স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১০:২৯ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদো কি পর্তুগালের জন্য বোঝা?

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

আর কিছুক্ষণ পরেই ইউরোর এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আসরের অন্যতম ফেভারিট দল পর্তুগাল। অনেক বিশেষজ্ঞ এবারের পর্তুগিজ দলকে তাদের ইতিহাসের অন্যতম সেরা দল বলে মানছেন।

তবে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ম্যাচের আগে অবশ্য পর্তুগাল দলের সামনে বড় এক প্রশ্ন উঠে এসেছে। তাদের সেই ইতিহাস সেরা দল কি নিজেদের কিংবদন্তির কারণেই এবার শিরোপা বঞ্চিত হবে?

বলা হচ্ছে পর্তুগাল ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। বয়স ৩৯ পেরোলেও এখনো পাঁচ বারের ব্যালন ডিঅর জয়ী নিজেকে পর্তুগাল দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেন। সমস্যাটা ঠিক এই জায়গাতেই। কারণ, বেশিরভাগ পর্তুগিজ সমর্থকদের ধারণা রোনালদোর কথাতেই চলছে পর্তুগিজ দল আর যা দলটির শিরোপার সুযোগ কমিয়ে দেবে।

২০২২ সালের কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরই অনেকেই ধারণা করছিল যে রোনালদো অবসরে যাবেন। তবে সেই ধারণা ভুল প্রমাণ করে রোনালদো এখনো পর্তুগাল দলের প্রথম নাম। আজকে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নামলে তিনি রেকর্ড ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবেন।

পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজ রোনালদো সম্পর্কে বলেন, বেশিরভাগ ফুটবলারের ক্ষেত্রে বয়স হলে শরীর ছেড়ে দেয়। তবে রোনালদোর ক্ষেত্রে হচ্ছে উল্টো তিনি ৩৯ বছর বয়সেও ১৮ বছরের তরুণের মতো চিন্তা ভাবনা তার। সে ২০ বছর ধরে জাতীয় দলে আছে যা অবশ্যই অন্যতম।

কিন্তু এখনো ৩৯ বছর বয়স সত্ত্বেও রোনালদো জানিয়েছেন অবসরের চিন্তা তার মাথায় নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই খেলোয়াড় জানিয়েছেন তার লক্ষ্য পর্তুগালের হয়ে ২৫০ ম্যাচ খেলা সে হিসেবে তার এখনও অনেক ম্যাচ বাকি। কারণ, মাত্র ২০৭ ম্যাচ খেলেছেন তিনি।

২৫০ ম্যাচের মাইলফলক অর্জন করতে হলে তার খেলা নিয়ে যে সমালোচনা হচ্ছে তাও মেনে চলতে হবে। কারণ, অনেকের বিশ্বাস তিনি না খেললে পর্তুগাল ভালো খেলে।

অবশ্য এটি নতুন নয়। পর্তুগালের আগের কোচ সান্তোসের মতো মার্তিনেজও একই প্রশ্নের সম্মুখীন।

পর্তুগালের বিখ্যাত ফুটবল বিশেষজ্ঞ সোফিয়া অলিভিয়েরা রোনালদো সম্পর্কে বলেন, মানলাম পর্তুগালকে রোনালদো অনেক কিছু দিয়েছে তবে এই বয়সেও পর্তুগালের হয়ে শুরু থেকে খেলা রোনালদোর উচিত নয়। অবশ্য এই বিষয়টি রোনালদো নিজে বুঝলে দলের জন্য আরও ভালো হবে।

তবে এই মৌসুমের ইউরো বাছাইয়ে পর্তুগালের তৃতীয় সর্বোচ্চ মিনিট খেলার পরেও এবং ইউরো বাছাইয়ে ১০ গোল করার পরেও বেশিরভাগ মানুষের ধারণা রোনালদো দলের জন্য এখনো অনেক বড় বোঝা।

এটি ছাড়াও এই মৌসুমে পর্তুগালের ৯-০ গোলের জয়ের ম্যাচও এই বিতর্ক আরও উস্কে দিয়েছে। কারণ এই ম্যাচে ছিলেন না রোনালদো।

মার্তিনেজ অবশ্য রোনালদোকে নিয়ে বিতর্কে যেতে চাননি। স্প্যানিশ এই কোচের ভাষ্য, রোনালদোকে ছাড়া পর্তুগাল জিততে প্রস্তুত।

ইউরোর আগে পর্তুগালের খেলা তিনটি প্রীতি ম্যাচের মাত্র একটিতে ছিলেন রোনালদো আর সেই ম্যাচে তিনি জোড়া গোল করেছেন। তার সেই ম্যাচের পারফরম্যান্স প্রশ্ন তুলেছে যে, রোনালদো এখনও পর্তুগিজ দলের জন্য গুরুত্বপূর্ণ।

তবে এক্ষেত্রে সোফিয়ার ভাষ্য মতে, রোনালদো যদি বেঞ্চ থেকে মাঠে নামে তাহলে হয়ত দলের হয়ে অবদান রাখতে পারবে।

অবশ্য সিআরসেভেন দলের জন্য কি করতে পারেন তা বাংলাদেশ সময় রাত একটাতেই দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে কী হয় জেনে নিন

ডুবুরিদের ৩ ঘণ্টার চেষ্টাতেও সন্ধান মেলেনি শিশু নাজিমের

ভাত ছেড়ে দিলেই কি ওজন কমবে? যা বলছেন পুষ্টিবিদ

কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ খান

‘বিয়ে করলেও সুখী হতাম না’ চিরকুট লিখে প্রাণ দিলেন নাসরিন

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

ড্যাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

২০ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

১৩

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী?

১৪

টিভিতে আজকের খেলা

১৫

চক্ষু বিশেষজ্ঞ বিভাগে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

১৬

দিনাজপুরে প্রজন্ম লীগ নেতা তৈবুর গ্রেপ্তার

১৭

ইতালি যাওয়ার এক দিন পরই বাংলাদেশির মৃত্যু

১৮

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৯

সেলস ম্যানেজার পদে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

২০
X