ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ
কারাতের মানব পাচার

মোস্তাফিজুরের নিষেধাজ্ঞা বহাল

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নিষিদ্ধ সহসভাপতি মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ কারাতে ফেডারেশনের নিষিদ্ধ সহসভাপতি মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আপিল বিভাগের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতির পদ থেকে নিষিদ্ধ থাকবেন মো. মোস্তাফিজুর রহমান।

খেলোয়াড় সাজিয়ে আদম পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সহসভাপতির পদ থেকে তাকে অব্যাহতি দিয়েছিল বাংলাদেশ কারাতে ফেডারেশন। সে সঙ্গে পরবর্তী পাঁচ বছর কারাতে ফেডারেশনের সকল প্রকার কার্যক্রমে নিষিদ্ধ করা হয় মোস্তাফিজুর রহমানকে।

নিষিদ্ধ হওয়ার পর আদালতের শরণাপন্ন হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ১৬ অক্টোবর এ সংগঠককে অব্যাহতি প্রদান করার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ আরোপ করেন হাইকোর্ট বিভাগ। স্থগিতাদেশের বিরুদ্ধে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল আপিল দায়ের করেন। এ আপিলের প্রেক্ষিতে চেম্বার জজ মামলার ওপর উভয়পক্ষকে স্থিতি বজায় রাখার আদেশ দিয়েছেন। গত ১৫ নভেম্বর এ আদেশ দেওয়া হয়েছে। চেম্বার জজের এ আদেশের ফলে মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। অন্যদিকে বাংলাদেশ কারাতে ফেডারেশনও নতুন কাউকে এ পদে বসাতে পারবে না।

ওই সিভিল আপিল এ বাংলাদেশ কারাতে ফেডারেশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহিন এম রহমান এবং মো. মোস্তাফিজুর রহমানের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মার্চে ওপেন কাপ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি দল দক্ষিণ ইউরোপের দেশ মালটায় যায়। নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান ছিলেন ওই কন্টিনজেন্টের দলনেতা। বাংলাদেশ কারাতে ফেডারেশন ও মার্শাল আর্ট কনফেডারেশনকে অবহিত না করেই এ দল পাঠানো হয়। যে কারণে মোস্তাফিজুর রহমানকে মার্শাল আর্ট কনফেডারেশন থেকে কারণ দর্শাতে বলা হয়। মালটায় যাওয়া কন্টিনজেন্টের সদস্যদের পাসপোর্টসহ কারাতে ফেডারেশনে হাজির করার কথা বলা হলেও তা করতে পারেননি মোস্তাফিজুর রহমান। মালটায় খেলোয়াড় সাজিয়ে আদম পাচারে মার্শাল আর্ট কনফেডারেশনের কাগজপত্র জালিয়াতি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। মোস্তাফিজুর রহমান মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। আদম পাচারের ঘটনা খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মার্শাল আর্ট কনফেডারেশনকে কারণ দর্শাতে বলা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিবিদদের এখন সংস্কার নিয়ে আগ্রহ নেই : সংস্কার কমিশনের প্রধান

গোসলের সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের খোঁজ নিলেন তারেক রহমান 

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে এলো বাকৃবি শিক্ষার্থীরা

এতিমদের খাওয়ালেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর প্রতি ডিআইজি মল্লিকের কড়া হুঁশিয়ারি

আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে আ.লীগের প্রচারণার বিষয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

যশোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ

ঢাকায় রাত ১০টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১০

বাংলাদেশে পিএসএল আয়োজন করতে বললেন সাবেক পাক ক্রিকেটার

১১

আবুজর গিফারী কলেজের সভাপতি-বিদ্যোৎসাহী সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১২

যুদ্ধে ঘণ্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২০ গুণ বেশি

১৩

ডিএনসিসিকে ৫ কাঠা জমি দিল উলুদার হাউজিং সোসাইটি

১৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার দাবি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের

১৫

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, গরু ‘কোরবানি’ করলেন মাওলানা রফিকুল

১৬

‘বৈষম্যহীন নৈতিক সমাজ গঠনে ইসলামি শিক্ষার বিকল্প নেই’

১৭

রাজনীতিবিদরা চান ক্ষমতায় যাওয়ার পরিবর্তন : বদিউল আলম

১৮

শেখ হাসিনার সহকারী প্রেসসচিব বিটুসহ তিনজন কারাগারে

১৯

আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে : রাশেদ প্রধান

২০
X