কোপা দেলরের রাউন্ড ৩২-এ সহজ প্রতিপক্ষকে পেয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছিল। তবে প্রতিযোগিতার শেষ ১৬-তে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে পেয়েছে রিয়াল। অন্যদিকে জাভি হার্নান্দেজের শিষ্যরা খেলবে স্পেনের তৃতীয় বিভাগের দল ইউনিওনিসতাসের বিপক্ষে।
প্রতিযোগিতার নকআউট পর্বের লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে হবে রিয়াল মাদ্রিদের। অর্থাৎ মাদ্রিদ ডার্বিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে কার্লো আনচেলত্তি বাহিনীকে। আগামী ১৮ জানুয়ারি ওয়ানড্রা মেট্রেপলিটানোতে মাঠে নামবে দুই মাদ্রিদ।
কোপা ডেল রের শেষ ষোলোতে বার্সেলোনাকেও খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। ১৭ জানুয়ারি ইউনিওনিসতাসের ঘরের মাঠে সহজ প্রতিপক্ষের বিপক্ষে লড়বে কাতালান জায়ান্টরা।
গত ৬ জানুয়ারি আরানদিনাকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেছিল রিয়াল মাদ্রিদ। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিকে মাদ্রিদও ৩-১ ব্যবধানে হারিয়েছিল লুগোকে। এ ছাড়া বার্সেলোনা বারবাস্ত্রোকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়। তাদের প্রতিপক্ষ ইউনিওনিসতাস টাইব্রেকারে ভিয়ারিয়ালকে ৭-৬ ব্যবধানে হারিয়ে বিদায় করে দেয়।
মন্তব্য করুন