রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হওয়া যুদ্ধের প্রায় দুই বছর পার হয়ে গিয়েছে। শুরুর দিকের মতো সরাসরি ইউক্রেনের পাশে স্বনামধন্য ব্যক্তিদের দাঁড়ানো বন্ধ হলেও বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। এ বার সেই তালিকায় যুক্ত হল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির নামও।
ইউক্রেনের সেনাবাহিনীর কম্যান্ডার ইন চিফ ভ্যালেরিকে নিজের সই করা ইন্টার মায়ামি ক্লাবের জার্সি পাঠিয়েছেন আট বারের ব্যালন ডি’অর জয়ী। সেই খবর আবার উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। মেসির উপহার দেওয়া জার্সিতে লেখা রয়েছে ‘ভ্যালেরি’। এই উপহার ইউক্রেনের সেনাবাহিনীর কম্যান্ডার ইন চিফের হাতে তুলে দিতে সাহায্যে করেছেন তার সহকর্মী ইউরি স্যোপ্রোনোভ।
ইউক্রেনের এই নাগরিক ফেসবুকে লিখেছেন, মায়ামিতে থাকাকালীন ইন্টার মায়ামির ম্যাচ দেখতাম। ক্লাবেরই এক ফুটবলার আমাদের দেশের হওয়ায় তার মাধ্যমে ম্যাচ অনুশীলনও দেখতে পেতাম। সেখান থেকেই লিওর জার্সি পেয়ে আমরা সম্মানিত।
তবে খালি হাতে মেসির দেওয়া এই উপহার নেননি সেনাবাহিনীর কম্যান্ডার ইন চিফ। পাল্টা তার তরফ থেকেও উপহার পৌঁছেছে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়কের কাছে। তিনি পাঠিয়েছেন অবশ্য অদ্ভুত একটি উপহার। ইউক্রেনের সেনাবাহিনীর কম্যান্ডার ইন চিফ ভ্যালেরি স্থান পেয়েছিলেন টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদে। সেই সংস্করণের একটি সই করা পত্রিকা পাঠিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়কে।
মন্তব্য করুন