স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৯ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ
২০২৪ কোপা আমেরিকার ড্র

মেসি ও নেইমারদের প্রতিপক্ষ যারা

কোপা আমেরিকার লোগো । ছবি: সংগৃহীত
কোপা আমেরিকার লোগো । ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুনে শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। এখনো ৬ মাসেরও বেশি সময় বাকি থাকলেও উত্তাপ ছড়াতে শুরু করেছে লাতিন অঞ্চলের ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটি। মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসে মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ সময় শুক্রবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে মহাদেশীয় প্রতিযোগিতাটির শ্রেষ্ঠত্বের লড়াইয়ের গ্রুপ পর্বের ড্র। মার্কিন যুক্তরাষ্ট্রে মেসির মায়ামিতে অনুষ্ঠিত ড্র থেকে জানা গেল এবারের টুর্নামেন্টের রূপরেখা।

কোপা আমেরিকার আসন্ন আসরে মোট ১৬টি দেশ অংশগ্রহণ করবে। এর মধ্যে লাতিন আমেরিকার ১০টি এবং উত্তর আমেরিকার ৬টি দেশ রয়েছে। লাতিন আমেরিকার দেশগুলো সরাসরি অংশ নিলেও বাকি স্থানের জন্য বাছাইপর্বে অংশ নিচ্ছে উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলো।

অংশগ্রহণকারী মোট ১৬ দল খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান গ্রুপ ‘এ’তে। তাদের সঙ্গী লাতিন আমেরিকার দুই দেশ পেরু ও চিলি। চতুর্থ দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে কনকাকাফ থেকে এ গ্রুপে আসতে পারে কানাডা অথবা ত্রিনিদাদ ও টোবাগো।

গ্রুপ ‘বি’তে কনমেবলের দুই দেশের সঙ্গে আছে কনকাকাফের দুই দেশ। ইকুয়েডর ও ভেনেজুয়েলাকে লড়তে হবে শক্তিশালী মেক্সিকোর বিপক্ষে। তাদের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ অবশ্য জ্যামাইকা।

গ্রুপ ‘সি’ কে গ্রুপ অব ডেথ হিসেবে ধরা যায়। আসরের ১৫ বারের শিরোপাজয়ী দল উরুগুয়েকে লড়তে হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল শক্তিশালী বলিভিয়া ও পানামা।

অন্যদিকে ব্রাজিল পড়েছে তুলনামূলক সহজ গ্রুপ ‘ডি’তে। যেখানে তাদের প্রতিপক্ষ কনমেবল অঞ্চলের দুই দেশ কলম্বিয়া ও প্যারাগুয়ে। বাছাইপর্ব পেরিয়ে কনকাকাফ থেকে এই গ্রুপে যোগ দিবে কোস্টারিকা অথবা হন্ডুরাস।

কোপা আমেরিকা লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই হলেও আগামী আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রতিযোগিতাটিতে খেলবে কনকাকাফ অঞ্চলের ৬টি দেশ। টুর্নামেন্ট আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে আগামী বছরের ২০ জুন মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসর।

গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল নিয়ে মোট আট দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট। নক আউটের এ লড়াইয়ে জয়ীরা লড়বে সেমিফাইনালে। শিরোপার লড়াই হবে ১৪ জুলাই।

এক নজরে ২০২৪ কোপা আমেরিকার গ্রুপ:

গ্রুপ-এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা অথবা ত্রিনিদাদ ও টোবাগো

গ্রুপ-বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা

গ্রুপ-সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা ও বলিভিয়া

গ্রুপ-ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা অথবা হন্ডুরাস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করাচির সাত্তার বকশের কাছে পরাজিত স্টারবাকস

ফায়ার সার্ভিসে নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স : মহাপরিচালক

যুবলীগ নেতাকে বেআইনি সুবিধা, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

‘রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ নিয়োজিত থাকবে’

দেশের সর্বোচ্চ উচ্চতার আদিযোগী শিবমূর্তি গাইবান্ধায়

৩ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু 

মালয়েশিয়ায় বিয়ে করা নিয়ে প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী রাজস্ব কর্মকর্তা 

যে ৫ ধরনের ব্যক্তির জন্য বেগুন খাওয়া বিপজ্জনক

দিনদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগসহ মোটরসাইকেল ছিনতাই

১০

নাগরিক নিরাপত্তা অধিকার হুমকির মুখে, আসকের বিবৃতি

১১

ধানমন্ডির রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’র বিশেষ প্রদর্শনী

১২

এসএসসি পাসেই আড়ংয়ে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৩

এশিয়া কাপ বয়কটের ডাক দিয়ে যে কারণে সিদ্ধান্ত বদলাল পাকিস্তান

১৪

কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে বৃদ্ধা

১৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪ শতাধিক পদে বড় নিয়োগ, আবেদন যেভাবে

১৬

রেস্তোরাঁয় এক হাঁড়ি স্যুপে প্রস্রাব করে দিল ২ কিশোর, অতঃপর...

১৭

মির্জা ফখরুল- মির্জা আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতি

১৮

অতিরিক্ত সচিব ফয়সল ইমামের শাস্তি দাবি বিএআরএফের

১৯

কোটিপতি ৩ ঝাড়ুদারের ঢাকায় ফ্ল্যাট-প্লট, বিদেশে পড়ে সন্তান

২০
X