প্রায় এক মাস ধরে ইনজুরি আক্রান্ত ফ্রেঙ্কি ডি ইয়ং। খেলা হচ্ছে না বার্সেলোনার জার্সিতে। ডাচ এই মিডফিল্ডারকে দলে রেখেই ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
ইউরোর এবারের আসরে ২৬ জন ফুটবলারের স্কোয়াড দিতে পারবে দলগুলো। আর ৩০ জনের দল দিয়েছে ডাচরা। আগামী ৭ জুনের মধ্যে ফুটবলার কমিয়ে চূড়ান্ত দল দিতে নেদারল্যান্ডসকে।
প্রাথমিক দলে ডাক পেলেও ফিটনেস পরীক্ষায় উতরে গেলেই বার্সা তারকা জায়গা পাবেন চূড়ান্ত দলে। ডাচদের ইউরোর এই দলে আরও আছেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিফাকে খেলা জর্জিনিও ভাইনালদামও। ৯ মাস বিরতির পর গত মার্চে আন্তর্জাতিক ফুটবলে ফেরেন সাবেক এই অধিনায়ক।
নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন ২৯ মে ঘোষণা করা হবে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড। চলতি বছর ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নপিশ। ১৬ জুন পোলান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে নেদারল্যান্ডস। ফ্রান্স এবং অস্ট্রিয়াও আছে এই গ্রুপে।
নেদারল্যান্ডসের প্রাথমিক দল
গোলকিপার: মার্ক ফ্লেকেন, জাস্টিন বিলো, বার্ট ভারব্রাগেন, নিক ওলি। ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক, নাথান আকে, ডেনজেল ডামফ্রাইস, ডেলি ব্লিন্ড, জেরেমি ফ্রিমপং, মাথিয়াস ডি লিট, লুটশারেল গার্টরুইডা, মিকি ফন দি ফেন, ইয়ান মাতসেন, স্টেফান দি ভিজ। মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং, রায়ান গ্রাভেনবার্খ, টিয়ানি রেইনডার্স, টিউন কুপমেইনার্স, মার্টেন ডি রুন, জাভি সিমন্স, জার্ডি শাউটেন, জোয়ে ভিরম্যান, কুইন্টেন টিম্বার, জর্জিনিও ভাইনালডাম। ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই, স্টেভেন বার্গউইন, কোডি গাকপো, ব্রায়ান ব্রবি, ভাউট ভেগহোর্স্ট, ডনিয়েল ম্যালেন।
মন্তব্য করুন