গত মৌসুমেই রিয়াল মাদ্রিদের বিখ্যাত সাত নম্বর জার্সি পেয়েছেন ব্রাজিলের বর্তমান স্টার ভিনিসিয়ুস জুনিয়র। ক্রিশ্চিয়ানো রোনালদো জার্সির যে নাম ও মান বাড়িয়ে গেছেন সেটির প্রতি যথাযথ সম্মানই রাখছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। ইতোমধ্যেই জোড় গুঞ্জন চলছে এবার রিয়ালেই যোগ দেবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। অনেকের মতেই তার রিয়ালে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। ব্যাপারটা এতদূর গড়িয়েছে, এখন আলোচনা চলছে তিনি যদি রিয়ালে আসেন তাহলে কত নম্বর জার্সি পাবেন।
বর্তমানে পিএসজিতে বিশ্বকাপজয়ী তারকা সাত নম্বর জার্সিতে খেললেও রিয়ালে তিনি সাত নম্বর জার্সিটা পাবেন কি না এখনও তা নিশ্চিত নয়।
অবশ্য স্পেনের সংবাদমাধ্যমের খবর, রিয়ালে এমবাপ্পে সাত নয় পেতে যাচ্ছেন ১০ নম্বর জার্সি, যে জার্সি রিয়ালে এর আগে পরেছেন তারই স্বদেশি কিংবদন্তি জিনেদিন জিদান। তারও আগে রিয়ালের ১০ নম্বর জার্সি উঠেছিল আরেক কিংবদন্তি হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসের গায়ে। আর এখন রিয়ালে ১০ নম্বর জার্সি পরেন ক্রোয়াট তারকা লুকা মদ্রিচ।
৭ নম্বর জার্সি না পাওয়া নিয়ে এমবাপ্পের অবশ্য কোনো অভিযোগ থাকার কথা নয়। জিদানের এই উত্তরসূরি যে ফ্রান্স দলে ১০ নম্বর জার্সিটাই পরেন।
মন্তব্য করুন