লিওনেল মেসির জন্য ২০২৩ সালটি খুব একটা খারাপ যায়নি। স্বপ্নের মতো ২০২২ সাল কাটানো মেসি ২০২৩ সালে জিতেছেন পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ শিরোপা, নতুন ক্লাব ইন্টার মায়ামিকেও এনে দিয়েছেন তাদের ইতিহাসের প্রথম শিরোপার দেখা। ছিলেন লিগ ওয়ানের সেরা গোল সহায়ককারীও। এমনকি বছর শেষে নিজের অষ্টম ব্যালন ডি’ অর শিরোপাও ঘরে তুলেছেন। তবে এতকিছুর পরও বছর শেষে একটি জায়গায় শীর্ষস্থান হারিয়েছেন তিনি।
বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)-এর দেওয়া বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের কথা। এইবার গতবছরের শীর্ষস্থানে থাকা মেসি নেমে গেছেন তিন নম্বরে। তাকে টপকে এবার শিরোপাটি নিয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। এ বছর হলান্ডের জন্যও কেটেছে স্বপ্নের মতো। ম্যানসিটির জার্সিতে পেয়েছেন ৫টি আলাদা আলাদা শিরোপার স্বাদ। পেয়েছেন উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। আর এসবের সুবাদেই মেসিকে টপকে এবার আইএফএফএইচএস এর সেরা ফুটবলার হয়েছেন আর্লিং হালান্ড। এখন পর্যন্ত ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল।
IFFHS MEN'S WORLD BEST PLAYER 2023 AWARDS 2023 - ERLING HAALAND, THE WORLDS BEST PLAYER 2023! For more information, visit the website:https://t.co/sAKgUkGtcm#iffhs_news #awards #history #statistics #world_cup #winners #players #national #international #top #best #iffhs pic.twitter.com/tDDUlRgjVJ
— IFFHS (@iffhs_media) December 26, 2023গত বছর বিশ্বকাপ জয়ের পর এই সংস্থার তিন পুরস্কার জয় করেছিলেন মেসি। সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার ছিল এই আর্জেন্টাইনের ঝুলিতে। এবার অবশ্য মেসি নেই সেরা খেলোয়াড়ের তালিকায়।
মেসি ৮৫ পয়েন্ট নিয়ে আছেন তালিকার তিনে। দুইয়ে আছেন ১০৮ পয়েন্ট পাওয়া কিলিয়ান এমবাপে। আর ২০৫ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে হালান্ড।
আইএফএফএইচএস প্রকাশিত বর্ষসেরা ১০ গোলদাতার তালিকায় অবশ্য খুঁজে পাওয়া যায়নি মেসির নাম। আবার গোলের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম ওপরে থাকলেও সেরা দশে নেই পর্তুগিজ স্ট্রাইকার।
প্রকাশিত সেরা গোলরক্ষকের পুরস্কারেও নেই আর্জেন্টিনার প্রতিনিধি এমিলিয়ানো মার্টিনেজ। ভোটের হিসেবে তাকে পাত্তাই দেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। ক্লাবপর্যায়ে আর্লিং হালান্ডের মতোই ৫ শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। সব ফাইনালেই দলের ত্রাতা হয়ে ছিলেন। স্বাভাবিকভাবেই বড় ব্যবধানে জয় পেয়েছেন সেরা গোলরক্ষকের বিবেচনায়।
এডারসন পেয়েছেন ১৪৫ পয়েন্ট, অ্যাস্টন ভিলার মার্তিনেজের পয়েন্ট ৭৬। গত বছর এই পুরস্কার জেতা থিবো কোর্তায়া এবার হয়েছেন তৃতীয়। চলতি বছর অবশ্য কর্তোয়া প্রায় পুরোটা সময়েই ছিলেন মাঠের বাইরে। নতুন মৌসুম শুরুর আগেই এসিএল ইনজুরিতে পড়েন তিনি। এখনো তার মাঠে নামা হয়নি। কবে ফিরবেন, তাও অনিশ্চিত।
IFFHS WOMEN'S WORLD BEST PLAYER 2023 AWARDS 2023 - AITANA BONMATI , THE NEW WORLD QUEEN For more information, visit the website:https://t.co/jYFSjiZPDN#iffhs_news #awards #history #statistics #world_cup #winners #players #national #international #top #best #iffhs pic.twitter.com/KrxGU5VRSt — IFFHS (@iffhs_media) December 26, 2023
আইএফএফএইচএস বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার আইতানা বোনমাতি। এ বছর মেয়েদের উয়েফা বর্ষসেরা ও ব্যালন ডি’অরও জিতেছেন বার্সেলোনার এই ফুটবলার। এ ছাড়া আইএফএফএইচএসের সেরা নারী গোলরক্ষক হয়েছেন ইংল্যান্ডের মেরি ইয়ার্পস।
১৯৮৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। ফুটবল সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটে নির্বাচিতদের বর্ষসেরার পুরস্কার দিয়ে থাকে ফুটবলবিষয়ক এই গবেষণা সংস্থাটি।
মন্তব্য করুন