স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সরে যাওয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাংলাদেশের

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি : সংগৃহীত
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকায় বসার কথা ছিল আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্ট ‘কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ’। সূচি অনুযায়ী ৪০টি দেশের অংশগ্রহণে আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকার ডারবানে সরিয়ে নেওয়া হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন কারাতের খেলোয়াড়রা।

গত জুলাইয়ে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয় বলে কালবেলাকে মুঠোফোনে জানান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু। তিনি বলেন, ‘দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝে তাদের সিদ্ধান্ত জানিয়ে মেইল পাঠায় কমনওয়েলথ বোর্ড। সেই মেইলে বলা হয়, টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেওয়া হয়েছে।’

জুলাই মাসের মাঝামাঝি সময়ে অবনতি হয়েছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন অনেক ছাত্র-জনতা। সারা দেশে জারি করা হয় কারফিউ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও। গণআন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের।

একই কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু। বর্তমানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এবার সরে গেল কমনওয়েলথ কারাতে। ভেন্যু সরে যাওয়ায় আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করা হচ্ছে না বাংলাদেশের- এমনটা জানান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু।

তিনি বলেন, ‘মেইল পাওয়ার পরপরই আমরা ক্রীড়া মন্ত্রণালয় ও এনএসসিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছি। অর্থ সংকটের কারণে এবার এ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ নেই বলে আমাদের জানানো হয়েছে।’

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারা প্রসঙ্গে কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী মুঠোফোনে কালবেলাকে বলেন, ‘প্রথমত প্রস্তুতির বিশাল একটা ঘটতি রয়েছে। এ জন্য অংশগ্রহণ করার সুযোগ কম। এ ছাড়া আর্থিক বিষয়ও রয়েছে। টুর্নামেন্ট সরে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়েছি।’

এমনিতেই বাংলাদেশের কারাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ কম পান। ঘরের মাঠে টুর্নামেন্ট বলে বড় স্বপ্ন ছিল কারাতেকাদের। তবে টুর্নামেন্টটি সরে যাওয়ায় বাংলাদেশের কারাতেকারা অনেক বড় সুযোগ হারাল বলে মনে করেন এসএ গেমসের স্বর্ণজয়ী মারজান আক্তার প্রিয়া বলেন, ‘দেশে আসরটি হলে জুনিয়র, কাডেট ও সিনিয়র পর্যায়ে সব খেলোয়াড়ই অংশগ্রহণ করতে পারত। আমি বলব, ভেন্যু পরিবর্তন হওয়ায় বাংলাদেশ বড় একটা সুযোগ হারাল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

১০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

১১

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১৩

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১৪

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১৬

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৭

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৮

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

২০
X