সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্রীড়াঙ্গনে জবাবদিহি চাই’

কামরুন নাহার ডানা ও শেখ মো. আসলাম। ছবি : সংগৃহীত
কামরুন নাহার ডানা ও শেখ মো. আসলাম। ছবি : সংগৃহীত

গত কয়েক বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিনকে নিয়ে ব্যাপক ট্রল হয়েছে। ট্রল যদিও কোনোকিছুর মাপকাঠি নয়, এর পরও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে খতিয়ে দেখা হয়নি জনপ্রিয় দুটি খেলায় কি হচ্ছে! অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবকিছু খতিয়ে দেখার দাবি উঠেছে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা এ সম্পর্কে বলেছেন, ‘ক্রীড়াঙ্গন তো ক্রীড়াবিদদের জায়গা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, ক্রীড়াঙ্গন নিয়ন্ত্রণ করছেন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা। আমরা চাই রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন। আশা করছি, এখানেও প্রয়োজনীয় সংস্কার হবে।’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এ উপদেষ্টার হাত ধরে ক্রীড়াঙ্গনে প্রয়োজনীয় সংস্কার হবে বলে আশা করছেন সাবেক ক্রীড়াবিদরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সংস্কারের দাবি উঠেছে আগেই। সেটা পূর্ণতা পেয়েছে রাষ্ট্রক্ষমতা পালাবদলের পর। বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবি করা হচ্ছিল। দাবির মুখে বৃহস্পতিবার রাতে বাফুফে সিনিয়র সহসভাপতির পদ ছেড়েছেন আব্দুস সালাম মুর্শেদী। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদ ছেড়েছেন। ২০০৮ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। আব্দুস সালাম মুর্শেদীর পদত্যাগকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। অনেকের মতে, এটা ইতিবাচক এবং সংস্কারের সূচনা।

সাবেক জাতীয় ফুটবলার শেখ মো. আসলাম ক্রীড়াঙ্গনে জবাবদিহির ডাক দিলেন। সাবেক এ স্ট্রাইকারের কথায়, ‘ক্রীড়াঙ্গনে জবাবদিহির প্রচণ্ড অভাব। বছরের পর বছর ব্যর্থতার পরও চেয়ার আঁকড়ে ধরে আছেন। এ জায়গায় পরিবর্তন জরুরি।’ ২০০৮ সাল থেকে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী মো. সালাহউদ্দিন। আসন্ন নির্বাচনেও তার প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু পট পরিবর্তনের পর সাবেক এ তারকা আদৌ নির্বাচনী লড়াইয়ে নামবেন কি না পরিষ্কার নয়।

পরিবর্তন এবং সংস্কারের দাবিতে গতকাল রাজধানীর এক হোটেলে একত্রিত হয়েছিলেন অ্যাথলেটিকসের সাবেক-বর্তমান ক্রীড়াবিদ এবং টেকনিক্যাল স্টাফরা। তারা সাম্প্রতিক সময়ে ফেডারেশনে হয়ে যাওয়া দুর্নীতির তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ক্রীড়াঙ্গনের নীতিনির্ধারকদের কাছে দাবি জানিয়েছেন। চরম অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ হকি ফেডারেশনে।

বাংলাদেশ বক্সিং ফেডারেশনে পরিবর্তনের ডাক দিয়েছেন খেলাটির সংশ্লিষ্টরা। অস্থিরতা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে হামলা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। হামলাকারীরা ব্যাডমিন্টন সংশ্লিষ্ট বলে জানিয়েছে সূত্রটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আ.লীগের মন্ত্রীর ভাইকে সরানো হলো মুদ্রণ শিল্প সমিতি থেকে

আগামী ২ দিনের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ

নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে : আমীর খসরু

ফিল্মি কায়দায় প্রবাসীকে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার

ফজলে করিমের বিরুদ্ধে দুদকের মামলা

চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে 

অধ্যাপক ব্রজ গোপাল বৈষ্ণবের পরলোকগমন

নৌবাহিনীর দায়িত্বে চট্টগ্রাম বন্দরে বেড়েছে গড় কনটেইনার হ্যান্ডলিং

তপশিলে নৌকা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত

১০

সোহাগ হত্যাকাণ্ডকে ‘সংখ্যালঘু নির্যাতন’ বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম

১১

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ভালো : বিশ্বব্যাংক

১২

শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ স্থাপনাটি ভেঙে দিয়েছে সিটি করপোরেশন

১৩

বিএনপির দুপক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

১৪

গণঅভ্যুত্থানের পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ 

১৫

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

১৬

চাঁদা না দিলে পদকপ্রাপ্ত চা চাষিকে হত্যার হুমকির অভিযোগ

১৭

নিহত সোহাগের পরিবারের পাশে বিএনপি, খুনিদের ফাঁসির দাবি

১৮

৫ কোটি টাকা চাঁদা দাবি : তিন আসামি কারাগারে 

১৯

স্ত্রী বারবার প্রেমিকের সঙ্গে পালান, তালাকের পর দুধ দিয়ে গোসল স্বামীর

২০
X