স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

নতুন কোন প্রযুক্তিতে বাতিল লুকাকুর গোল?

গোল বাতিল হওয়ার পর হতাশ লুকাকু। ছবি : সংগৃহীত
গোল বাতিল হওয়ার পর হতাশ লুকাকু। ছবি : সংগৃহীত

ইউরো কাপের প্রথম অঘটনের শিকার হয় বেলজিয়াম। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা স্লোভাকিয়ার কাছে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেছে রেড ডেভিলরা।

এ ম্যাচে দেখা গেল নতুন এক প্রযুক্তির। মাঠে ম্যাচ চলাকালে ফুটবলার বল হাত দিয়ে ছুঁয়েছেন কি না, ছুঁলেও কতটা বদলেছে বলের গতিপথ, বদলে যাওয়া গতিপথ কাজে লাগিয়ে গোল করতে কতটা সুবিধা পেয়েছেন, এর সবই ধরা পড়ল এক প্রযুক্তিতে।

শুরুতে স্লোভাকিয়ার বিপক্ষে পিছিয়ে বেলজিয়ামের হয়ে গোল করেছিলেন দলের সেরা স্ট্রাইকার রোমেলু লুকাকু। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) প্রযুক্তিতে বাতিল হয় সেই গোল। এই প্রথমবারের মতো ক্রিকেটের প্রযুক্তি দেখা গেল আন্তর্জাতিক ফুটবলে।

ম্যাচের ৮৬ মিনিটে বদলি হিসাবে মাঠে নামানো হয় বেলজিয়ামের লুইস ওপেনডা। এরপর একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকেন পড়েন স্লোভাকিয়ার ডি-বক্সে। ওপেনডা বল পাস দেন লুকাকুকে। আগে থেকে ডি-বক্সে দাঁড়িয়ে থাকা বাঁ পায়ের শটে গোল করেন লুকাকু।

তবে সেই গোলও বাতিল হয়। পরে ভার-এ দেখা যায় ওপেনডা হ্যান্ডবল করেছিলেন। নতুনত্ব দেখা গেল ভার প্রযুক্তিতে। ব্যবহার করা হল ‘স্নিকোমিটার’ প্রযুক্তি। সাধারণত এই প্রযুক্তি সাধারণত ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দেখা যায়।

এই প্রযুক্তিতে বোঝা যায় দুটি বস্তুর মধ্যে স্পর্শ হয়েছে কি না। অর্থাৎ এলবিডব্লিউ বা ক্যাচের ক্ষেত্রে বল ব্যাটে লেগেছে না প্যাডে, তা বোঝা যায় এই প্রযুক্তিতে।

ইউরোতে বেলজিয়াম-স্লোভাকিয়া ম্যাচেও ব্যবহার করা হয় এই প্রযুক্তি। তাতে দেখা যায়, দৌড়ানোর সময় হাত দিয়ে বল হাতে স্পর্শ ওপেনডা। যার ফলে বলের গতিপথ খানিকটা বদলে যায়। ফলে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়তে সুবিধা হয় তার। এ কারণে লুকালুর করা গোলটি বাতিল করেন ম্যাচের রেফারি উমুট মেলার।

এর আগে ভার প্রযুক্তি ব্যবহার করা হলেও ফুটবলে স্নিকোমিটার ব্যবহার করা হয়নি। ইউরো কাপ শুরু হওয়ার আগে আয়োজকরা জানিয়েছিলেন, এই প্রযুক্তি রেফারিদের সিদ্ধান্ত নিতে আরও সাহায্য করবে। ইউরো কাপে ব্যবহৃত বলে বিশেষ ধরনের এক চিপ রয়েছে।

সেই চিপের সাহায্যে সব তথ্য পৌঁছে যা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকা দলের কাছে। সেই তথ্য রেফারিকে জানিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রতিযোগিতার নবম ম্যাচেই দেখা গেল নতুন এই প্রযুক্তি। আর এতে কপাল পুড়ল বেলজিয়ামের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X