পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের দলবদলের খবরে সরগরম ফুটবলাঙ্গন। দলবদলের নতুন মৌসুম আসবে আর ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে আলোচনা হবে না তা কি করে হয়? চলমান শীতকালীন ট্রান্সফার মার্কেটেও সবার উপরে রয়েছেন এমবাপ্পে। তবে ইউরোপিয়ান সংবাদমাধ্যমের গুঞ্জন অনুযায়ী, ফেঞ্চ ক্লাব পিএসজির সাথে নাকি গোপনে চুক্তি সেরে ফেলেছেন ২৫ বছর বয়সী তারকা।
গত সপ্তাহে এএফপি জানিয়েছিল, পিএসজি ছাড়তে এমবাপ্পে নাকি কয়েক কোটি ইউরো বোনাস ছাড় দিয়েছেন। ২০২২ সালে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের সময় বছরে তার পারিশ্রমিক ছিল ৭ কোটি ২০ লাখ ইউরো। চুক্তি সইয়ের পর বোনাস পেয়েছেন ১৫ কোটি ইউরো। চুক্তি নবায়নে রয়েছে আনুগত্য বোনাসও। সেটা প্রথম বছরে ৭ কোটি ইউরো। আর তৃতীয় বছরে ৯ কোটি ইউরো। তবে পিএসজি ছাড়তে এই বোনাসের একটা অংশ ছাড় দিয়েছেন এমবাপ্পে।
পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি জানিয়েছেন, এমবাপ্পের জন্য সেরা ক্লাব পিএসজি। পিএসজি উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভালো করছে। এই ক্লাবের সুযোগ-সুবিধাও বিশ্বমানের। বিশ্বের সেরা অনুশীলন সেন্টার এখানে পাচ্ছেন এমবাপ্পে। বিশ্বের সেরা কোচও আছে পিএসজিতে। চ্যাম্পিয়নস লিগে প্রতি মৌসুমও খেলার নিশ্চয়তা আছে এই দলের। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে তাদের। তাই সবাইকে শোরগোল না করতে বলে এমবাপ্পেকে একা থাকতে দেয়ার পরামর্শ দেন খেলাইফি।
মন্তব্য করুন