রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকায় আর্চারির রোমান-দিয়া জুটি

দিয়া সিদ্দিকী ও রোমান সানা। ছবি : সংগৃহীত
দিয়া সিদ্দিকী ও রোমান সানা। ছবি : সংগৃহীত

আর্চার অসীম কুমারের দেখানো পথ ধরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান হাকিম আহমেদ রুবেল। এবার একই পথে হাঁটল বাংলাদেশ আর্চারির আলোচিত জুটি রোমান সানা-দিয়া সিদ্দিকী।

আর্চারি ফেডারেশন, কোচ কিংবা সতীর্থদের কিছু না জানিয়ে তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তারা নিউ জার্সি অঙ্গরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিয়া সিদ্দিকীর বাবা নুরে আলম সিদ্দিকী। স্বল্প সময়ের মধ্যে এভাবে চার তীরন্দাজের দেশ ছেড়ে যাওয়াকে দুঃখজনক হিসেবে উল্লেখ করলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিরন।

‘অসীম কুমার দাস যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কিন্তু সবার সঙ্গে আলোচনা করেছে যে, আমি খেলা ছেড়ে দিয়েছি; বিদেশে চলে যেতে চাই। তার ভবিষ্যতের চিন্তা করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন সহযোগিতা করেছে। পরে হাকিম আহমেদ রুবেল এবং সর্বশেষ রোমান সানা ও দিয়া সিদ্দিকী যে প্রক্রিয়ায় চলে গেলেন, এটা দুঃখজনক! তাদের যাওয়াটা ইতিবাচক হতে পারত।’

এভাবে চার তীরন্দাজের দেশ ছেড়ে চলে যাওয়া কি খেলাটির ভবিষ্যৎ নিয়ে আপনাদের ভাবাচ্ছে—প্রশ্নের জাবে কামরুল ইসলাম কিরন বলেন, ‘এ নিয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশন মোটেও ভাবছে না। কারণ খেলোয়াড় উঠে আসার যে প্রক্রিয়া, সেটা সচল আছে। প্রতিভাবান খেলোয়াড় নিয়মিত উঠে আসছে।’

আর্চারিতে সিনিয়র দলের ক্যাম্প বন্ধ ছিল বিগত কয়েক মাস। রোমান সানা ও দিয়া সিদ্দিকী দুজনই সর্বশেষ সিনিয়র দলের ক্যাম্পে ছিলেন। কিন্তু তাদের নৈপুণ্যের গ্রাফ নিম্নমুখী ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ভিসা ছিল রোমান-দিয়ার পাসপোর্টে। সে ভিসা দিয়েই তারা দেশ ছেড়েছেন। যুক্তরাষ্ট্রে এ দম্পতি স্থায়ী হবেন কি না—নিশ্চিত করতে পারেনি কোনো সূত্র। এমনকি দিয়া সিদ্দিকীর পরিবারও। কিন্তু তাদের পারিপার্শ্বিক যে অবস্থা, তাতে এ জুটির সে দেশে স্থায়ী হওয়ার সম্ভাবনাই বেশি।

২০২৪ সালের মার্চে হুট করেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন রোমান সানা। পরে পারিশ্রমিক এবং নানা ইস্যুতে ক্ষোভ নিংড়ে দেন এ তীরন্দাজ। এ নিয়ে ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে জটিলতায়ও জড়ান রোমান। একপর্যায়ে তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলেন আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। শেষ পর্যন্ত নেতিবাচক নানা কাজের জন্য দুঃখ প্রকাশ করায় জাতীয় দলের দুয়ার খুলেছিল রোমানের জন্য। জাতীয় দলে ফিরলেও নৈপুণ্য আশাব্যঞ্জক ছিল না। সাম্প্রতিক সময়ে দিয়া সিদ্দিকী চোটের সঙ্গে লড়াই করছিলেন। যে কারণে নৈপুণ্যের গ্রাফও নিচে নেমে গেছে। খেলাটিতে ভবিষ্যৎ দেখতে না পেয়েই তাদের এভাবে দেশ ছেড়ে যাওয়া—এমনটা ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এবং ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে জানতে সামাজিক যোগাযোগমাধ্যমে রোমান সানা ও দিয়া সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১০

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১১

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১২

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৩

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৪

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৫

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৬

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৭

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৮

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

১৯

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

২০
X