ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে জাপান অবস্থান করছে। কিন্তু অবাক করার বিষয় হলো এশিয়া সফরে কিলিয়ান এমবাপ্পেকে সঙ্গে আনেনি লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। ফরাসি তারকাকে চাপে রাখায় পিএসজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি জানিয়েছে দেশটির পেশাদার ফুটবলারদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অফ প্রফেশনাল ফুটবলার্স (ইউএনএফপি)।
শনিবার (২২ জুলাই) ফ্রান্সের পেশাদার ফুটবল খেলোয়াড়দের প্রধান ট্রেড ইউনিয়ন ইউএনএফপি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেয়, দেশের আইন অনুযায়ী প্রত্যেক কর্মীর জন্য ইতিবাচক ও সহায়ক কর্ম পরিবেশ তৈরি করা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
কিলিয়ান এমবাপ্পেকে ক্লাব ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় দিয়েছিল পিএসজি এমন খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মূলত ফরাসি বিশ্বকাপ জয়ী তারকাকে বিক্রি করার প্রক্রিয়া হিসেবে এশিয়া সফরের দলের বাইরে রাখা হয়েছে বলে দাবি ফরাসি সংবাদমাধ্যমগুলোর।
ইউএনএফপির বিবৃতি জানায়, ‘সকল পেশাদার খেলোয়াড়কে সমানভাবে সুযোগ দিতে হবে। এটি সম্পর্কে সকল ক্লাবই অবগত আছেন। তবুও পিএসজির ক্লাব পরিচালককে আমরা মনে করিয়ে দিচ্ছি, এমবাপ্পের সঙ্গে যা করা হয়েছে সেটি ‘নৈতিক হয়রানি’র মতো কাজ। কোনোভাবেই তার ওপর চাপ প্রয়োগ করে ক্লাব ছাড়তে বাধ্য করার বিষয়টিকে ফরাসি আইন কখনো সমর্থন করে না।’
বিবৃতিতে আরও জানায়, ‘কোনো ক্লাব এই ধরনের আচরণ করলে তাদের বিরদ্ধে নাগরিক ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অধিকার আছে ফরাসি পেশাদার ফুটবলারদের সংগঠনটির।’
মন্তব্য করুন