উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। ম্যাচের রেফারির নাম দেখে স্বস্তি পাচ্ছেন ফরাসি ক্লাবটি সমর্থকরা। আর লুইস এনরিকের দলের স্বস্তি মানেই বার্সার শঙ্কা।
এই স্বস্তি আর শঙ্কার কারণ রেফারি অ্যান্থনি টেলর। কারণ ইংলিশ এ রেফারি দায়িত্ব থাকলে ম্যাচ হারের না প্যারিসের ক্লাবটি। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে স্প্যানিশ জায়ান্টদের চেয়ে ফরাসি ক্লাবটিকে এগিয়ে রাখছেন অনেকে।
সেই তালিকায় আছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজের নামও। এ ম্যাচে পিএসজিকে ফেবারিট বলে ঘোষণা দিয়েছেন তিনি। গত বুধবার ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সে ম্যাচে রেফারি দায়িত্ব পালন করবেন টেলর। এ পর্যন্ত পিএসজির ৬টি ম্যাচ পরিচালনা করেছেন ৪৫ বছর বয়সী এই রেফারি। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে ফরাসি ক্লাবটি, অন্যটি হয় ড্র। টেলরের পরিচালনায় একমাত্র ড্র করা ম্যাচটি প্রতিপক্ষ বার্সা।
২০২০-২১ মৌসুমে ১-১ গোলে ড্র করে দুদল। তবে ন্যু-ক্যাম্পে ৪-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে বার্সেলোনা। বার্সার জার্সিতে এটি সেটি ছিল লিওনেল মেসির শেষ চ্যাম্পিয়নস লিগ ম্যাচ।
টেলরের পরিচালনায় ম্যাচ গুলোতে পিএসজি হারিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড, ইউক্রেনের শাখতার দোনেৎস্ক, ইতিলিয়ান দুই ক্লাব জুভেন্তাস ও আতালান্তাকে।
এর মধ্যে ২০১৯-২০ মৌসুমে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আতালান্তার বিপক্ষের ম্যাচটি হয় নিরপেক্ষ ভেুন্য পর্তুগালের লিসবনে। সেবার আরও দুবার টেলরের পরিচালিত ম্যাচে রিয়াল ও ডর্টমুন্ডকে হারায় পিএসজি।
২০১৫-১৬ মৌসুমে পায় শাখতারের বিপক্ষের জয়। জুভেন্টাসের বিপক্ষের জয়টি আসে ২০২২-২৩ মৌসুমে। ‘টেলর’ যদি পিএসজির জন্য যতটা সৌভাগ্যের, ঠিক ততটাই দুঃখের। ইংলিশ এই রেফারির পরিচালনায় চারটি ম্যাচ খেলেছে বার্সা। এর মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে তারা। গত মৌসুমে গ্রুপপর্বের ম্যাচে পোর্তোকে ১-০ গোলে হারিয়ে ছিল বার্সা।
সে ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের তরুণ তুর্কি গাভিকে দুই হলুদ কার্ডের লাল কার্ড দেখান রেফারি টেলর। এখন টেলরের ম্যাচ পরিচালনায় দুই ক্লাবের ভাগ্য কী আছে, সেটা জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।
মন্তব্য করুন