স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে কি অবসরে যাবে তার দশ নম্বর জার্সিও?

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

সাধারণত যে কোনো ফুটবল দলে কিছু নির্দিষ্ট জার্সি থাকে যা দলের সেরা খেলোয়াড়দের জন্য বরাদ্দ থাকে। তবে এসবের মধ্যে ফুটবল বিশ্বে দশ নাম্বার জার্সির মাহাত্ম্যই আলাদা। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল সম্রাট পেলে তার ১০ নম্বর জার্সিতে ফুটবল শাসন করেছেন। ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১০ নম্বর পড়ে ফুটবল দুনিয়াতে আলোড়ন তুলেছিলেন ডেনিস ল। এই দুজনের দেখানো পথ ধরেই ইউরোপে শুরু হয় দশ নম্বরের উন্মাদনা, যা চলছে এখনো।

এমন অবস্থা দাঁড়িয়েছিল যে যুগে যুগে ফুটবলে সেরা খেলোয়াড় মানেই যেন দশ নম্বর। ইতালির রবার্তো ব্যাজ্জিও বা ফ্রান্সিসকো টট্টি, ব্রাজিলের রোনালদিনহো-কাকা, ফ্রান্সের মিশেল প্লাতিনি আর জিনেদিন জিদান, আর্জেন্টিনায় মারিও কেম্পেস এবং ডিয়েগো ম্যারাডোনা, ইংল্যান্ডের ওয়েইন রুনি নিজেদের দেশ বা ক্লাবের প্রতিনিধি হয়েছেন ১০ নম্বর জার্সিতেই।

পেলের পর অবশ্য দশ নম্বর জার্সিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা। ১৯৮৬ সালে তার জাদুকরী পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ক্লাব পর্যায়েও ম্যারাডোনা ছিলেন অনন্য। তার অবসরের পর সম্মান দেখিয়ে ১০ নম্বর জার্সি তুলে রাখতে চেয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে ফিফার এক নিয়মে বাধা পড়ে তা হয়নি।

২০০২ বিশ্বকাপে অ্যারিয়েল ওর্তেগা আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে মাঠে নেমেছিলেন। বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সরাসরি জানিয়ে দেয় নিয়ম অনুযায়ী, শীর্ষ টুর্নামেন্টে সব জাতীয় দলকে অবশ্যই ১ থেকে ২৩ এর মধ্যে জার্সি নম্বর ব্যবহার করতে হবে।

ম্যারাডোনা-ওর্তেগার সেই জার্সির মালিক পরে হয়েছেন বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। রোজারিও থেকে উঠে আসা এই ফুটবলারকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বলতে খুব বেশি ভাবতে হয় না। ৩৬ বছর পর তার কল্যাণেই বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মেসি নিজেও ব্যক্তিগত অর্জনে ছাড়িয়ে গিয়েছেন সব কিংবদন্তিকেই। এবার তার সম্মানে ১০ নম্বর জার্সিকে তুলে রাখতে চায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক অবসর নিলেই তার জার্সিকে অবসরে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া। আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমকে তাপিয়া বলেন, 'মেসি যেদিন জাতীয় দল থেকে অবসর নেবে, আমরা আর কাউকে এরপর ১০ নম্বর জার্সি পরার অনুমতি দেবো না। তার সম্মানে এই ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। অন্তত এটুকু আমরা তার জন্য করতেই পারি।'

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলে ১০৬টি গোল করেছেন মেসি। তার অধীনেই ২৮ বছর পর কোপা আমেরিকা এবং ৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। মেসি নিজে ৭ বার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন। জয় করেছেন ৮টি ব্যালন ডি’ অর। তবে তাপিয়ার এমন সিদ্ধান্ত ফিফার সবুজ সংকেত পাবে কিনা, সেটাই দেখার বিষয়। কারণ ফিফার ১-২৩ নম্বর জার্সি ব্যবহারের নিয়ম এখনো কার্যকর আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

১০

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

১১

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎

১২

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

১৩

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

১৪

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

১৫

জাপার মনোনয়নপত্র বাতিলের আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষণা

১৬

যেভাবে নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন

১৭

ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে : ট্রাম্প

১৮

আগামীর বাংলাদেশে পরিচয়ের ভিত্তিতে বিভাজন থাকবে না : আমীর খসরু

১৯

বরগুনায় জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

২০
X