এই বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোর ফুটবল শ্রেষ্টত্বের আসর কোপা আমেরিকা। আসর শুরু হওয়ার প্রায় পাঁচ মাস বাকি থাকলেও এরই মধ্যে সূচি প্রকাশ পেয়েছে। মর্যাদার এই আসরকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের জার্সি প্রস্তুত করে ফেলেছে আর্জেন্টিনা। অফিসিয়ালি তা প্রকাশ করা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে মেসিদের নতুন এই জার্সিটি।
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা জয়ের পর ২০২২ সালে জিতে নেয় পরম আরাধ্য বিশ্বকাপও। এরপর বেশ কয়েকটি প্রীতি ম্যাচও খেলে তারা। সেসবেও দুর্দান্ত পারফরম্যান্সে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানও নিজেদের করে নেয় আলবিসেলেস্তে শিবির। এক নম্বর দলটি নিজেদের নতুন জার্সিতে এনেছে ব্যাপক পরিবর্তনও।
দ্য স্পোর্তস-কামিসাস দে টাইম নামক একটি সংবাদ মাধ্যম জার্সিটির বেশ কিছু অংশ সম্প্রীতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
Se filtró la nueva camiseta de la #SelecciónArgentina para la Copa América En las redes sociales se viralizó la flamante indumentaria que usará la Scaloneta este año, con un escudo renovado y varios detalles llamativos.https://t.co/8XtG5OWgJI — TyC Sports (@TyCSports) January 5, 2024
নতুন জার্সিটির সামনের অংশে আগের মতোই তিনটি লাইট ব্লু ব্যান্ডস ও চারাটি হোয়াইট ব্যান্ডস থাকছে। তবে সোল্ডারে থাকছে না তিনটি কালো রংয়ের স্ট্র্যাপ। সেগুলো এখন লাইট ব্লুই থাকবে। জার্মান যে কোম্পানি জার্সির স্পন্সর, তাদের লোগো করা হয়েছে গোল্ডেন কালারের। এমনকি হাতায় থাকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের চিহ্নটিও গোল্ডেন করা হয়েছে। তাছাড়া এবার থাকছে তিনটি স্টারও।
বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম কোনো বড় টুর্নামেন্টে তিন তারকা খচিত জার্সি পরে খেলবেন মেসি-আলভারেজরা। যদিও বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ ও পরবর্তী আসরের বাছাইপর্বের ম্যাচেও তারা তিন তারকা জার্সি পরে খেলে আসছেন। নতুন জার্সিতে তিন তারকার অবস্থানেও কিছুটা বদল এসেছে। ডিজাইনের সঙ্গে ভারসাম্য রেখে প্রায় সমান উচ্চতার পিরামিড আকারে তারকাগুলো বসানো থাকবে এবারের জার্সিতে। তবে এই জার্সিতে বুক বরাবর ফিফা বিশ্বকাপের শিল্ড ব্যবহার করা হয়নি। যার পেছনে বহাল রয়েছে উজ্জ্বল সূর্যের প্রতীক।
তবে ভক্তদের এই জার্সি হাতে পেতে অপেক্ষা করতে হবে লম্বা সময় পর্যন্ত। মেসির গায়ে এই জার্সি দেখতে পাওয়া যাবে জুনের চার তারিখ।
মন্তব্য করুন