স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সরে যাওয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি : সংগৃহীত
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকায় বসার কথা ছিল আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্ট ‘কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ’। সূচি অনুযায়ী ৪০টি দেশের অংশগ্রহণে আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকার ডারবানে সরিয়ে নেওয়া হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন কারাতের খেলোয়াড়রা।

গত জুলাইয়ে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয় বলে কালবেলাকে মুঠোফোনে জানান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু। তিনি বলেন, ‘দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝে তাদের সিদ্ধান্ত জানিয়ে মেইল পাঠায় কমনওয়েলথ বোর্ড। সেই মেইলে বলা হয়, টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেওয়া হয়েছে।’

জুলাই মাসের মাঝামাঝি সময়ে অবনতি হয়েছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন অনেক ছাত্র-জনতা। সারা দেশে জারি করা হয় কারফিউ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও। গণআন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের।

একই কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু। বর্তমানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এবার সরে গেল কমনওয়েলথ কারাতে। ভেন্যু সরে যাওয়ায় আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করা হচ্ছে না বাংলাদেশের- এমনটা জানান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু।

তিনি বলেন, ‘মেইল পাওয়ার পরপরই আমরা ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছি। অর্থ সংকটের কারণে এবার এ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ নেই বলে আমাদের জানানো হয়েছে।’

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারা প্রসঙ্গে কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘প্রথমত প্রস্তুতির বিশাল একটা ঘটতি রয়েছে। এ জন্য অংশগ্রহণ করার সুযোগ কম। এ ছাড়া আর্থিক বিষয়ও রয়েছে। টুর্নামেন্ট সরে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়েছি।’

এমনিতেই বাংলাদেশের কারাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ কম পান। ঘরের মাঠে টুর্নামেন্ট বলে বড় স্বপ্ন ছিল কারাতেকাদের। তবে টুর্নামেন্টটি সরে যাওয়ায় বাংলাদেশের কারাতেকারা অনেক বড় সুযোগ হারাল বলে মনে করেন এসএ গেমসের স্বর্ণজয়ী মারজান আক্তার প্রিয়া বলেন, ‘দেশে আসরটি হলে জুনিয়র, কাডেট ও সিনিয়র পর্যায়ে সব খেলোয়াড়ই অংশগ্রহণ করতে পারত। আমি বলব, ভেন্যু পরিবর্তন হওয়ায় বাংলাদেশ বড় একটা সুযোগ হারাল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে মেলার নামে লটারি প্রতারণা, এলাকাবাসীর ক্ষোভ

মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ

ডাকসু নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বুধবার

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি জানুন

প্লট দুর্নীতি / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য

এলপিজির নতুন দাম নির্ধারণ

মেসির অবসরের জন্য কেউ প্রস্তুত নয়, দাবি সাবেক সতীর্থের

ভারতের শুল্ক কমানো নিয়ে ট্রাম্প বললেন, দেরি হয়ে গেছে

প্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির আইআইএর একাডেমিক প্রোগ্রামে যোগদান

এসএমসি সেনসেশন কনডমের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সালমান মুক্তাদির

১০

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে : গয়েশ্বর

১১

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

১২

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণের সঙ্গে দ্বিমত নেই ফার্স সিকিউরিটি ইসলামী ব্যাংকের

১৩

চোখের সামনেই ডুবে গেল কৃষকের স্বপ্ন

১৪

বাকৃবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ ও ব্যাংকে তালা

১৫

দল বদলের শেষ দিনে যা ঘটেছিল এমি মার্টিনেজের সাথে

১৬

না ফেরার দেশে ফুটবল দলের অধিনায়ক

১৭

স্ট্যাটাস দিই, আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায়: জয়

১৮

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায় 

১৯

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে টাকের ঝুঁকি

২০
X