ইংলিশ ফুটবলের অন্যতম বড় কিংবদন্তি হিসেবে ধরা হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনিকে। ক্লাব ফুটবলে ইউনাইটেডের হয়ে সব ট্রফি জেতা সাবেক এই খেলোয়াড় কোচ হিসেবে এখনও তেমন সাফল্যের দেখা পাননি। ইংলিশ দ্বিতীয় বিভাগের দল বার্মিংহ্যাম সিটির দায়িত্ব নিয়ে ২০২৩ সালের অক্টোবরে ইংল্যান্ডে ফিরেছিলেন তিনি তবে তিন মাস পার হওয়ার আগেই ছাঁটাই হলেন তিনি।
মঙ্গলবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে রুনির ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে বার্মিংহ্যাম। বাজে পারফরম্যান্সের কারণে কয়েক দিন দিন ধরে রুনির ছাঁটাই হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই আজ সত্য হলো। রুনির ছাঁটাইয়ের ঘোষণায় বার্মিংহ্যামের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্মিংহ্যাম সিটি আজ কোচ ওয়েইন রুনি ও কার্ল রবিনসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সর্বোচ্চ চেষ্টার পরও প্রত্যাশামতো ফল আসছিল না। যে কারণে বোর্ড ক্লাবের ভালোর জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপে খেলছে বার্মিংহ্যাম। ২৪ দল খেলে চ্যাম্পিয়নশিপ। বার্মিংহ্যাম ২৬ ম্যাচ খেলে মাত্র ৭ জয়ে ২৮ পয়েন্টে আছে ২০ নম্বরে। অথচ রুনির দায়িত্ব নেওয়ার আগে তাদের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের ছয়ে। রুনির অধীনে বার্মিংহ্যাম ১৫ ম্যাচে খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে, হেরেছে ৯টি। নতুন বছর শুরুর দিনেও বার্মিংহ্যাম হেরেছে লিডসের কাছে। এরপরই রুনিকে বরখাস্ত করে বার্মিংহ্যাম।
ছাঁটাই হওয়ার পর বিবৃতি দিয়েছেন রুনি নিজেও, ‘আমি টম ওয়েঙ্গার, টম বার্ডি এবং গ্যারি কুককে (ক্লাবের শীর্ষ কর্মকর্তা) বার্মিংহামের কোচ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। ক্লাবে স্বল্প সময়ে দায়িত্ব পালনকালে তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।’
এর আগে রুনি ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টি এবং যুক্তরাষ্ট্রের এমএলএসের ডিসি ইউনাইটেডের দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন