স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে কি অবসরে যাবে তার দশ নম্বর জার্সিও?

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

সাধারণত যে কোনো ফুটবল দলে কিছু নির্দিষ্ট জার্সি থাকে যা দলের সেরা খেলোয়াড়দের জন্য বরাদ্দ থাকে। তবে এসবের মধ্যে ফুটবল বিশ্বে দশ নাম্বার জার্সির মাহাত্ম্যই আলাদা। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল সম্রাট পেলে তার ১০ নম্বর জার্সিতে ফুটবল শাসন করেছেন। ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১০ নম্বর পড়ে ফুটবল দুনিয়াতে আলোড়ন তুলেছিলেন ডেনিস ল। এই দুজনের দেখানো পথ ধরেই ইউরোপে শুরু হয় দশ নম্বরের উন্মাদনা, যা চলছে এখনো।

এমন অবস্থা দাঁড়িয়েছিল যে যুগে যুগে ফুটবলে সেরা খেলোয়াড় মানেই যেন দশ নম্বর। ইতালির রবার্তো ব্যাজ্জিও বা ফ্রান্সিসকো টট্টি, ব্রাজিলের রোনালদিনহো-কাকা, ফ্রান্সের মিশেল প্লাতিনি আর জিনেদিন জিদান, আর্জেন্টিনায় মারিও কেম্পেস এবং ডিয়েগো ম্যারাডোনা, ইংল্যান্ডের ওয়েইন রুনি নিজেদের দেশ বা ক্লাবের প্রতিনিধি হয়েছেন ১০ নম্বর জার্সিতেই।

পেলের পর অবশ্য দশ নম্বর জার্সিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা। ১৯৮৬ সালে তার জাদুকরী পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। ক্লাব পর্যায়েও ম্যারাডোনা ছিলেন অনন্য। তার অবসরের পর সম্মান দেখিয়ে ১০ নম্বর জার্সি তুলে রাখতে চেয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে ফিফার এক নিয়মে বাধা পড়ে তা হয়নি।

২০০২ বিশ্বকাপে অ্যারিয়েল ওর্তেগা আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে মাঠে নেমেছিলেন। বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সরাসরি জানিয়ে দেয় নিয়ম অনুযায়ী, শীর্ষ টুর্নামেন্টে সব জাতীয় দলকে অবশ্যই ১ থেকে ২৩ এর মধ্যে জার্সি নম্বর ব্যবহার করতে হবে।

ম্যারাডোনা-ওর্তেগার সেই জার্সির মালিক পরে হয়েছেন বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। রোজারিও থেকে উঠে আসা এই ফুটবলারকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বলতে খুব বেশি ভাবতে হয় না। ৩৬ বছর পর তার কল্যাণেই বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মেসি নিজেও ব্যক্তিগত অর্জনে ছাড়িয়ে গিয়েছেন সব কিংবদন্তিকেই। এবার তার সম্মানে ১০ নম্বর জার্সিকে তুলে রাখতে চায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক অবসর নিলেই তার জার্সিকে অবসরে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া। আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমকে তাপিয়া বলেন, 'মেসি যেদিন জাতীয় দল থেকে অবসর নেবে, আমরা আর কাউকে এরপর ১০ নম্বর জার্সি পরার অনুমতি দেবো না। তার সম্মানে এই ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। অন্তত এটুকু আমরা তার জন্য করতেই পারি।'

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলে ১০৬টি গোল করেছেন মেসি। তার অধীনেই ২৮ বছর পর কোপা আমেরিকা এবং ৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। মেসি নিজে ৭ বার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন। জয় করেছেন ৮টি ব্যালন ডি’ অর। তবে তাপিয়ার এমন সিদ্ধান্ত ফিফার সবুজ সংকেত পাবে কিনা, সেটাই দেখার বিষয়। কারণ ফিফার ১-২৩ নম্বর জার্সি ব্যবহারের নিয়ম এখনো কার্যকর আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১০

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১১

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

১২

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৩

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১৪

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৬

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৭

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৮

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১৯

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

২০
X