ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এসএ গেমসে ৬৫০ জনের বাংলাদেশ কন্টিনজেন্ট চূড়ান্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের জন্য প্রাথমিকভাবে ৬৫০ জনের বাংলাদেশ কন্টিনজেন্ট চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সর্বশেষ নির্বাহী কমিটির সভায় প্রাথমিক বহর চূড়ান্ত করা হয়। ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদে এ গেমস আয়োজিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের বড় বহরের মধ্যে ক্রীড়াবিদ ৪৯০ জন, বাকি ১৬০ জন অফিসিয়ালের তালিকা করা হয়েছে। বিওএ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব এ কে সরকার কালবেলাকে জানিয়েছেন, ২৮ ডিসিপ্লিনের সবগুলোতে অংশগ্রহণ করবে বাংলাদেশ। যদিও ট্রায়াথলনে অংশগ্রহণ করার বিষয় নিশ্চিত নয় বলে একটি সূত্র জানিয়েছে। এ ছাড়া অপশনাল হিসেবে রাখা হয়েছে রোয়িং।

সূত্রের দেওয়া তথ্য মতে, বাংলাদেশ যে ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো- আরচারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ানদো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, রেসলিং, উশু, রাগবি এবং বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার।

গেমসের বিভিন্ন ডিসিপ্লিনে সর্বোচ্চ কতজন ক্রীড়াবিদ পাঠানো যাবে, তার একটা তালিকা আয়োজকরা সরবরাহ করেছে। সে তালিকা ধরে বাংলাদেশ বিভিন্ন ডিসিপ্লিন ও ইভেন্টে কাটছাঁট করে ৪৯০ জন ক্রীড়াবিদের প্রাথমিক একটা বহর চূড়ান্ত করেছে। বাজেট এবং গেমস থেকে প্রাপ্তির সম্ভাবনার ওপর ভিত্তি করে কন্টিনজেন্ট চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিওএর কর্মকর্তারা।

বিগত আসরগুলোতে দল প্রস্তুত করার বিষয় বিওএ তদারকি করলেও এবার এ দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওপর দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রস্তুতি শুরু এবং তদারকি করার মতো পর্যাপ্ত লোকবল আদৌ আছে তো এনএসসির! কারণ সূক্ষ্মভাবে নজরদারি করা না হলে গেমসের আগে প্রশিক্ষণ খাতে অর্থ খরচ হলেও ক্রীড়াবিদদের প্রস্তুত করার কাজ প্রশ্নবিদ্ধ থাকবে। অতীতে বিভিন্ন আন্তর্জাতিক আসর সামনে রেখে নানা নেতিবাচক ঘটনায় সে আশঙ্কা করা হচ্ছে। গেমসের বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদ ও অফিসিয়ালের তালিকা চূড়ান্ত করা হলেও এখনো প্রস্তুতি শুরুর তোড়জোড় লক্ষ করা যাচ্ছে না।

ট্রেনিং শুরুর বিষয়ে বিওএ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব এ কে সরকার কালবেলাকে বলছিলেন, ‘গেমস সামনে রেখে আমরা বিভিন্ন ডিসিপ্লিন চূড়ান্ত করতে কাজ করছি। এবার ট্রেনিং কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অনুরোধ করা হয়েছে। অ্যাথলেটদের প্রস্তুত করার কার্যক্রম এনএসসি পরিচালনা করলেও বিওএ কর্মকর্তারা সহযোগী হিসেবে কাজ করবে। গেমসে সামনে রেখে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। এ তালিকায় কাটছাঁট করা হবে। কিছু ডিসিপ্লিনের কয়েকটি ইভেন্ট বাদ যেতে পারে, যুক্ত হতে পারে অন্যান্য ইভেন্ট। সম্ভাবনার ভিত্তিতে কাটছাঁট করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের প্রিন্স সিনেমায় যুক্ত হলেন ফারিণ

প্রবাসীদের ভোটদান সহজতর করা না হলে ভোটাধিকারের মূল্য নেই

বরিশালে দফায় দফায় সংঘর্ষ, অর্ধ শতাধিক বাস ভাঙচুর

১৩৩ আসনে প্রার্থী ঘোষণা গণফোরামের

সাধারণ কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই : নজরুল ইসলাম আজাদ

রাজধানীতে ৩ ঘণ্টায় পাঁচ ককটেল বিস্ফোরণ

দুই ছেলের নির্যাতনের শিকার হলেন বৃদ্ধ বাবা

বাংলাদেশের জার্সিতে প্রথম জয় পেতে মরিয়া সামিত সোম

সন্ধ্যার পর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

এই ৬ কাজ করছেন? মুহূর্তেই বর্ষিত হবে আল্লাহর লানত

১০

নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর আঞ্চলিক শান্তির প্রয়াস : মুশফিকুর রহমান

১১

নতুন বিপদে গাজার বাসিন্দারা

১২

যে একাদশ নিয়ে সেনেগালের বিপক্ষে নামতে পারে ব্রাজিল

১৩

আকুপাংচার চীনের প্রাচীন চিকিৎসা

১৪

‘ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে’

১৫

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে : সাদিক কায়েম

১৬

সঞ্জুকে দলে টেনে অধিনায়কের নাম জানাল চেন্নাই

১৭

সিলেবাস সংস্কারে আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ভিসি আমানুল্লাহ

১৮

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

১৯

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

২০
X