রায়হান রাসেল
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ
ফিরে দেখা ২০২৩

মেসির কারণে ম্লান ম্যানসিটির অর্জন

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের পরের বছর, অর্থাৎ ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো ইভেন্ট ছিল না। তাই সারা বছর ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়েই মেতে ছিলেন ফুটবলপ্রেমীরা। স্বপ্নের মতো কেটেছে সিটিজেনদের। তবে লিওনেল মেসির অষ্টম ব্যালন ডি’অরে ম্লান হয়ে যায় ম্যানসিটির পাঁচ শিরোপা। সালতামামিতে এবার থাকছে আন্তর্জাতিক ফুটবল।

এই বছরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল-বদলে ছিল বেশ চমক। তাছাড়া ক্লাব ফুটবলকে বেশ জোরেশোরে নাড়া দেয় সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেখাদেখি মরুর দেশে পাড়ি জমিয়েছেন নেইমার, বেনজেমা, সাদি মানের মতো বড় বড় তারকা। ইউরোপ ছেড়ে মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। এতে গতি পায় মার্কিন মুল্লুর্কে ফুটবলে।

এ বছর প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ, সবই জিতেছে সিটিজেনরা। জুনে এফএ কাপ ফাইনালে ম্যানইউকে ২-১ গোলে হারায় ম্যানসিটি। সিটিজেনরা ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জেতে চ্যাম্পিয়নস লিগ। ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে ট্রেবল পূর্ণ করে ইংলিশ ক্লাবটি।

২০২৩ এর প্রথম দিন থেকেই রোনালদো হয়ে যান আল নাসরের ফুটবলার। এরপর বছরের মাঝে দল-বদলে পিএসজি ছাড়েন মেসি। কিছুদিন পর নেইমারও ছাড়েন ফরাসি ক্লাবটি। নানা জল্পনা-কল্পনা শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন আর্জেন্টাইন তারকা। যোগ দেন ইন্টার মায়ামিতে। এরপর মায়ামি দলে টানে সার্জিও বুসকেটস, জর্দি আলবা এবং সবশেষ লুইস সুয়ারেজকে। নেইমার পাড়ি দেন সৌদি ক্লাব আল হিলালে। এ ছাড়া করিম বেনজেমা আল ইত্তিহাদে, সাদিও মানে যোগ দেন আল নাসরে। আরও বহু তারকা ফুটবলার ইউরোপ ছেড়ে যোগ দেন সৌদি লিগে। ফলে বছরের মাঝামাঝি সময়ে নতুন করে ফুটবলপ্রেমীদের নজরে আসে সৌদি ও মেজর লিগ সকারে।

৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতা আর্জেন্টিনাকে নিয়ে বছরজুড়েও আগ্রহী ছিলেন বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকরা। এই বছরের এপ্রিলে ফিফা প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠে আলবিসেলেস্তেরা। শীর্ষে থেকেই বছর শেষ করেন মেসিরা। এ বছর খেলা ১০ ম্যাচের ৯টিতে জিতেছে তারা। তবে লিওনেল স্কালোনির প্রধান কোচের পদ ছাড়ার ইঙ্গিত কাঁপান ধরায় সারা বিশ্বে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকদের বুকে।

জাতীয় দলে এ বছরও সফল ছিলেন মেসি। ইন্টার মায়ামিতে যোগ দিয়েও হন সফল। ক্লাবের ইতিহাসের প্রথম শিরোপা জেতে মায়ামি। ২০২২-এর পারফরম্যান্সের কারণে এই বছর অষ্টম ব্যালন ডি’অর জেতেন মেসি। গেল ফেব্রুয়ারিতে ফিফা দ্য বেস্টের পুরস্কারও ওঠে মেসির হাতেই।

তবে চলতি বছর ভালো কাটেনি মেসির বন্ধু নেইমারের। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে আল হিলাল তারকা। নেইমারের মতো মাঠে ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবলের। টানা ব্যর্থতায় বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের ৬ নেমে গেছে সেলেসাওরা। দেশটির আদালত দ্বারা নিষিদ্ধ হন ব্রাজিলের ফুটবল প্রধান। এতে তাদের ঘাড়ে ঝুলছে ফিফার নিষেধাজ্ঞার হুমকি।

বছরজুড়ে সব ফুটবল ম্যাচ যে সুষ্ঠুভাবে হয়েছে তা কিন্তু নয়। মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আগে সমর্থকদের ওপর হামলা চালায় পুলিশ। বছরের শেষ দিকে তুর্কি লিগে রেফারিকে এক ক্লাব প্রেসিডেন্টের ঘুষি মারার ঘটনা ব্যাপক আলোড়ন তোলে।

এ বছর পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ১৯৬৬-তে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা ববি চার্লটন। এ ছাড়া তুরস্কের ভূমিকম্পে ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসু নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X