স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সরে যাওয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি : সংগৃহীত
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকায় বসার কথা ছিল আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্ট ‘কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ’। সূচি অনুযায়ী ৪০টি দেশের অংশগ্রহণে আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকার ডারবানে সরিয়ে নেওয়া হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন কারাতের খেলোয়াড়রা।

গত জুলাইয়ে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয় বলে কালবেলাকে মুঠোফোনে জানান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু। তিনি বলেন, ‘দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝে তাদের সিদ্ধান্ত জানিয়ে মেইল পাঠায় কমনওয়েলথ বোর্ড। সেই মেইলে বলা হয়, টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেওয়া হয়েছে।’

জুলাই মাসের মাঝামাঝি সময়ে অবনতি হয়েছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন অনেক ছাত্র-জনতা। সারা দেশে জারি করা হয় কারফিউ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও। গণআন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের।

একই কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু। বর্তমানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এবার সরে গেল কমনওয়েলথ কারাতে। ভেন্যু সরে যাওয়ায় আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করা হচ্ছে না বাংলাদেশের- এমনটা জানান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু।

তিনি বলেন, ‘মেইল পাওয়ার পরপরই আমরা ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছি। অর্থ সংকটের কারণে এবার এ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ নেই বলে আমাদের জানানো হয়েছে।’

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারা প্রসঙ্গে কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘প্রথমত প্রস্তুতির বিশাল একটা ঘটতি রয়েছে। এ জন্য অংশগ্রহণ করার সুযোগ কম। এ ছাড়া আর্থিক বিষয়ও রয়েছে। টুর্নামেন্ট সরে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়েছি।’

এমনিতেই বাংলাদেশের কারাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ কম পান। ঘরের মাঠে টুর্নামেন্ট বলে বড় স্বপ্ন ছিল কারাতেকাদের। তবে টুর্নামেন্টটি সরে যাওয়ায় বাংলাদেশের কারাতেকারা অনেক বড় সুযোগ হারাল বলে মনে করেন এসএ গেমসের স্বর্ণজয়ী মারজান আক্তার প্রিয়া বলেন, ‘দেশে আসরটি হলে জুনিয়র, কাডেট ও সিনিয়র পর্যায়ে সব খেলোয়াড়ই অংশগ্রহণ করতে পারত। আমি বলব, ভেন্যু পরিবর্তন হওয়ায় বাংলাদেশ বড় একটা সুযোগ হারাল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

আ.লীগ নিষিদ্ধে ৪ রোডম্যাপ দিলেন তুহিন মালিক

পোপ চতুর্দশ লিওকে অভিনন্দন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

১০

বড় পর্দায় দেখানো হচ্ছে হাসিনার গণহত্যা

১১

রাজধানীতে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

১২

ইউটিউবে বাংলাদেশের ৪ টিভি চ্যানেল বন্ধ করল ভারত

১৩

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি

১৪

‘এখন যদি খালেদা জিয়া শাহবাগে উপস্থিত হন’, পিনাকীর স্ট্যাটাস

১৫

উত্তেজনার মধ্যে বড় সুসংবাদ পেল পাকিস্তান

১৬

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, হবিগঞ্জে বৈষম্যবিরোধীদের ৪ জনকে পিটিয়ে আহত

১৭

হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

১৮

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্লকেড

১৯

ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারেন মোদি

২০
X