কষ্টার্জিত জয়ে নতুন বছরে শুভসূচনা করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে পুরো ম্যাচজুড়ে দাপট দেখালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না ভিনিসিয়ুস-বেলিংহ্যামরা। শেষ মুহূর্তে রুডিগারের একমাত্র গোলে মায়োর্কাকে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট পেয়ে শীর্ষে অবস্থান করছে কার্লো আনচেলত্তির দল।
বুধবার (৩ জানুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন জার্মান ডিফেন্ডার এন্টনি রুডিগার। মায়োর্কার বিপক্ষে বার্নাব্যুতে ম্যাচপ্রতি গড়ে ৩.৪টি গোলের অতীত রেকড ছিল রিয়ালের। কিন্তও এদিন জয়ের ব্যবধান মাত্র ১-০ গোলে। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোলের দেখা পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ঘরের মাঠে প্রথমার্ধে দাপট দেখায় রিয়াল কিন্তু গোলের সবচেয়ে ভালো সম্ভাবনা তৈরি করে মায়োর্কা। প্রথমার্ধে ক্রসবারের বাধায় গোল বঞ্চিত হয় মায়োর্কা। ম্যাচের ৪২ মিনিটের মাথায় মায়োর্কার আন্তোনিও সানচেজের হেড রিয়াল গোলকিপারকে ফাঁকি দিলেও ক্রসবারে লেগে প্রতিহত হয়। বিরতির পর ৫৫ মিনিটে আরও একবার হতাশায় মুখ ঢাকেন মায়োর্কা খেলোয়াড়েরা। প্রায় ২৫ গজ দূর থেকে সামু কস্তার জোরালো শট ফিরে আসে গোলপোস্টে লেগে।
দ্বিতীয়ার্ধে গোলবারের বাধায় হতাশায় পোড়ে রিয়াল মাদ্রিদও। ম্যাচের ৬৯ মিনিটের মাথায় রদ্রিগো গোয়েসের শট মায়োর্কা গোলকিপার রুখলেও ব্রাহিম দিয়াজের ফিরতি হেড পোস্টে লেগে ফিরে আসে। তবে শেষ দিকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ৭৮তম মিনিটে কর্নার থেকে জয়সূচক গোলটি আদায় করে নেয় মাদ্রিদ। অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের কর্নার কিকে দারুণ হেডে বল জালে জড়ান রুডিগার।
এই জয়ে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। রাতের আরেক ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানেই রইল জিরোনা।
মন্তব্য করুন