বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম জনপ্রিয় এবং আগ্রহের নাম রিয়াল তারকা জুড বেলিংহামের। জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে এই মৌসুমেই যোগ দিয়েছেন পৃথিবীর অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে। ইউরোপের অন্যতম সেরা ক্লাব লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়েই সবার মনোযোগ কেড়ে নিয়েছেন ইংলিশ এই তারকা। একজন মিডফিল্ডার হয়েও গোল করছেন সেরা স্ট্রাইকারদের মতোই। জুড বেলিংহামের রিয়ালে আসাকে মৌসুমের সেরা ট্রান্সফার হিসেবেও দেখছেন তারা। তবে ফুটবলে নিজের স্কিল দিয়ে সব স্পটলাইট টেনে নেওয়া বেলিংহামকে এবার দেখা গেল ক্রিকেট ব্যাট হাতে।
Don't bowl there to Jude Bellingham pic.twitter.com/FwebWddMjx
— Test Match Special (@bbctms) December 29, 2023সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেলিংহামের একটি ভাইরাল ভিডিও প্রকাশ পায়। সেখানে দেখা যায় রিয়ালের এই তরুণ তারকা একজন পেশাদার ব্যাটারের মতো বল পিটিয়ে তুলাধুনা করছেন। ক্রিকেটে পাওয়ার হিটিং বলে একটা কথা আছে একদম সেই ভূমিকাতেই দেখা গেল গোল্ডেন বয় জুড বেলিংহামকে।
পৃথিবীজুড়ে রিয়ালের এই তারকার ভক্ত সংখ্যা বাড়ছে। তাই তার ক্রিকেট খেলার ভিডিও দেখে অনেকেই এই ইংরেজের প্রশংসা করতে ভুল করেননি। কেউ কেউ বলেছেন, ফুটবলে যেভাবে দাপট দেখাচ্ছেন বেলিংহাম, ক্রিকেট খেললেও ঠিক তেমনিভাবে একজন ভালো ক্রিকেটার হতে পারতেন। তবে মুদ্রার যেমন দুপিঠ আছে তেমনই প্রশংসার পাশাপাশি কেউ কেউ তাকে এমন ভূমিকায় দেখে কটাক্ষ করতেও ভুল করেননি।
বেলিংহামই যে ক্রিকেট খেলা একমাত্র ফুটবলার এমনটা নয়। এর আগেও অনেক ফুটবলারকে শখের বশে ক্রিকেট খেলতে দেখা গেছে। বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইনকে ২০২২ সালে লর্ডসে দেখা গিয়েছিল ব্যাট হাতে। ক্রিকেটের এই ঐতিহ্যবাহী মাঠে ইংলিশ ফুটবল তারকাকে দেখে সেদিন ক্রিকেটপ্রেমীরা খুশিই হয়েছিলেন।
২০২৩-২৪ মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা ফুটবলার জুড বেলিংহাম। ১৬ ম্যাচে করেছেন ১৩টা গোল, সহযোগিতা আছে দুই গোলে। ১২ গোল করে তারপরেই আছেন গেতাফের স্ট্রাইকার বোর্জা মায়োরাল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগেও জুড দেখিয়েছেন চমক। পাঁচ ম্যাচে করেছেন চার গোল। এমন নজরকাড়া পারফরম্যান্স দিয়ে কিছুদিন আগেই ইউরোপের বিখ্যাত ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে নেন জুড বেলিংহাম।
মন্তব্য করুন