে ইন্টার মিলানের হয়ে ৪১ ম্যাচ খেলে ৮ গোল করেছিলেন স্নাইডার। অ্যাসিস্ট ১৫টি। ২০১০ ব্যালন ডি’অর নিজের দাবি করলেও সেবার সেরা তিনেই জায়গা হয়নি ওয়েসলি স্নাইডারের। দ্বিতীয় ও তৃতীয় হয়েছিলেন মেসির ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা এবং জাভি হার্নান্দেজ।

স্নাইডার অবশ্য ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় প্রাপ্তিকেই এগিয়ে রাখছেন। নেদারল্যান্ডসের জার্সিতে ১৩৪ ম্যাচে ৩১ গোল করা স্নাইডার এ নিয়ে বলেন, ‘কিন্তু আমি এমন লোক নই যে এ নিয়ে চিৎকার করব। ব্যালন ডি’অর ব্যক্তিগত পুরস্কার। আমি দলীয় ট্রফিতে বিশ্বাসী। আমাকে যদি চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অরের মধ্যে একটিকে বেছে নিতে হয়, আমি চ্যাম্পিয়নস লিগই পছন্দ করব। আমি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পেরেই খুশি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১০

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১১

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১২

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৩

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৪

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৫

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৬

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৭

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৮

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৯

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

২০
X