স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১৬ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

মেসি-সুয়ারেজের গোলের পরও মায়ামির হার

রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছিল ম্যাচে। ছবি : সংগৃহীত
রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছিল ম্যাচে। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সায় থাকা অবস্থায় মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী পুরো ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করে গেছে। গতকাল রাতে আবার ফুটবল মাঠে দেখা হওয়ার সম্ভাবনা ছিল সাবেক এই বার্সা ত্রিরত্নের। কারণ সৌদি আরবের রিয়াদে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মেসি-সুয়ারেজের ক্লাব ইন্টার মায়ামি ও নেইমারের ক্লাব আল হিলাল। চোটের কারণে আল হিলাল তারকা মাঠের বাইরে। বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তার পুনর্মিলনী হলো না।

অন্যদিকে মেসির সঙ্গে নতুন করে জুটি বাঁধার পর প্রথম গোল করলেন লুইস সুয়ারেজ। মেসিও গোল করলেন ও করালেন। তবুও অবশ্য ইন্টার মায়ামি জয় পেল না। সিজন কাপের প্রীতি ম্যাচে আল হিলালের কাছে ৩-৪ গোলে হারতে হয়েছে ইন্টার মায়ামিকে। তবে রিয়াদের কিংডম অ্যারেনায় ৭ গোলের রোমাঞ্চ নিশ্চয়ই রিয়াদের দর্শকদের নেইমার না থাকার আক্ষেপ ভুলিয়ে দিয়েছে।

সৌদি আরবের কিংডম অ্যারেনাতে সোমবার (২৯ জানুয়ারি) প্রীতি ম্যাচে ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। হিলালের হয়ে গোল করেছেন আলেকসান্ডার মিত্রোভিচ, আবদুল্লাহ আল হামদান, মাইকেল ও ম্যালকম। আর মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ডেভিড রুইজ।

এদিন ঘরের মাঠে আল হিলাল আধিপত্য বজায় রেখেই শুরু থেকে খেলেছে। ম্যাচের দশম মিনিটেই মিত্রোভিচের গোলে এগিয়ে যায় তারা। গোলের দুই মিনিট পর আবার ব্যবধান দ্বিগুণ করেন হিলালের সৌদি তারকা আল হামদান। মায়ামি ডিফেন্ডারের ভুলে গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধে মায়ামি অবশ্য এক গোল শোধ দেয়। ৩৪তম মিনিটে মায়ামির হয়ে জালের দেখা পান লুইস সুয়ারেজ। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। ৩৯তম মিনিটে মেসির গোলে সমতায় ফেরে মায়ামি। তবে মেসির করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয় যদিও গোলটি নিয়ে বিতর্ক আছে। ম্যাচের ৪৪ মিনিটে ব্যবধান ৩-১ করেন মাইকেল। কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে মেসির সামনে রোনালদোর সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় মায়ামি। ৫৩তম মিনিটে বক্সে ফাউলের শিকার হন মায়ামির ফুটবলার রুইজ। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ পেয়ে সফল স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি। দুই মিনিট পর আর্জেন্টাইন এই তারকার দেয়া পাস টেনে নিয়ে লক্ষ্যভেদ করে মায়ামিকে সমতায় ডেভিড রুইজ।

দারুণ প্রত্যাবর্তনে মায়ামি ঘুরে দাঁড়ালেও শেষপর্যন্ত আর পেরে ওঠেনি তারা। ৮৮তম মিনিটে আল হিলালের জয় নিশ্চিত করেন ম্যালকম। ডান দিক থেকে সতীর্থের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি প্রো লিগের ক্লাবটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় গ্রেপ্তার ২ 

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

জকসু নির্বাচনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার : চন্দন কুমার

নায়কদের দিন শেষ? ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে রাজামৌলি

১০

একজন উপদেষ্টার ইশারায় আমাকে আটক করা হয়েছিল : সাংবাদিক সোহেল

১১

কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

১২

সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

১৩

ময়মনসিংহে ট্রেনে আগুন

১৪

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মাত্র দেড় লাখ মানুষের দেশ

১৬

৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

১৭

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

১৮

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

২০
X