স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে তুরস্কের জাতীয় সংগীতে বাধা, স্থগিত তুর্কি সুপার কাপ

তুরস্কের জাতীয় সংগীত না বাজানোয় স্থগিত হয়েছে সুপার কাপ। ছবি: সংগৃহীত
তুরস্কের জাতীয় সংগীত না বাজানোয় স্থগিত হয়েছে সুপার কাপ। ছবি: সংগৃহীত

১৯৬৬ সাল থেকে তুরস্কের ঘরোয়া ফুটবলের টুর্নামেন্ট তুর্কি সুপার লিগ ও তুর্কি কাপের শিরোপাজয়ী দুই দলকে নিয়ে আয়োজন করা হয় তুর্কি সুপার কাপ। বেশিরভাগ সময় নিজেদের মাঠেই হয়েছে এই টুর্নামেন্ট। এর আগে চারবার বিদেশে হওয়ার এই ম্যাচের তিনটি হয় জার্মানিতে আর একবার কাতারে।

এবার ছিল তুর্কি সুপার কাপের ৫০তম আসর। ফলে এবার প্রথম খেলা হওয়ার কথা ছিল সৌদি আরবে। কিন্তু শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি অংশ নেওয়া দুই ক্লাব গ্যালাতাসারাই ও ফেনেরবাচের ম্যাচ।

বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম জানিয়েছে, তুরস্কের জাতীয় সংগীত গাইতে না দেওয়া এবং ওয়াম আপের সময়ে কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়ায় মাঠ ছেড়ে বেরিয়ে যান দুই দলের ফুটবলাররা। যদিও সৌদি কর্তৃপক্ষে দাবি, নিয়ম মানেননি দুই ক্লাবের ফুটবলাররা। স্থগিত হয়ে যাওয়া ম্যাচ কবে, কোথায় হবে, এ ব্যাপারে এখনো কিছু জানায়নি তুর্কি ফুটবল ফেডারেশন।

তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে তুর্কি সুপার কাপের ম্যাচ হওয়ার কথা ছিল। ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শকসমাগমও ছিল প্রচুর। কিন্তু সৌদি কর্তৃপক্ষ দাবি পূরণ না করায় যৌথভাবে ক্লাব দুটি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়।

তুরস্কের গণমাধ্যম আরও জানায়, জাতীয় সংগীত গাইতে না দেওয়া এবং কামাল আতাতুর্কের বিখ্যাত স্লোগান ‘ঘরে শান্তি থাকলে বাইরেও শান্তি’- লেখা টি-শার্ট পরতে দেওয়া হয়নি ফুটবলারদের। দর্শকদের তুরস্কের জাতীয় পতাকা নিয়েও স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। যদিও সুপার কাপ স্থগিত করার নির্দিষ্ট কোনো কারণ জানায়নি টিএফএফ। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘প্রাতিষ্ঠানিক কিছু সমস্যার কারণে ২০২৩ সুপার কাপ স্থগিত করা হয়েছে। ক্লাব দুটির সঙ্গে আলোচনার পর খেলাটির নতুন তারিখ জানানো হবে।’

এদিকে যৌর্থ বিবৃতিতে দুই ক্লাবের কেউ ম্যাচ স্থগিত হওয়ার নির্দিষ্ট কারণ জানায়নি। তবে সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের দাবি, সুপার কাপে অংশ নেওয়া দুই দল, নিয়ম মানেনি।

এদিকে এক বিবৃতিতে সৌদির আয়োজক কমিটি জানিয়েছে, ‘আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী যথাসময়ে ম্যাচ আয়োজনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়মে স্পষ্টভাবে উল্লেখ আছে, মাঠে কোনো স্লোগান ব্যবহার করা যাবে না। ম্যাচ আয়োজনের প্রস্তুতিমূলক বৈঠকেও তুর্কি ফুটবল ফেডারেশনের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হয়। তবে ফুটবলাররা না মানায়, ম্যাচটি স্থগিত করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১০

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১১

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

১২

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৩

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১৪

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৬

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৭

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৮

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১৯

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

২০
X