স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১৬ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

মেসি-সুয়ারেজের গোলের পরও মায়ামির হার

রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছিল ম্যাচে। ছবি : সংগৃহীত
রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছিল ম্যাচে। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সায় থাকা অবস্থায় মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী পুরো ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করে গেছে। গতকাল রাতে আবার ফুটবল মাঠে দেখা হওয়ার সম্ভাবনা ছিল সাবেক এই বার্সা ত্রিরত্নের। কারণ সৌদি আরবের রিয়াদে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মেসি-সুয়ারেজের ক্লাব ইন্টার মায়ামি ও নেইমারের ক্লাব আল হিলাল। চোটের কারণে আল হিলাল তারকা মাঠের বাইরে। বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তার পুনর্মিলনী হলো না।

অন্যদিকে মেসির সঙ্গে নতুন করে জুটি বাঁধার পর প্রথম গোল করলেন লুইস সুয়ারেজ। মেসিও গোল করলেন ও করালেন। তবুও অবশ্য ইন্টার মায়ামি জয় পেল না। সিজন কাপের প্রীতি ম্যাচে আল হিলালের কাছে ৩-৪ গোলে হারতে হয়েছে ইন্টার মায়ামিকে। তবে রিয়াদের কিংডম অ্যারেনায় ৭ গোলের রোমাঞ্চ নিশ্চয়ই রিয়াদের দর্শকদের নেইমার না থাকার আক্ষেপ ভুলিয়ে দিয়েছে।

সৌদি আরবের কিংডম অ্যারেনাতে সোমবার (২৯ জানুয়ারি) প্রীতি ম্যাচে ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। হিলালের হয়ে গোল করেছেন আলেকসান্ডার মিত্রোভিচ, আবদুল্লাহ আল হামদান, মাইকেল ও ম্যালকম। আর মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ডেভিড রুইজ।

এদিন ঘরের মাঠে আল হিলাল আধিপত্য বজায় রেখেই শুরু থেকে খেলেছে। ম্যাচের দশম মিনিটেই মিত্রোভিচের গোলে এগিয়ে যায় তারা। গোলের দুই মিনিট পর আবার ব্যবধান দ্বিগুণ করেন হিলালের সৌদি তারকা আল হামদান। মায়ামি ডিফেন্ডারের ভুলে গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধে মায়ামি অবশ্য এক গোল শোধ দেয়। ৩৪তম মিনিটে মায়ামির হয়ে জালের দেখা পান লুইস সুয়ারেজ। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। ৩৯তম মিনিটে মেসির গোলে সমতায় ফেরে মায়ামি। তবে মেসির করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয় যদিও গোলটি নিয়ে বিতর্ক আছে। ম্যাচের ৪৪ মিনিটে ব্যবধান ৩-১ করেন মাইকেল। কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে মেসির সামনে রোনালদোর সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় মায়ামি। ৫৩তম মিনিটে বক্সে ফাউলের শিকার হন মায়ামির ফুটবলার রুইজ। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ পেয়ে সফল স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি। দুই মিনিট পর আর্জেন্টাইন এই তারকার দেয়া পাস টেনে নিয়ে লক্ষ্যভেদ করে মায়ামিকে সমতায় ডেভিড রুইজ।

দারুণ প্রত্যাবর্তনে মায়ামি ঘুরে দাঁড়ালেও শেষপর্যন্ত আর পেরে ওঠেনি তারা। ৮৮তম মিনিটে আল হিলালের জয় নিশ্চিত করেন ম্যালকম। ডান দিক থেকে সতীর্থের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি প্রো লিগের ক্লাবটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে. এম. মোজিবুল হক

আজ রোদের দেখা মিলবে কি না যা জানা গেল

কতজন সেনা গিয়ে মাদুরোকে তুলে নিয়েছিল, জানাল যুক্তরাষ্ট্র

চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রির হাড় কাঁপানো শীত, জনজীবন স্থবির

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু 

ইরান নিয়ে একাট্টা যুক্তরাষ্ট্র-ইসরায়েল, কী হতে যাচ্ছে সামনে

রবিউলের লাশ ফেরত দিল বিএসএফ

জকসু নির্বাচন : ক্যাম্পাসে কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তারা

১০

ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়

১১

ঢাকায় দিনের তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

১২

বিশ্ববিদ্যালয়ের হলে নিষিদ্ধ ছাত্রলীগের জন্মদিন পালন, ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

শাহ সুলতান কলেজে বাস উপহার দিচ্ছেন তারেক রহমান

১৫

ব্যস্ত সকালে সহজ কিছু নাশতার আইডিয়া

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

১৮

৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন চলছে

২০
X