ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৮:২১ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেবল থেকে এক ম্যাচ দূরে কিংস

আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখাল বসুন্ধরা কিংস। ছবি : কালবেলা
আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখাল বসুন্ধরা কিংস। ছবি : কালবেলা

আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখাল বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপের সেমিফাইনালেও ধানমন্ডির ক্লাবটিকে হারিয়েছিল দলটি। মোহামেডানকে হারিয়ে সে আসরের শিরোপা ঘরে তোলে দলটি। ফেডারেশন কাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেই খেলবে কিংস।

বসুন্ধরা কিংসের কাছে হারটাই যেন আবাহনীর নিয়তি। সেটা কোন প্রক্রিয়ায় আসে—এ নিয়েই যা একটু কৌতূহল থাকে! চলতি মৌসুমে চার মোকাবিলায় শতভাগ হার পেশাদার লিগের সবচেয়ে সফল ক্লাবটির। ম্যাচগুলোতে ১১ গোল করা কিংস হজম করেছে মাত্র ১টি গোল। প্রিমিয়ার লিগের দুই লেগের স্কোরলাইন ছিল ২-০ ও ২-১। স্বাধীনতা কাপের সেমিফাইনালে হারতে হয়েছে ৪-০ গোলে। আকাশি-হলুদরা গতকাল হারল ৩-০ গোলে।

মৌসুম সূচনার আসর স্বাধীনতা কাপের পর প্রিমিয়ার লিগের শিরোপাও নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ট্রেবল হাতছানি দিচ্ছে হালের পরাশক্তিদের। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারাতে পারলে ঘরোয়া ট্রেবল কীর্তি গড়বে বসুন্ধরা কিংস।

ম্যাচের স্কোরশিটে রাকিব হোসেনের নাম খুঁজে পাওয়া যাবে না; কিন্তু বরাবরের মতো আলো ছড়ালেন জাতীয় দলের এ উইঙ্গার। দুই ব্রাজিলিয়ান রবসন রবিনিয়ো ও দোরিয়েলতন গোমেজের গোলের নেপথ্য কারিগর ২৫ বছর বয়সী এ ফুটবলার। যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান মোহাম্মদ ইব্রাহিম।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগাগোড়া আধিপত্য ছিল বসুন্ধরা কিংসের। যদিও ম্যাচের প্রথম সুযোগটা আবাহনী তৈরি করেছিল। সপ্তম মিনিটে ওয়াশিংটন ব্রান্দাওয়ের ক্রস ধরা কর্নেলিয়াস স্টুয়ার্ট কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে একা পেয়েছিলেন। কিন্তু দূরের পোস্ট দিয়ে বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন সেন্ট ভিনসেন্টের এ ফরোয়ার্ড। ১৫ মিনিটে দোরিয়েলতনের ক্রস শেখ মোরসালিনের পা ঘুরে আসে রাকিব হোসেনের কাছে; এ উইঙ্গারের শট আবাহনী গোলরক্ষক শহিদুল আলম ফেরাতে পারেননি। সামনে থাকা মোরসালিন সুযোগটা নিতে পারেননি।

২০ মিনিটে ডানদিক থেকে রাকিব হোসেনের ক্রস ধরা রবিনিয়ো বক্সের মধ্যে থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান (১-০)। ৭১ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন (২-০)। ম্যাচের যোগ করা সময়ে রবিনিয়োর ফ্রি-কিক আবাহনী গোলরক্ষক সহিদুল আলম ঠিকভাবে ফেরাতে পারেননি; সামনে থাকা মোহাম্মদ ইব্রাহিম ফাঁকা পোস্টে বল পাঠাতে ভুল করেননি (৩-০)। ২২ মে ময়মনসিংহে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X