ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৮:২১ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেবল থেকে এক ম্যাচ দূরে কিংস

আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখাল বসুন্ধরা কিংস। ছবি : কালবেলা
আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখাল বসুন্ধরা কিংস। ছবি : কালবেলা

আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখাল বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপের সেমিফাইনালেও ধানমন্ডির ক্লাবটিকে হারিয়েছিল দলটি। মোহামেডানকে হারিয়ে সে আসরের শিরোপা ঘরে তোলে দলটি। ফেডারেশন কাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেই খেলবে কিংস।

বসুন্ধরা কিংসের কাছে হারটাই যেন আবাহনীর নিয়তি। সেটা কোন প্রক্রিয়ায় আসে—এ নিয়েই যা একটু কৌতূহল থাকে! চলতি মৌসুমে চার মোকাবিলায় শতভাগ হার পেশাদার লিগের সবচেয়ে সফল ক্লাবটির। ম্যাচগুলোতে ১১ গোল করা কিংস হজম করেছে মাত্র ১টি গোল। প্রিমিয়ার লিগের দুই লেগের স্কোরলাইন ছিল ২-০ ও ২-১। স্বাধীনতা কাপের সেমিফাইনালে হারতে হয়েছে ৪-০ গোলে। আকাশি-হলুদরা গতকাল হারল ৩-০ গোলে।

মৌসুম সূচনার আসর স্বাধীনতা কাপের পর প্রিমিয়ার লিগের শিরোপাও নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ট্রেবল হাতছানি দিচ্ছে হালের পরাশক্তিদের। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারাতে পারলে ঘরোয়া ট্রেবল কীর্তি গড়বে বসুন্ধরা কিংস।

ম্যাচের স্কোরশিটে রাকিব হোসেনের নাম খুঁজে পাওয়া যাবে না; কিন্তু বরাবরের মতো আলো ছড়ালেন জাতীয় দলের এ উইঙ্গার। দুই ব্রাজিলিয়ান রবসন রবিনিয়ো ও দোরিয়েলতন গোমেজের গোলের নেপথ্য কারিগর ২৫ বছর বয়সী এ ফুটবলার। যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান মোহাম্মদ ইব্রাহিম।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগাগোড়া আধিপত্য ছিল বসুন্ধরা কিংসের। যদিও ম্যাচের প্রথম সুযোগটা আবাহনী তৈরি করেছিল। সপ্তম মিনিটে ওয়াশিংটন ব্রান্দাওয়ের ক্রস ধরা কর্নেলিয়াস স্টুয়ার্ট কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে একা পেয়েছিলেন। কিন্তু দূরের পোস্ট দিয়ে বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন সেন্ট ভিনসেন্টের এ ফরোয়ার্ড। ১৫ মিনিটে দোরিয়েলতনের ক্রস শেখ মোরসালিনের পা ঘুরে আসে রাকিব হোসেনের কাছে; এ উইঙ্গারের শট আবাহনী গোলরক্ষক শহিদুল আলম ফেরাতে পারেননি। সামনে থাকা মোরসালিন সুযোগটা নিতে পারেননি।

২০ মিনিটে ডানদিক থেকে রাকিব হোসেনের ক্রস ধরা রবিনিয়ো বক্সের মধ্যে থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান (১-০)। ৭১ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন (২-০)। ম্যাচের যোগ করা সময়ে রবিনিয়োর ফ্রি-কিক আবাহনী গোলরক্ষক সহিদুল আলম ঠিকভাবে ফেরাতে পারেননি; সামনে থাকা মোহাম্মদ ইব্রাহিম ফাঁকা পোস্টে বল পাঠাতে ভুল করেননি (৩-০)। ২২ মে ময়মনসিংহে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে মামলা

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

ঘুমের আগে কোন খাবার ও পানীয় খেলে ভালো ঘুম হবে

হাফেজি পাগড়ি পরা হলো না ওসমানের

গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে বার্সা

১০

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

১১

উত্তর আটলান্টিকে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

১২

জয় দিয়েই খাজাকে বিদায় বলল অস্ট্রেলিয়া

১৩

মুড়ি পার্টিতে নিয়ে স্কুলছাত্র নিহত

১৪

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

১৫

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৬

নাম প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছে ক্যাটরিনার ছেলে

১৭

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজায় কবীর ভূঁইয়া

১৮

উচ্চ রক্তচাপ কোনো রোগ নয়, এটি একটি সতর্ক সংকেত

১৯

আলোচিত রুবেল হত্যা মামলা / ১৯ বছর পর রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

২০
X