অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার ‘নতুন মেসি’ ক্লদিও এচেভেরির প্রতি পাখির চোখ ছিল ইউরোপিয়ান ক্লাবগুলোর। আর্জেন্টাইন বিস্ময়বালককে দলে ভেড়াতে আকাশচুম্বী দামও হাঁকিয়েছিল বার্সেলোনা-ম্যানচেস্টার সিটি ছাড়াও রিয়াল মাদ্রিদ, পিএসজি, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। কিন্তু সবাইকে পেছনে ফেলে ১৮ বছর বয়সী এচেভেরিকে নিজেদের ডেরায় আনুষ্ঠানিক ভাবে টেনে নিয়েছে ম্যানসিটি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এচেভেরিকে আনুষ্ঠানিক ভাবে সাক্ষর করার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রেবলজয়ী ক্লাবে যোগ দিবেন ‘নতুন মেসি’।
২০২৮ সাল পর্যন্ত ম্যানসিটির সঙ্গে চুক্তি করেছেন এচেভেরি। আর্জেন্টাইন তরুণের ট্রান্সফার ফি প্রকাশ করা না হলেও ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ১ কোটি ৪৬ লাখ ইউরো খরচ করেছে সিটিজেনরা। হুলিয়ান আলভারেজের মতো ১৮ বছর বয়সী ‘নতুন মেসি’ও এক বছর পর ইংল্যান্ডে পা রাখবেন। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ধারে রিভার প্লেটে থাকবেন এচেভেরি।
অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আসরে আলো ছড়িয়ে ফুটবল বিশ্বের নজর কাড়েন ক্লদিও এচেভেরি। সেখানে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তরুণ ফরোয়ার্ড। কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিকও করেন এচেভেরি। প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে ব্রোঞ্জ বল জিতেছিলেন এই আর্জেন্টাইন তারকা। অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে ১৩টি গোল করেছেন এই ম্যানসিটি তারকা।
মন্তব্য করুন