গত ডিসেম্বরে হওয়ার কথা ছিল তুরস্কের সুপার কাপের ফাইনাল। কিন্তু বিতর্কিত কারণে স্থগিত হয় শিরোপা নির্ধারণী সেই ম্যাচটি। অবশেষে তিন মাস পর মাঠে গড়ায় তুরস্কের ঘরোয়া ফুটবলের সেই ফাইনাল। কিন্তু মাত্র এক মিনিটেই শেষ বহুল আলোাচিত সেই ম্যাচ। ফেনারবাচেকে হারিয়ে শিরোপা উৎসবে মাতে গালাতাসারাই।
রোববার (৭ মার্চ) ফাইনালের প্রথম মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার মাউরো ইকার্দির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় গালাতাসারাই। এরপরই মাঠ ত্যাগ করে ফেনারবাচের ফুটবলাররা। ফুটবল আইন অনুযায়ী প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করে কর্তৃপক্ষ।
তুরস্কের সংবাদমাধ্যম জানিয়েছে, ফেনারাবাচের দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নেয় ফেনারবাচে। আগামী বৃহস্পতিবার কনফারেন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অলিম্পিয়াকোসের বিপক্ষে লড়বে তারা। এ জন্য ফাইনালটি স্থগিত করতে তুর্কি ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করে ছিল ক্লাবটি।
তবে এতে রাজি হয়নি দেশটির ফুটবল ফেডারেশন। এই কারণে ফাইনালে নিজেদের অনূর্ধ্ব-১৯ দলকে মাঠে নামায় ফেনারবাচে। আর এক মিনিটে গোল খাওয়ার পরই মাঠ ছেড়ে যায় দলটি। নিজেদের ওয়েবসাইটে এই পদক্ষেপের ব্যাখ্যা দেন ক্লাবটির সভাপতি। বিবৃতিতে তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে চলে আসা অন্যায়ের প্রতিবাদ এটি। তুর্কি ফুটবলে সবকিছু পুনঃস্থাপন করার সময় এখন।’
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে ফেনারবাচে। তাদের দাবি, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ক্লাব হিসেবে, ৩ কোটির বেশি সমর্থক নিয়ে যারা নিজেদের দেশের জাতীয় মূল্যবোধকে ধারণ করে, এই ক্লাব মাথা উঁচু করে দাঁড়াবে।’
এর আগে গত ২৯ ডিসেম্বর সৌদি আরবে হওয়ার কথা ছিল তুর্কি সুপার কাপের ফাইনাল। ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় য় মুস্তাফা কামাল আতার্তুকের ছবিসংবলিত টি-শার্ট পরতে চেয়েছিল দুদল। কিন্তু তাদের অনুমতি দেয়নি সৌদি আরব ফুটবলের কর্তারা।
সাম্প্রতিক সময়ে বেশি কিছু বিতর্কের জন্ম দিয়েছে তুর্কি ক্লাব ফেনারবাচে। গত মাসেই লিগ ম্যাচের পর এ ক্লাবের ফুটবলারদের ওপর আক্রমণ করে প্রতিপক্ষের সমর্থকেরা। সেই ঘটনার জেরে দুই ফুটবলারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
এ ঘটনার পর তুর্কি সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করার কথা জানিয়েছিল
ফেনারবাচে। যদিও শেষ পর্যন্ত তারা গ্রহণ করেনি। কিন্তু গালাতাসারাইয়ের বিপক্ষে ১ মিনিট পর মাঠ থেকে উঠে গিয়ে নতুনি বিতর্কের জন্ম দিল ক্লাবটি।
মন্তব্য করুন