স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পুরুষ ও নারী বিশ্বকাপের মধ্যকার বৈষম্য কমাচ্ছে ফিফা

ফিফা পুরুষ ও নারী বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত
ফিফা পুরুষ ও নারী বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। আর ফুটবলের মহাযজ্ঞ হিসেবে ধরা হয় ফিফা ফুটবল বিশ্বকাপকে। বিশ্বের ফুটবল খেলুড়ে প্রতিটি দেশের খেলোয়াড়দের লক্ষ্য থাকে এই বিশ্বকাপে খেলা। ১৯৩০ সাল থেকে পুরুষ বিশ্বকাপ ও ১৯৯১ সালে নারী বিশ্বকাপ ‍শুরু হয়। ফুটবলের এই দুই বিশ্বকাপের মধ্যে বয়সের পার্থক্যের পাশাপাশি অন্য সব বিষয়েও রয়েছে বৈষম্য। এই বৈষম্যের জন্য বারবার সমালোচিত হতে হয়েছে ফিফাকে। তবে এবার বিশ্বকাপে নারী-পুরুষ সমতা বজায় রাখতে যুগান্তকারী উদ্যোগ নিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

পুরুষদের চেয়ে ৬১ বছর পর নারীরা বিশ্বকাপের মঞ্চে আসলেও এবং অল্প সুবিধা পেলেও দ্রুত এগিয়ে যাচ্ছে নারী ফুটবলাররা। তাই মাঠে এবং মাঠের বাইরের সব ক্ষেত্রেই নারী অচিরেই সমান অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে ফিফা। যার জন্য তারা বিশ্বকাপের প্রতীক ট্রফিটি দিয়ে শুরু করতে চায়। নানান সময়ে পুরুষদের স্বর্ণে মোড়ানো ট্রফি ও নারীদের রুপায় মোড়ানো ট্রফি নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে ফিফাকে। যে কারণে এবার নারী ও পুরুষদের একই ট্রফি দেওয়ার ভাবনায় ফিফা।

২০২২ সালে কাতারে ছেলেদের এবং গত বছর অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে মেয়েদের সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের ২২টি ও মেয়েদের ৯টি বিশ্বকাপ আসর হয়ে গেলেও সব মানদণ্ডেই ট্রফিগুলো ছিল আলাদা।

আকার, ওজন, উপাদান, মূল্য সব মানদণ্ডেই ট্রফিতে সমতা আনতে গবেষণা চালাচ্ছে ফিফা। আগামী ১৭ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ফিফার ৭৪তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানে পুরুষ ও নারীদের বিশ্বকাপ ট্রফি একই রকম করার প্রস্তাব পেশ করবে ফিফা। এমনটাই খবর স্প্যানিশ সংবাদমাধ্যম দারিও ডিএসের। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপেই এই পরিকল্পনার বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।

পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে এখন যে ট্রফিটা দেওয়া হচ্ছে, তা ক্রীড়াজগতের ইতিহাসে এখনও সবচেয়ে ব্যয়বহুল। ১৮ ক্যারেট সোনার তৈরি ট্রফিটার বর্তমান দাম দুই কোটি মার্কিন ডলার (২১৯ কোটি ৫০ লাখ টাকা)। অন্যদিকে, মেয়েদের বিশ্ব চ্যাম্পিয়ন দল যে ট্রফি পেয়ে থাকে, সেটাতে ২৩ ক্যারেট সাদা ও হলুদ সোনার প্রলেপ দেওয়া থাকে। দাম মাত্র ৩৭ হাজার ৪০০ ডলার (৪১ লাখ টাকার কিছু বেশি)।

ট্রফির পাশাপাশি অর্থ পুরস্কারেও (প্রাইজ মানি) সমতা নিয়ে আসার পরিকল্পনা ফিফার।

তবে টিভি স্বত্ব ফিফার এ সমতা নীতি কার্যকরে বাধা হতে পারে। পুরুষদের বিশ্বকাপে যে পরিমাণ টিভি দর্শক হয়, নারী টুর্নামেন্টে তা হয় না। তাই নারীদের বিশ্বকাপ থেকে ফিফার আয়ও অনেক কম হয়। তবে নারীদের সর্বশেষ বিশ্বকাপে টিভি দর্শক ও মাঠে দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছে। এরপরও বিশাল ব্যবধান রয়েই গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X