নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বার্সেলোনাকে হারানোর স্বাদ পেয়েছে নগর প্রতিদ্বন্দ্বী জিরোনা। দুই মৌসুম আগেও স্পেনের দ্বিতীয় বিভাগে খেলত কাতালুনিয়ার ক্লাবটি। গত বছর দশম স্থানে থেকে শেষ করলেও চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবকে পেছনে ফেলে স্প্যানিশ লা লিগার শীর্ষে অবস্থান করছে জিরোনা। ১৬ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট পেয়ে রেলিগেশন কাটানোয় বড় তৃপ্তি জিরোনার কোচ মিখেলের।
রোববার (১০ ডিসেম্বর) বার্সেলোনাকে তোদের ঘরের মাঠে ৪-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে জিরোনা। কাতালান জায়ান্টদের হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার প্রতিক্রিয়ায় জিরোনা কোচ বলেন, ৪১ পয়েন্ট জমা করে তার দল লিগ অবনমন ঠেকিয়ে ফেলেছে। বার্সেলোনাকে ৪-২ গোলে বিধ্বস্ত করার রাতে মোট ১৫টি শট নিয়েছে জিরোনা। এর মধ্যে লক্ষ্যে ৭টি শট নিয়ে গোল করেছে ৪টিতে। অন্যদিকে জিরোনার পোস্টে বার্সেলোনা শট নিয়েছে ৩১টি। যার মধ্যে ১১টি শট লক্ষ্যে রেখেও মাত্র ২টি গোলের দেখা পয়েছে জাভির শিষ্যরা।
এবার নিয়ে মোট চারবার লা লিগাতে খেলছে জিরোনা। প্রতিবারই বার্সেলোনার বিপক্ষে জয়হীন থাকতে হয় নগর প্রতিদ্বন্দ্বীদের। কিন্তু চলতি মৌসুমে প্রথমারের দেখায় বার্সাকে তাদের ঘরের মাঠে এক হালি গোল দিয়েছে জিরোনা। যা স্প্যানিশ জায়ান্টদের বিরুদ্ধে প্রথম জয় জিরোনা। তাইতো ম্যাচের শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রথমেই অবনমনের প্রসঙ্গ তোলেন জিরোনা কোচ। তিনি বলেন, ‘প্রথম যে কথাটা বলার আছে, আমরা এখন ৪১ পয়েন্ট নিয়ে (অবনমন থেকে) নিরাপদ। ব্যাপারটা যদিও আমাদের ভাবনার চেয়েও আগেভাগেই ঘটে গেছে। আমরা ইতিহাস গড়েছি।’
মিখেল সানচেজ আরও বলেন, ‘আমরা সময়টা দারুণভাবে উপভোগ করছি। পুরো দলটা ইতিবাচক ফুটবল খেলছে। তবে আমি জানি না, জিরোনার লা লিগা জেতার সামর্থ্য আছে কি না, তবে যেকোনো প্রতিপক্ষকে আমরা হারাতে পারি।’
মন্তব্য করুন