

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া সব ধরনের সহযাত্রী বা ভিজিটর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ স্বাক্ষরিত পত্রে বলা হয়, ‘যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সব যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতিত সকল সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।’
এদিকে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রার অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এক বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, ‘২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-তে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে। এমতাবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল সম্মানিত যাত্রীদের এ দিন পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার লন্ডন থেকে সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ দিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এ সময় তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করবেন।
মন্তব্য করুন