স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সরে যাওয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি : সংগৃহীত
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকায় বসার কথা ছিল আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্ট ‘কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ’। সূচি অনুযায়ী ৪০টি দেশের অংশগ্রহণে আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকার ডারবানে সরিয়ে নেওয়া হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন কারাতের খেলোয়াড়রা।

গত জুলাইয়ে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয় বলে কালবেলাকে মুঠোফোনে জানান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু। তিনি বলেন, ‘দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝে তাদের সিদ্ধান্ত জানিয়ে মেইল পাঠায় কমনওয়েলথ বোর্ড। সেই মেইলে বলা হয়, টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেওয়া হয়েছে।’

জুলাই মাসের মাঝামাঝি সময়ে অবনতি হয়েছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন অনেক ছাত্র-জনতা। সারা দেশে জারি করা হয় কারফিউ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও। গণআন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের।

একই কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু। বর্তমানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এবার সরে গেল কমনওয়েলথ কারাতে। ভেন্যু সরে যাওয়ায় আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করা হচ্ছে না বাংলাদেশের- এমনটা জানান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু।

তিনি বলেন, ‘মেইল পাওয়ার পরপরই আমরা ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছি। অর্থ সংকটের কারণে এবার এ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ নেই বলে আমাদের জানানো হয়েছে।’

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারা প্রসঙ্গে কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘প্রথমত প্রস্তুতির বিশাল একটা ঘটতি রয়েছে। এ জন্য অংশগ্রহণ করার সুযোগ কম। এ ছাড়া আর্থিক বিষয়ও রয়েছে। টুর্নামেন্ট সরে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়েছি।’

এমনিতেই বাংলাদেশের কারাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ কম পান। ঘরের মাঠে টুর্নামেন্ট বলে বড় স্বপ্ন ছিল কারাতেকাদের। তবে টুর্নামেন্টটি সরে যাওয়ায় বাংলাদেশের কারাতেকারা অনেক বড় সুযোগ হারাল বলে মনে করেন এসএ গেমসের স্বর্ণজয়ী মারজান আক্তার প্রিয়া বলেন, ‘দেশে আসরটি হলে জুনিয়র, কাডেট ও সিনিয়র পর্যায়ে সব খেলোয়াড়ই অংশগ্রহণ করতে পারত। আমি বলব, ভেন্যু পরিবর্তন হওয়ায় বাংলাদেশ বড় একটা সুযোগ হারাল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়েও দেশসেরা বাগমারার শামীমা 

ডেঙ্গু আক্রান্ত আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি

মাহাথিরের শততম জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

কেইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

পরমাণু আলোচনায় ফিরতে যে সব শর্ত দিল ইরান

মা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের কারাদণ্ড

১৬ জুলাই সরকারি ছুটি থাকবে কি?

আরও ১০ দিন ভারি বর্ষণের পূর্বাভাস 

‘তুমি আমার ভালোবাসা নিয়ে গেছ রেজওয়ান’ লিখে বেরোবি ছাত্রীর আত্মহত্যা

আ.লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল

১০

অধ্যাপক আবুল বারকাত কারাগারে

১১

শতভাগ পাসের সাফল্যে দারুস সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা

১২

এরদোয়ানের বিরাট সাফল্য, কুর্দিস্থানের যোদ্ধাদের নতুন অধ্যায়ের সূচনা

১৩

একে স্কুল অ্যান্ড কলেজে ৯৪ শতাংশ পাস

১৪

জামায়াতের সঙ্গে জোট নয়, এনসিপির সঙ্গে আলোচনার সম্ভাবনা উন্মুক্ত : সালাহউদ্দিন

১৫

কর্ণফুলী ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

১৬

সাতক্ষীরায় যাবেন এনসিপি নেতারা, তড়িঘড়ি করে সড়ক সংস্কার

১৭

দুই ওভারে দুই হ্যাটট্রিক! ক্রিকেটারের অবিশ্বাস্য কীর্তি

১৮

জেসিআই বাংলাদেশের উদ্যোগে ‘জেসিআই ব্লাড বন্ড’ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৯

পাক অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

২০
X