স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৮:১৬ এএম
আপডেট : ০২ জুন ২০২৪, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

কোপার শীর্ষ গোলদাতার তালিকায় কত নম্বরে মেসি?

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি তর্কাতীতভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। তবে কোপা আমেরিকার শীর্ষ গোলদাতার তালিকার একটু পেছনে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

কোপা আমেরিকা আর্জেন্টিনা ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে মর্যাদাপূর্ণ আসর। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে সর্বপ্রথম এই ট্রফিটি ছুঁয়েছেন মেসি। এরপর কাতারে যেতেন আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ট্রফি।

এবার কোপার রাখার মিশন আর্জেন্টাইনদের। আগামী ২১ জুন থেকে বসবে কোপা আমেরিকার ৪৮ তম আসর। হতে পারে এটি মেসির সর্বশেষ কোপা। ল্যাটিন আমেরিকার মহাদেশীয় এই টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি মেসির সামনে। তিনি কি পারবেন, কুপার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে?

আর কোপা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা ১০ ফুটবলারের মধ্যে মেসির অবস্থান কোথায়?

কোপা আমেরিকায় এ পর্যন্ত ১৩টি গোল করেছেন মেসি। তার সমান ১৩ গোল রয়েছে আরও ৫ জনের। এদের মধ্যে দুজন তার স্বদেশি গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১৯৯১ ও ১৯৯৩ টানা আসরে আর্জেন্টিনাকে কোপার শিরোপা জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাতিগোল খ্যাত এই আর্জেন্টাইন।

অন্যজন হোসে ম্যানুয়েল মোরেনো। 'এল চারো' নামে পরিচিত মোরেনো ১৯৪২ সালের আসরে গোল্ডেন বুট জেতেন। এ ছাড়া কোপা আমেরিকার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডটি তার দখলে। ইকুয়েডরের বিপক্ষে মাত্র ১০ মিনিটে ৩ গোল করেছিলেন তিনি৷

এ ছাড়া ১৩টি করে গোল করেছেন হেক্টর স্কারোন (উরুগুয়ে), জাইর (ব্রাজিল), অ্যাডমির (ব্রাজিল)। ১৪ টি করে গোল করে তালিকার পরের স্থানে আছেন এডুয়ার্ডো ভার্গাস (চিলি), পাওলো গুয়েরেরো। এ ছাড়া সেভেরিনো ভারেলা (উরুগুয়ে), লোলো ফার্নান্দেজ (পেরু) ১৫টি করে গোল করে আছেন তালিকার দ্বিতীয়তে।

আর ১৭টি গোল করে তালিকার শীর্ষে আছেন ব্রাজিলিয়ান তারকা জিজিনহো। ১৯৪২ থেকে ১৯৫৭ সালে কোপা আমেরিকার ৬ আসরে ৩৩ ম্যাচে এই গোলগুলো করেন তিনি।

এ পর্যন্ত ৩৪ ম্যাচে ১৩ গোল করেছেন মেসি। প্রতি ২২৪ মিনিটে করেছেন একটি গোল। আর তার অ্যাসিস্ট ১৭টি। এরই মধ্যে কোপা আমেরিকায় সর্বোচ্চ গোল সহায়তার তালিকার শীর্ষ উঠেছেন তিনি। এবার সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে ওঠার সুযোগ তার।

আর চার গোল করলেই ব্রাজিলিয়ান তারকা জিজিনহোর ১৭ গোলে রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। ৫ গোল পেলেই উঠে যাবেন কোপার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার শীর্ষে। কোপায় সম্ভাব্য নিজের শেষ আসরে আর্জেন্টাইন তারকা পারবেন তো এ ইতিহাস গড়তে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাই

ড্রোন হামলায় ২১ বছরের তরুণ নিহত

জকসু নির্বাচনে ভোট গণনা পদ্ধতি নিয়ে জবিশিস ও ইউটিএলের পাল্টাপাল্টি মতামত

মার্কিন আইনপ্রণেতাদের চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

‘হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম’

জবি শিক্ষক সমিতির নেতৃত্বে রইছ-ইমরানুল

এক বছরে চট্টগ্রাম নগরীতে সড়কে প্রাণহানি ১৩৭

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

আগামীকাল সন্ধ্যা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে ভিজিটর প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১০

মধুর ক্যান্টিনে ভাঙচুর

১১

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে চট্টগ্রামে বিএনপির ‘গণ যাত্রা’

১২

ইউসেপ বাংলাদেশের আয়োজনে জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

১৩

বড়দিন উপলক্ষে মেহজাবীনের সম্প্রতি বার্তা

১৪

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

১৫

আ.লীগের বিষয়ে ড. ইউনূসকে যা বললেন মার্কিন ৫ কংগ্রেসম্যান

১৬

ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট হলেন সৈয়দ নাসের বখতিয়ার

১৭

দেশে ফেরার জন্য কেন ২৫ ডিসেম্বর বেছে নিলেন তারেক রহমান, জানালেন মাহদি আমিন

১৮

অবসরপ্রাপ্তরা ৩ বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট

১৯

চার দিনব্যাপী রিহ্যাব মেলা ২০২৫, আশিয়ান সিটির স্টল নং-৮

২০
X