স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৪:১৬ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শক্তি দেখাতে মরিয়া জার্মানি, প্রস্তুত ইতালি

ইতালি-সুইজারল্যান্ড ও ডেনমার্ক-জার্মানির লড়াই। ছবি : সংগৃহীত
ইতালি-সুইজারল্যান্ড ও ডেনমার্ক-জার্মানির লড়াই। ছবি : সংগৃহীত

শনিবার রাতে শুরু ইউরো কাপের নটআউট পর্ব। শেষ ষোলোর লড়াইয়ে রাত ১০টায় ইতালির প্রতিপক্ষ সুইজারল্যান্ড। স্বাগতিক জার্মানি খেলবে ডেনমার্কের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় হবে এই ম্যাচ।

স্কটল্যান্ডের বিপক্ষে পাঁচ গোলের জয়ে ইউরো কাপ শুরু করেছিল জার্মানি। জয় পেয়েছিল হাঙ্গেরির বিপক্ষেও। সুইজারল্যান্ডের কাছে থেমে জার্মানদের জয়রথ। শেষ ষোলোয় স্বাগতিকদের সামনে ডেনমার্ক।

ইউরো কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি জার্মানি ও ডেনমার্ক। এ-গ্রুপে জার্মানরা স্কটল্যান্ড, হাঙ্গেরিকে হারালেও ড্র করে সুইজারল্যান্ডের বিপক্ষে। অন্য দিকে, সার্বিয়া, স্লোভেনিয়া এবং ইংল্যান্ড... তিন দলের বিপক্ষেই ড্র করে ডেনিশরা।

২০২৬ সালের পর বড় প্রতিযোগিতার নকআউট পর্বে জেতা হয়নি জার্মানির। গত আসরে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। ডেনমার্ক খেলেছিল সেমিফাইনাল।

কার্ড সমস্যার কারণে এ ম্যাচে খেলতে পারবেন না জার্মানির সেন্টার ব্যাক জোনাথন। হ্যামস্ট্রিংয়ে চোট আছে আন্তোনিও রুডিগারের। যদিও শুক্রবার অনুশীলনে যোগ দেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর ছয় দিনের বিরতি পেয়েছে জার্মানরা। এই সুযোগ বিশ্রামটা ভালোই হয়েছে স্বাগতিকদের। ফুটবলারদের এক দিনের ছুটিও দেন জার্মানির কোচ।

এদিকে ২০০৭ সালের পর জার্মানিকে হারাতে পারেনি ডেনমার্ক। আবার শেষ চার ম্যাচে ডেনিশদের বিপক্ষে জয় পায়নি জার্মানরা, চার ম্যাচই ড্র হয়। তবে শনিবার ড্রয়ের কোনো সুযোগ নেই। যে কোনো একটি দল বিজয়ীর হাসি হাসতেই হবে।

পেটের সমস্যার কারণে শুক্রবার অনুশীলনে যোগ দেননি ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। তবে ম্যাচের দিন তার খেলতে সমস্যা হবে না বলে জানিয়েছেন দলের কোচ।

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন ইতালির খেলা মন ভরাতে পারেনি সমর্থকদের। আলবেনিয়ার বিপক্ষে জিতলেও স্পেনের দাপুটে ফুটবলের কাছে হার মানে তারা। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইতালিয়ানরা।

তাদের মাঠের ফুটবলে দলকে নিয়ে খুব বেশি আশা করছেন না কেউই। যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের অতীত রেকর্ড খুবই ভালো। গত ৩১ বছরে সুইসদের কাছে হারেনি ইতালিয়ানরা।

সর্বমোট ৬১ দেখায় সুইজারল্যান্ড জিতেছে মাত্র ৮ ম্যাচে। এ ম্যাচের আগে বিশেষ একটা অনুপ্রেরণা কাজ করছে ইতালিয়ানদের। বার্লিনের যে স্টেডিয়ামে সুইসদের বিপক্ষে খেলতে নামেবে ইতালি, সেখানেই ২০০৬ বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা।

অপর দিকে, সুইজাররল্যান্ডের অনেক ফুটবলার ইতালিয়ান লিগে খেলেন। শেষ ষোলোর লড়াইয়ে এটাকে কাজে লাগাতে চান সুইস কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

১০

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

১১

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

১২

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১৩

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১৪

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১৫

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৬

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৭

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৮

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৯

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

২০
X