স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

দশজন নিয়ে জয়ে শীর্ষে রিয়াল  

যোগ করা সময়ের গোলে দশ জন নিয়েও জয় পেয়েছে মাদ্রিদ। ছবি: সংগৃহীত
যোগ করা সময়ের গোলে দশ জন নিয়েও জয় পেয়েছে মাদ্রিদ। ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগার রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ঠিক যে দুর্দান্ত ফর্মে আছে তা বলা যাবে না তবে ফর্মে না থাকলেও ঠিকই জয় তুলে নিচ্ছে লস ব্লাঙ্কোসরা। বৃহস্পতিবারও লা লিগায়ও ঠিক একই খেল দেখাল কার্লো আনচেলত্তির দল। ম্যাচের প্রায় অর্ধেক সময় দশজন নিয়ে খেলেও প্রতিপক্ষের মাঠ থেকে ঠিকই জয় নিয়েই ফিরেছে রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ছিল বছরের দীর্ঘতম রাত। দলের অধিনায়ক নাচোর লাল কার্ডে রিয়াল মাদ্রিদের জন্য আলাভেসের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছিল আক্ষেপেরও। কিন্তু লুকাস ভাসকোয়েজ তা হতে দেননি। যোগ করা সময়ে তার গোলে ঠিকই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাদ্রিদে ফিরেছে মাদ্রিদের সবচেয়ে বিখ্যাত ক্লাবটি। আর এই জয়ে লা লিগার শীর্ষস্থানও নিজেদের করে নিয়েছে তারা।

আলাভেসের মাঠ এস্তাদিও দে মেঞ্জিজোরোজাতে দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় কার্লো আনচেলত্তির দল, লাল কার্ড দেখেন নাচো ফার্নান্দেজ। তবে আলাভেস একজন বেশি নিয়ে খেলার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

লিগে মাত্র এক ম্যাচে হারের মুখ দেখা রিয়াল ম্যাচের এক মিনিট না যেতেই এগিয়ে যেতে পারতো। তবে ব্রাহিম দিয়াজের পাস বক্সে পেয়ে লক্ষ্য ভেদে ব্যর্থ হন ভালভার্দে।

এরপর অধিকাংশ সময় বল দখলে রেখেও সুবিধা করতে পারছিল না রিয়াল। অন্যদিকে আলাভেসও আক্রমণে ব্যর্থ হওয়ায় গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় লস ব্লাঙ্কোস শিবির আলাভেসের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড সামু ওমোরোদিওনকে পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন নাচো ফার্নান্দেজ। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি।

চোটের ছোবলে রিয়ালের রক্ষণভাগের এমনিতেই করুণ দশা। অনেক আগে থেকেই মূল গোলরক্ষক কোর্তোয়ার সঙ্গে মাঠের বাইরে ডিফেন্ডার এদের মিলিতাও। গত ম্যাচে হাঁটুর চোটে কয়েক মাসের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার ডেভিড আলাবা এবং ঊরুতে চোট পাওয়া মেন্ডিও মাঠের বাইরে। তাই নাচোর লাল কার্ডে বাধ্য হয়েই লুকা মদ্রিচকে তুলে নেন কোচ এবং মেকশিফট ডিফেন্ডার হিসেবে নামেন মিডফিল্ডার চুয়ামেনিকে।

এই অর্ধের প্রায় প্রথম আধা ঘণ্টায় কোনো পক্ষই গোলের জন্য তেমন কোনো শট নিতে পারেনি। ৭৫তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করেন রদ্রিগো; কিন্তু তিনিও ডি-বক্সের মধ্যে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি।

অবশেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলকে উদযাপনের উপলক্ষ এনে দেন ভাসকোয়েজ। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে বল জালে পাঠান এই স্প্যানিয়ার্ড।

অনেক কষ্টের পর কাঙ্ক্ষিত জয় মিললেও, শেষটায় রিয়াল শিবিরে ভর করে নতুন আরেক শঙ্কা; চোট পেয়ে দুজনের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন রদ্রিগো।

এদিকে রাতের অপর ম্যাচে এই মৌসুমে চমক জাগানো দল জিরোনা রিয়াল বেতিসের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে। ১৮ ম্যাচে তাদের রিয়ালের সমান ৪৫ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা পিছিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X