মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

নতুন কোন প্রযুক্তিতে বাতিল লুকাকুর গোল?

গোল বাতিল হওয়ার পর হতাশ লুকাকু। ছবি : সংগৃহীত
গোল বাতিল হওয়ার পর হতাশ লুকাকু। ছবি : সংগৃহীত

ইউরো কাপের প্রথম অঘটনের শিকার হয় বেলজিয়াম। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা স্লোভাকিয়ার কাছে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেছে রেড ডেভিলরা।

এ ম্যাচে দেখা গেল নতুন এক প্রযুক্তির। মাঠে ম্যাচ চলাকালে ফুটবলার বল হাত দিয়ে ছুঁয়েছেন কি না, ছুঁলেও কতটা বদলেছে বলের গতিপথ, বদলে যাওয়া গতিপথ কাজে লাগিয়ে গোল করতে কতটা সুবিধা পেয়েছেন, এর সবই ধরা পড়ল এক প্রযুক্তিতে।

শুরুতে স্লোভাকিয়ার বিপক্ষে পিছিয়ে বেলজিয়ামের হয়ে গোল করেছিলেন দলের সেরা স্ট্রাইকার রোমেলু লুকাকু। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) প্রযুক্তিতে বাতিল হয় সেই গোল। এই প্রথমবারের মতো ক্রিকেটের প্রযুক্তি দেখা গেল আন্তর্জাতিক ফুটবলে।

ম্যাচের ৮৬ মিনিটে বদলি হিসাবে মাঠে নামানো হয় বেলজিয়ামের লুইস ওপেনডা। এরপর একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকেন পড়েন স্লোভাকিয়ার ডি-বক্সে। ওপেনডা বল পাস দেন লুকাকুকে। আগে থেকে ডি-বক্সে দাঁড়িয়ে থাকা বাঁ পায়ের শটে গোল করেন লুকাকু।

তবে সেই গোলও বাতিল হয়। পরে ভার-এ দেখা যায় ওপেনডা হ্যান্ডবল করেছিলেন। নতুনত্ব দেখা গেল ভার প্রযুক্তিতে। ব্যবহার করা হল ‘স্নিকোমিটার’ প্রযুক্তি। সাধারণত এই প্রযুক্তি সাধারণত ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দেখা যায়।

এই প্রযুক্তিতে বোঝা যায় দুটি বস্তুর মধ্যে স্পর্শ হয়েছে কি না। অর্থাৎ এলবিডব্লিউ বা ক্যাচের ক্ষেত্রে বল ব্যাটে লেগেছে না প্যাডে, তা বোঝা যায় এই প্রযুক্তিতে।

ইউরোতে বেলজিয়াম-স্লোভাকিয়া ম্যাচেও ব্যবহার করা হয় এই প্রযুক্তি। তাতে দেখা যায়, দৌড়ানোর সময় হাত দিয়ে বল হাতে স্পর্শ ওপেনডা। যার ফলে বলের গতিপথ খানিকটা বদলে যায়। ফলে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়তে সুবিধা হয় তার। এ কারণে লুকালুর করা গোলটি বাতিল করেন ম্যাচের রেফারি উমুট মেলার।

এর আগে ভার প্রযুক্তি ব্যবহার করা হলেও ফুটবলে স্নিকোমিটার ব্যবহার করা হয়নি। ইউরো কাপ শুরু হওয়ার আগে আয়োজকরা জানিয়েছিলেন, এই প্রযুক্তি রেফারিদের সিদ্ধান্ত নিতে আরও সাহায্য করবে। ইউরো কাপে ব্যবহৃত বলে বিশেষ ধরনের এক চিপ রয়েছে।

সেই চিপের সাহায্যে সব তথ্য পৌঁছে যা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকা দলের কাছে। সেই তথ্য রেফারিকে জানিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রতিযোগিতার নবম ম্যাচেই দেখা গেল নতুন এই প্রযুক্তি। আর এতে কপাল পুড়ল বেলজিয়ামের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেতাকে গুলি, দেশত্যাগ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন নার্গিস

আপনার একটি ভোটে নির্ধারণ হবে আগামী পাঁচ বছরের ভাগ্য : সেলিমুজ্জামান

জার্নাল ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন / ‘নিকডু’ একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে, প্রত্যাশা চিকিৎসকদের

রাতে অভিযান চালিয়ে আ.লীগের তিন নেতাকে গ্রেপ্তার

সংখ্যালঘু ঐক্যমোর্চার বিক্ষোভ / সহিংসতা-নৃশংসতায় তীব্র ক্ষোভ, জড়িতদের শাস্তি দাবি

শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

রাতে সড়কে ঝরল তাজা তিন প্রাণ

এবার সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর

রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

১০

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

১১

পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

১২

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

১৩

ঢাকা কলেজ ছাত্রদলের ‘ভিন্নরকম’ কর্মসূচি

১৪

জামায়াতের এক নেতা বহিষ্কার

১৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাবেন বরিশালের পাঁচ লক্ষাধিক নেতাকর্মী

১৬

বিলের লিজের টাকা চাওয়ায় জমির মালিকদের বাড়িঘরে হামলা

১৭

গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ডেনমার্কের

১৮

২০২৬ বিশ্বকাপের স্বপ্নে বিভোর নেইমার

১৯

এবার আগরতলা-শিলিগুড়িতেও ভিসা কার্যক্রম বন্ধ

২০
X