স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে মেসিকে!

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করার পথে লিওনেল মেসি। এমএলএসে গোলের রাজা হয়েছেন, দলকেও তুলেছেন নতুন উচ্চতায়। কিন্তু ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মৌসুম, এরপর মার্চ পর্যন্ত মাঠে নামার সুযোগ নেই আর্জেন্টাইন তারকার। এই বিরতিকে কাজে লাগিয়ে এক ইউরোপিয়ান জায়ান্ট এখন ভাবছে এক অবিশ্বাস্য পদক্ষেপ— মাত্র চার মাসের জন্য মেসিকে দলে নেওয়ার চেষ্টা করছে তুরস্কের ক্লাব গালাতাসারাই।

স্প্যানিশ দৈনিক Mundo Deportivo-এর সূত্রে তুর্কি সংবাদমাধ্যম Fotomac জানিয়েছে, জানুয়ারির দলবদলের বাজারে মেসিকে স্বল্পমেয়াদি লোনে দলে টানতে চায় গালাতাসারায়। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি এখনো দারুণ ফর্মে আছেন— এমএলএসের নিয়মিত মৌসুমে করেছেন ২৯ গোল, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পাঁচটি বেশি।

ইন্টার মায়ামির মৌসুম এখনো প্লে-অফ পর্যায়ে চললেও, যদি তাদের অভিযান এখানেই থেমে যায়, তাহলে মার্চ পর্যন্ত মেসির কোনো ক্লাব ম্যাচ থাকবে না। আর সেই ফাঁকেই ইউরোপের কিছু ক্লাব চাইছে তাকে অল্প সময়ের জন্য টেনে নিতে, যেন আগামী গ্রীষ্মে আর্জেন্টিনার বিশ্বকাপ রক্ষার মিশনের আগে তিনি ফিটনেস ও ম্যাচ-রিদম ধরে রাখতে পারেন।

গালাতাসারাই নাকি ইতোমধ্যেই বিষয়টি নিয়ে পরিকল্পনা শুরু করেছে। ক্লাবটির কর্তারা “ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন” মেসির পরিস্থিতি। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে দেখা যেতে পারে তুর্কি ক্লাবটির জার্সিতে।

তাদের আকাঙ্ক্ষা যে অমূলক নয়, সেটি প্রমাণ করেছে সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডো। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দিয়ে গালাতাসারাই দলে টেনেছে ভিক্টর ওসিমেন, লিরয় সানে ও ইলকায় গুন্দোগানের মতো তারকাদের। এখন মেসিকে যুক্ত করা গেলে সেটি হবে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় অর্জনগুলোর একটি।

মেসির ক্যারিয়ারে স্বল্পমেয়াদি ইউরোপ ফেরা নতুন কিছু নয়। অতীতে ডেভিড বেকহ্যাম ও ইব্রাহিমোভিচও এমএলএস মৌসুমের বিরতিতে ইউরোপে লোনে গিয়েছিলেন। তবে মেসির মতো বিশ্বচ্যাম্পিয়নকে আবারও চ্যাম্পিয়ন্স লিগে দেখা গেলে তা হবে সম্পূর্ণ অন্য মাত্রার এক ঘটনা।

আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপই সম্ভবত মেসির শেষ আন্তর্জাতিক মঞ্চ। তাই সামনে যা আসছে, তা নিয়ে তিনি যতটা সম্ভব প্রস্তুত থাকতে চান। এখন দেখার বিষয়— মায়ামি থেকে ইস্তাম্বুল পর্যন্ত এই শীতকালীন সফর বাস্তবে পরিণত হয় কিনা।

সূত্র : Fotomac (তুরস্ক), Mundo Deportivo (স্পেন), GIVEMESPORT

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ৬০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করল চসিক

নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি : মির্জা ফখরুল

এক বছরে ৫০টি সড়ক নির্মাণের ঘোষণা চসিক মেয়রের

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে : প্রিন্স

সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক নয় : তানভীর হুদা

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ স্বামী, বাইরে থেকে দরজা আটকে দিলেন স্ত্রী

ছয় বছরের ছাত্রের গুলিতে আহত, আদালতের রায়ে চমকে গেলেন শিক্ষক

অস্ট্রেলিয়ায় পড়াশোনার নতুন দিগন্ত : বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সহজতর পথ

পাওয়া গেল মাকড়সার বিশাল আস্তানার সন্ধান

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

১০

ইসরায়েলের স্পর্শকাতর ভিডিও ফাঁস, মধ্যপ্রাচ্যে তোলপাড়

১১

বিমার ২৫ লাখ টাকা নিতে স্বামীকে ‘মৃত বানালেন’ স্ত্রী

১২

১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা কঠিন : আসিফ মাহমুদ

১৩

পতেঙ্গায় ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ আটক ৬

১৪

শ্রীমঙ্গলে কর্মবিরতি করে চা শ্রমিকদের মানববন্ধন

১৫

থানায় গিয়ে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন মাইকিং করা বড়ভাই

১৬

দেশের ককপিটে তরুণদের বসাতে চাই : জামায়াত আমির

১৭

না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নুর

১৮

চীনের সেই বিমানবাহী রণতরী প্রস্তুত, ঘুরিয়ে দিতে পারবে কি যুদ্ধের মোড়?

১৯

দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি : কাজী আলাউদ্দিন

২০
X