ফ্রান্স এবং পিএসজি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাটক যেন থামছেই না। পিএসজিতে থাকবেন নাকি পাড়ি জমাবেন অন্য কোথাও—এ প্রশ্নের উত্তর জানতেই সবার যত কৌতূহল। যদিও এমবাপ্পে চান আরেক মৌসুম পিএসজিতে থাকতে, তবে এর মধ্যেই ফরাসি ক্লাবটি তাদের প্রাক-মৌসুমের জাপান সফরের দল থেকে তারকা এই ফুটবলারকে বাদ দিয়েছে।
সর্বশেষ কয়েক মৌসুম ধরেই দলবদলের সময় এলেই গুঞ্জন ওঠে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার। চলমান দলবদলে স্বয়ং এমবাপ্পে নিজেই সেই গুঞ্জন জোরোলো করেছেন। ক্লাব ছাড়ার জন্য ফরাসি ক্লাবকে চিঠি দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। জানিয়ে দিয়েছেন আরেক মৌসুম পিএসজিতে খেলার পর ক্লাব ছেড়ে চলে যাবেন ফ্রিতে। সংবাদমাধ্যমগুলোর মতে আরেক মৌসুম পিএসজিতে থাকলে মোটা অঙ্কের বোনাস পাবেন তিনি।
কিন্তু পিএসজি চায় না এমবাপ্পেকে ফ্রিতে ছাড়তে তাই এমবাপ্পের কাছে আল্টিমেটাম দিয়েছে পিএসজি হয় নতুন চুক্তি সই কর, না হলে ক্লাব ছাড়ো। নতুন চুক্তি সই করার জন্য তাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল ১৫ জুলাই পর্যন্ত। চুক্তি সই না করায় এমবাপ্পেকে ছাড়াই প্রাক-মৌসুমের অংশ হিসেবে এশিয়ার দেশ জাপান সফর করবে ফরাসি ক্লাবটি। জাপান সফরে পিএসজি আল নাসর, সেরোজো ওসাকা, ইন্টার মিলান এবং জাপান ফুটবল দলের সঙ্গে খেলবে।
এমবাপ্পেকে শুধু সফরের দল থেকে বাদ দিয়েই থামেনি কাতার মালিকাধীন ক্লাবটি। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের দাবি কিলিয়ান এমবাপ্পেকে ট্রান্সফার মার্কেটে তোলার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। যা আজ থেকে শুরু হতে যাচ্ছে। পিএসজির সোর্সগুলো বলছে এমবাপ্পে ইতিমধ্যে ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার জন্য চুক্তি করেছেন যা পিএসজিকে প্রতারিত করেছে বলে পিএসজি কর্তৃপক্ষের দাবি। এছাড়াও পিএসজি বোর্ড এমবাপ্পের কাছে ' হয় নতুন চুক্তি স্বাক্ষর করো অথবা ক্লাব ছাড়ো ' এমন সিদ্ধান্ত জানানোর জন্য জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছিল কিন্তু কোনো জবাব আসেনি। তারা যেকোনো ক্লাবের সঙ্গে এই তারকা ফুটবলারকে নিয়ে আলোচনার জন্য আগ্রহী। পিএসজির ক্লিয়ার মেসেজ, " কেউই ক্লাবের চেয়ে বড় নন। " পিএসজি একজন ফুটবলারের জন্য থেমে থাকতে চায় না।
মন্তব্য করুন