ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ
কারাতের মানব পাচার

মোস্তাফিজুরের নিষেধাজ্ঞা বহাল

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নিষিদ্ধ সহসভাপতি মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ কারাতে ফেডারেশনের নিষিদ্ধ সহসভাপতি মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আপিল বিভাগের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতির পদ থেকে নিষিদ্ধ থাকবেন মো. মোস্তাফিজুর রহমান।

খেলোয়াড় সাজিয়ে আদম পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সহসভাপতির পদ থেকে তাকে অব্যাহতি দিয়েছিল বাংলাদেশ কারাতে ফেডারেশন। সে সঙ্গে পরবর্তী পাঁচ বছর কারাতে ফেডারেশনের সকল প্রকার কার্যক্রমে নিষিদ্ধ করা হয় মোস্তাফিজুর রহমানকে।

নিষিদ্ধ হওয়ার পর আদালতের শরণাপন্ন হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ১৬ অক্টোবর এ সংগঠককে অব্যাহতি প্রদান করার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ আরোপ করেন হাইকোর্ট বিভাগ। স্থগিতাদেশের বিরুদ্ধে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল আপিল দায়ের করেন। এ আপিলের প্রেক্ষিতে চেম্বার জজ মামলার ওপর উভয়পক্ষকে স্থিতি বজায় রাখার আদেশ দিয়েছেন। গত ১৫ নভেম্বর এ আদেশ দেওয়া হয়েছে। চেম্বার জজের এ আদেশের ফলে মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। অন্যদিকে বাংলাদেশ কারাতে ফেডারেশনও নতুন কাউকে এ পদে বসাতে পারবে না।

ওই সিভিল আপিল এ বাংলাদেশ কারাতে ফেডারেশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহিন এম রহমান এবং মো. মোস্তাফিজুর রহমানের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মার্চে ওপেন কাপ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি দল দক্ষিণ ইউরোপের দেশ মালটায় যায়। নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান ছিলেন ওই কন্টিনজেন্টের দলনেতা। বাংলাদেশ কারাতে ফেডারেশন ও মার্শাল আর্ট কনফেডারেশনকে অবহিত না করেই এ দল পাঠানো হয়। যে কারণে মোস্তাফিজুর রহমানকে মার্শাল আর্ট কনফেডারেশন থেকে কারণ দর্শাতে বলা হয়। মালটায় যাওয়া কন্টিনজেন্টের সদস্যদের পাসপোর্টসহ কারাতে ফেডারেশনে হাজির করার কথা বলা হলেও তা করতে পারেননি মোস্তাফিজুর রহমান। মালটায় খেলোয়াড় সাজিয়ে আদম পাচারে মার্শাল আর্ট কনফেডারেশনের কাগজপত্র জালিয়াতি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। মোস্তাফিজুর রহমান মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। আদম পাচারের ঘটনা খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মার্শাল আর্ট কনফেডারেশনকে কারণ দর্শাতে বলা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রথমবারের মতো মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন

ফজলুর রহমানকে নিয়ে ছাত্রশিবিরের বিবৃতি

মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু ভেঙে দিল বিদ্রোহীরা

রিল বানাতে গিয়ে স্রোতে ভেসে গেলেন ইউটিউবার

আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারি বর্ষণের শঙ্কা

নেপালকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশের মেয়েরা

ফ্যামিলি মেডিসিনের পথপ্রদর্শক প্রাভা হেলথের ৮ বছর পূর্তি উদযাপন

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কেজিএফ নয়, আয়ের রেকর্ড তৈরি করেছিল অন্য এক সিনেমা

ভ্রান্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না : ধর্ম উপদেষ্টা

১০

এবার নিজ জেলায় ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা

১১

চাকসুর তফসিল ঘোষণার সময় জানাল প্রশাসন

১২

ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

১৩

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ : ডা. তাহের

১৪

স্মরণসভায় সাংবাদিকরা / গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি আবদুস শহিদ

১৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

১৬

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

১৭

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

১৮

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

১৯

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

২০
X