স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১৬ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

মেসি-সুয়ারেজের গোলের পরও মায়ামির হার

রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছিল ম্যাচে। ছবি : সংগৃহীত
রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছিল ম্যাচে। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সায় থাকা অবস্থায় মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী পুরো ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করে গেছে। গতকাল রাতে আবার ফুটবল মাঠে দেখা হওয়ার সম্ভাবনা ছিল সাবেক এই বার্সা ত্রিরত্নের। কারণ সৌদি আরবের রিয়াদে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মেসি-সুয়ারেজের ক্লাব ইন্টার মায়ামি ও নেইমারের ক্লাব আল হিলাল। চোটের কারণে আল হিলাল তারকা মাঠের বাইরে। বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তার পুনর্মিলনী হলো না।

অন্যদিকে মেসির সঙ্গে নতুন করে জুটি বাঁধার পর প্রথম গোল করলেন লুইস সুয়ারেজ। মেসিও গোল করলেন ও করালেন। তবুও অবশ্য ইন্টার মায়ামি জয় পেল না। সিজন কাপের প্রীতি ম্যাচে আল হিলালের কাছে ৩-৪ গোলে হারতে হয়েছে ইন্টার মায়ামিকে। তবে রিয়াদের কিংডম অ্যারেনায় ৭ গোলের রোমাঞ্চ নিশ্চয়ই রিয়াদের দর্শকদের নেইমার না থাকার আক্ষেপ ভুলিয়ে দিয়েছে।

সৌদি আরবের কিংডম অ্যারেনাতে সোমবার (২৯ জানুয়ারি) প্রীতি ম্যাচে ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। হিলালের হয়ে গোল করেছেন আলেকসান্ডার মিত্রোভিচ, আবদুল্লাহ আল হামদান, মাইকেল ও ম্যালকম। আর মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ডেভিড রুইজ।

এদিন ঘরের মাঠে আল হিলাল আধিপত্য বজায় রেখেই শুরু থেকে খেলেছে। ম্যাচের দশম মিনিটেই মিত্রোভিচের গোলে এগিয়ে যায় তারা। গোলের দুই মিনিট পর আবার ব্যবধান দ্বিগুণ করেন হিলালের সৌদি তারকা আল হামদান। মায়ামি ডিফেন্ডারের ভুলে গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধে মায়ামি অবশ্য এক গোল শোধ দেয়। ৩৪তম মিনিটে মায়ামির হয়ে জালের দেখা পান লুইস সুয়ারেজ। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। ৩৯তম মিনিটে মেসির গোলে সমতায় ফেরে মায়ামি। তবে মেসির করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয় যদিও গোলটি নিয়ে বিতর্ক আছে। ম্যাচের ৪৪ মিনিটে ব্যবধান ৩-১ করেন মাইকেল। কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে মেসির সামনে রোনালদোর সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় মায়ামি। ৫৩তম মিনিটে বক্সে ফাউলের শিকার হন মায়ামির ফুটবলার রুইজ। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ পেয়ে সফল স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি। দুই মিনিট পর আর্জেন্টাইন এই তারকার দেয়া পাস টেনে নিয়ে লক্ষ্যভেদ করে মায়ামিকে সমতায় ডেভিড রুইজ।

দারুণ প্রত্যাবর্তনে মায়ামি ঘুরে দাঁড়ালেও শেষপর্যন্ত আর পেরে ওঠেনি তারা। ৮৮তম মিনিটে আল হিলালের জয় নিশ্চিত করেন ম্যালকম। ডান দিক থেকে সতীর্থের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি প্রো লিগের ক্লাবটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

১০

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

১১

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

১২

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১৩

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১৪

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

১৫

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

১৬

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

১৭

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

১৮

প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

১৯

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

২০
X