ব্রাজিল দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দরিভাল জুনিয়র। দেশটির অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হচ্ছেন ৬১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। এমনকি সাবেক ক্লাব সাও পাওলো তার বিদায়ের খবর নিশ্চিত করেছে। তবে ঠিক কত দিনের জন্য সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন তা নিশ্চিত করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত দরিভাল জুনিয়র। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে সেলেসাও কোচ লিখেছেন, ‘সিবিএফের এই ডাক উপেক্ষা করা আসার পক্ষে অসম্ভব। নিজের দেশ ও সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়া বিরাট সম্মানের। ব্যাপারটা আমার কাছে স্বপ্নের মতোই।’
ধারণা করা হচ্ছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্ব পাচ্ছেন দরিভাল। কোচিং ক্যারিয়ারে ২২ বছরের অভিজ্ঞতা রয়েছে ৬১ বছর বয়সী কোচের। এসময়ে দেশটির সিরিআ লিগের নামকরা ফ্লামেঙ্গো, পালমেইরাস, সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স সহ ২৫টি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন দরিভাল।
ব্রাজিলিয়ান লিগে বড় ক্লাবগুলোতেও শিরোপা জিতেছেন দরিভাল। ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোর খারাপ সময়ে দায়িত্ব নিয়ে কোপা লিবার্তোদেরেস ও কোপা দো ব্রাজিল জেতেন তিনি। এ ছাড়া সদ্য সাবেক হওয়া সাও পাওলোকেও শিরোপা জিতিয়েছেন দরিভাল।
মন্তব্য করুন