ভারতের প্রো-কাবাডির নিলামে থাকছে বাংলাদেশের বড় বহর। ২০১৪ সালে শুরু হওয়া আসরের নিলামে বরাবরই বাংলাদেশের খেলোয়াড়রা থাকেন। কিন্তু সংখ্যার বিচারে এবার থাকছেন সর্বোচ্চ ১০ খেলোয়াড়।
জমজমাট এ লিগের দ্বাদশ আসর শুরু হবে আগস্টে। দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে তার আগেই। ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে নিলাম। ২০ মে’র মধ্যে বাংলাদেশের খেলোয়াড়দের নাম পাঠাতে সময় বেঁধে দেওয়া হয়েছিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোচেস প্যানেলের সদস্যরা যাচাই-বাছাই করে ১০ খেলোয়াড়ের নাম চূড়ান্ত করেছেন। আজ সে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। নিলামের জন্য পাঠানো তালিকায় আছেন—মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান।
‘প্রো-কাবাডি নিলামের জন্য বাংলাদেশ থেকে বরাবরই খেলোয়াড় চাওয়া হয়। অতীতে বাংলাদেশ থেকে প্রো-কাবাডি খেলতে যাওয়ার বিষয়টা মসৃণ ছিল না। এখন অবশ্য সে জটিলতা নেই। আশা করছি, বাংলাদেশ থেকে অতীতের চেয়ে বেশি সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণের পথ সুগম হবে’—কালবেলাকে বলছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
গত জানুয়ারিতে নেপালে ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে খেলেছেন বাংলাদেশের ৬ খেলোয়াড়। প্রো-কাবাডির নিলামে ইরানের পরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘প্রো-কাবাডির নিলামে এ মুহূর্তে আমরা দ্বিতীয় স্থানে আছি। নেপাল, কেনিয়া, থাইল্যান্ড থেকে আমাদের চেয়ে কমসংখ্যক খেলোয়াড় চাওয়া হয়েছে।
মন্তব্য করুন